Remove Upper Lip Hair: ঠোঁটের উপর অবাঞ্ছিত লোম থেকে সারাজীবনের জন্য রেহাই পাবেন মাত্র ৫ ঘরোয়া উপায়েই!

অবাঞ্ছিত ও অতিরিক্ত লোম থেকে মুক্তি পেতে চান? মুখ পরিস্কার রাখতে নিয়মিত ওয়াক্সিং ও থ্রেডের জন্য বারবার পার্লারে যেতে হবে না। এর জন্য বাজারচলতি পণ্যেরও দরকার পড়বে না।

Remove Upper Lip Hair: ঠোঁটের উপর অবাঞ্ছিত লোম থেকে সারাজীবনের জন্য রেহাই পাবেন মাত্র ৫ ঘরোয়া উপায়েই!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 9:32 PM

আমাদের সকলেরই ঠোঁটের উপর রোম থাকে। কিন্তু অনেক মহিলার ক্ষেত্রে সেই রোমের বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অবস্থাকে হিরসুটিজম বলা হয়। যেখানে মহিলাদের মধ্যে হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত অবাঞ্ছিত চুল গজায়। পিসিওএস, কুশিং সিনড্রোম বা এটি আপনার পরিবারে চললে হিরসুটিজম হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নির্দিষ্ট ওষুধের কারণে বিকাশ করতে পারে।

অবাঞ্ছিত ও অতিরিক্ত লোম থেকে মুক্তি পেতে চান? মুখ পরিস্কার রাখতে নিয়মিত ওয়াক্সিং ও থ্রেডের জন্য বারবার পার্লারে যেতে হবে না। এর জন্য বাজারচলতি পণ্যেরও দরকার পড়বে না। ঘরে বসেই প্রাকৃতিকভাবে ঠোঁটের উপর অতিরিক্ত ও অবাঞ্ছিত লোম দূর করার কতকগুলি টিপস এখানে দেওয়া রইল…

ডিমের সাদা অংশ

ঠোঁটের উপরের লোম হঠাতে ডিমের সাদা অংশ ব্যবহার করা যেতে পারে। এতে অনজাইন রয়েছে। যা চুলের ফলিকল অপসারণ করতে সাহায্য করে। ডিমের সাদা অংশ ভাল করে পেস্ট করে ঠোঁটের উপরে লাগিয়ে নিন। প্রায় ৩০ মিনিটের জন্য অপেক্ষা করুন। সপ্তাহে প্রায় ২বার এটি করতে পারেন।

দুধ ও হলুদ

অবাঞ্ছিত লোম দূর করার আরেকটি কার্যকরী পদ্ধতি হল দুধ ও হলুদ। এই উপায়টি শুধুমাত্র লোম থেকে রেহাই পাবে তা নয়, আপনার ত্বককে করবে পরিস্কার ও উজ্জ্বলও। এর জন্য একটি পাত্রের মধ্য়ে এক টেবিলস্পুন হলুদ ও এক টেবিলস্পুন দুধ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি ঠোঁটের উপরের অংশে লাগিয়ে যতক্ষণ নাপর্য়ন্ত শুকনো হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেসে পরিস্কার করতে ঠান্ডা জল ব্য়বহার করুন। সপ্তাহে তিনবার করলেই ফল মিলবে।

হলুদ-বেসন-দই

এই তিন উপকরণ দিয়ে অবাঞ্ছিত লোম দূর করা যাবে। দইয়ে ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বকে পুষ্টি যোগায়। একটি পাত্রে মধ্য়ে আধ টেবিলস্পুন দই, আধ টেবিলস্পুন হলুদ ও আধ টেবিলস্পুন বেসন একসঙ্গে মি্শিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ঠোঁটের উপরে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২বার ব্যবহার করলেই চলবে।

চিনি

চিনি ওয়াক্সিংয়ের জন্য ব্যবহার করা হয়। ঠোঁটের উপর লোম নির্মূল করতে ব্যথাহীন পদ্ধতিতে চিনির পেস্ট প্রয়োগ করতে পারেন। লোমের বৃদ্ধি রোধ করতেও সাহায়্য করে। একটি পাত্রের মধ্যে ২ টেবিলস্পুন চিনি, ১ টেবিলস্পুন লেবুর রস দিয়ে একটি আঠালো পেস্ট বানান। অল্প ঠান্ডা হলে ঠোঁটেরউপর লাগিয়ে নিন। এবার যেখানে চিনির পেস্ট ব্যবহার করেছেন, সেখানে নরম সুতির কাপড়ের টুকরো রাখুন। এবার ওয়াক্সিংয়ের মত কাপড়ের উপর আলতো করে চাপ দিয়ে দ্রুত কাপড়ে টান দিন। সপ্তাহে একবার বা প্রয়োজন অনুসারে ২ বার করতে পারেন।

আলুর রস

আলুর রস ত্বকের ব্লিচিং করার জন্য় সুপরিচিত। অবাঞ্ছিত লোমের প্রতিকার হিসেবে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্য়বহার করলে ভাল মিলতে পারেন। একটি পাত্রের মধ্যে ২টেবিলস্পুন আলুর রস নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই রস ঠোঁচের উপরের অংশে লাগিয়ে নিন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার করলেই মিলবে ফল।

আরও পড়ুন: Beauty Benefits Of Tomato: শুষ্কতা দূর করতে বা ট্যান মুছে ফেলতে টমেটোর একটি টুকরোই যথেষ্ট!

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।