AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chamomile Tea: র‍্যাশ, লালচে ভাব, চুলকানি পিছু ছাড়ে না? সংবেদনশীল ত্বকে মাখুন ক্যামোমাইলের চা

Sensitive Skin Care: গ্রিন টি, হোয়াইট টি, মাচা গ্রিন টি-এর মতো চা দিয়ে রূপচর্চা যুগ যুগ ধরে চলে আসছে। চিন, কোরিয়া, জাপানের মতো দেশে রূপচর্চায় চা অবিচ্ছেদ্য অঙ্গ।

Chamomile Tea: র‍্যাশ, লালচে ভাব, চুলকানি পিছু ছাড়ে না? সংবেদনশীল ত্বকে মাখুন ক্যামোমাইলের চা
ক্যামোমাইলের চা দিয়ে সারুন রূপচর্চা...Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 7:09 AM
Share

চায়ের দুনিয়ায় নজর কেড়েছে ক্যামোমাইলের চা। এই চায়ের পুষ্টিগুণে স্বাস্থ্য নিয়ে আর চিন্তা থাকে না। মানসিক চাপ কমানো থেকে শুরু করে ঘুমকে প্রচোরিত করতে দারুণ উপযোগী ক্যামোমাইলের চা। কিন্তু যখনই প্রশ্ন আসে ত্বকের, তখনও কি একইভাবে উপকারী এই চা? যদিও চা দিয়ে রূপচর্চা কোনও নতুন বিষয় নয়। গ্রিন টি, হোয়াইট টি, মাচা গ্রিন টি-এর মতো চা দিয়ে রূপচর্চা যুগ যুগ ধরে চলে আসছে। চিন, জাপানের মতো দেশে রূপচর্চায় চা অবিচ্ছেদ্য অঙ্গ। আর এখন সেই তালিকায় যুক্ত রয়েছে কোরিয়ান বিউটিও। কিন্তু যখন ক্যামোমাইলের চায়ের প্রসঙ্গ ওঠে, সেটা কি শুধুই শরীরস্বাস্থ্যের মধ্যে আবদ্ধ? চলুন জেনে নেওয়া যাক…

ক্যামোমাইলের চায়ের গুণাগুণ-

ক্যামোমাইলের চা মূলত ক্যামোমাইল ফুল থেকে তৈরি করা হয়। গবেষণায় দেখা গিয়েছে, এই ক্যামোমাইলের চায়ের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলো ত্বকের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে দারুণ উপযোগী। ব্রণ, রোদে পোড়া দাগ, ত্বকের ক্ষত, দাগছোপ, বলিরেখে ইত্যাদি দূর করার ক্ষেত্রে ক্যামোমাইলের চা দারুণ উপযোগী। পাশাপাশি সেনসিটিভ ত্বকে র‍্যাশের সমস্যা, চুলকানি, লালচে ভাবের মতো ত্বকের সমস্যা থেকেও রেহাই দিতে সক্ষম ক্যামোমাইলের চা।

ত্বকে যে ভাবে ক্যামোমাইলের চা ব্যবহার করবেন-

১) ব্রণ দূর করতে ক্যামোমাইলের চায়ের ফেসপ্যাক বানিয়ে নিন। প্রথমে ক্যামোমাইলের চা বানিয়ে নিন। ২-৩ চামচ চা নিন। তাতে ১ চামচ মধু, ১ ডিমের সাদা অংশ এবং কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এটি ত্বকের উপর লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২) বলিরেখা, লালচে ভাব, চুলকানি দূর করতে ত্বকের উপর সরাসরি ক্যামোমাইলের চা লাগান। প্রথমে ক্যামোমাইলের চা বানিয়ে নিন। চা ঠান্ডা করুন। তারপর এর মধ্যে তুলো বল ডুবিয়ে সেটা সারা মুখে লাগান। মিনিট দশেক রাখার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

৩) এক্সফোলিয়েটর হিসেবেও ত্বকে ক্যামোমাইলের চা মাখতে পারেন। এক কাপ ক্যামোমাইলের চা বানিয়ে নিন। তাতে সামান্য চিনি ও অলিভ অয়েল যোগ করুন। এরপর ওই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। এতে আপনার ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে এবং আপনি উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন।

৪) চোখের নীচের কালচে দাগ দূর করার ক্ষেত্রে ক্যামোমাইলের টি ব্যাগ ব্যবহার করুন। চা বানিয়ে নেওয়ার পর টি ব্যাগগুলো ফেলবেন না। ওগুলো ঠান্ডা করে নিয়ে চোখের উপর বা তলায় রাখুন। এই একই ভাবে আপনি ত্বকের ক্ষতের উপরও ক্যামোমাইলের টি ব্যাগ ব্যবহার করতে পারেন।