Homemade Face Packs: গরম পড়ার আগেই মুখ দিয়ে তেল ঝরছে? আজই ট্রাই করুন এই ফেসপ্যাকগুলি

Oily Skin: গরমের সঙ্গে বেড়ে যায় তৈলাক্ত ত্বকের সমস্যা। এর সমাধান লুকিয়ে আছে এই হোমমেড ফেসপ্যাকের মধ্যে।

Homemade Face Packs: গরম পড়ার আগেই মুখ দিয়ে তেল ঝরছে? আজই ট্রাই করুন এই ফেসপ্যাকগুলি
তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে এই ফেসপ্যাকগুলো ব্যবহার করুন।Image Credit source: istockphoto.com
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 9:59 AM

গ্রীষ্মের আগমনের আগে, তৈলাক্ত ত্বকের (Oily Skin) ব্যক্তিরা তাঁদের ত্বক নিয়ে চিন্তা করতে শুরু করে দেয়। সামান্য ধুলোবালির কারণেই মুখে পিম্পল বা র‍্যাশের সমস্যা শুরু হয়। তার চেয়েও বড় সমস্যা গরম পড়তে শুরু করলেই ত্বক দিয়ে অতিরিক্ত সিবাম নির্গত হয়। এর জন্য ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে যায়। এটি এড়াতে, কিছু প্রাকৃতিক জিনিস (Naturally Ingredients) ব্যবহার করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে, তৈলাক্ত ত্বক যাঁদের তাঁরা ব্রণ, র‍্যাশ ইত্যাদির সম্মুখীন হন। আপনি যদি এই সমস্যার সমাধান চান, কিছু প্রাকৃতিক এবং সহজ পদ্ধতি (Home Remedies) বেছে নিন। আপনি চাইলে সহজেই বাড়িতে ফেসপ্যাক তৈরি করে (Face Packs) ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা এবং হলুদের ফেসপ্যাক

১ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল নিন। এতে ১/২ চা চামচ হলুদের গুঁড়ো যোগ করুন এবং উভয় উপাদান একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এরপর মুখ ভাল করে পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণটি মুখে, গলায় ও ঘাড়ে লাগান। এটি ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি এবং গোলাপ জলের ফেসপ্যাক

একটি মিক্সিং বাটিতে প্রায় ১ টেবিল চামচ মুলতানি মাটি নিন। এতে গোলাপ জল দিন। ভালো করে মিশিয়ে নিন। মুলতানি মাটি এবং গোলাপ জলের এই মিশ্রণটি সারা মুখে, গলায় ও ঘাড়ে লাগান। এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

ওটস এবং মধুর ফেসপ্যাক

মিক্সারে ওটস পিষে গুঁড়ো করে নিন। একটি ৩ চামচ ওটস গুঁড়ো নিন। এতে ২ চামচ অর্গানিক মধু যোগ করুন এবং উভয় উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি আপনার মুখে, গলায় ও ঘাড়ে লাগান। ১৫ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। এরপর একটি সাধারণ কাপড় জলে ভিজিয়ে হালকা হাতে মুখটা পরিষ্কার করে নিন।

টি ট্রি অয়েল, বেন্টোনাইট ক্লে ও গোলাপ জলের ফেস প্যাক

একটি পাত্রে এক থেকে দুই টেবিল চামচ বেন্টোনাইট ক্লে নিন। এতে প্রায় দুই টেবিল চামচ গোলাপ জল মেশান। এই মিশ্রণে কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সারা মুখে, গলায় ও ঘাড়ে লাগান। এবং শুকাতে দিন। ১৫ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন এবং দই ফেস প্যাক

একটি পাত্রে প্রায় দুই টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ তাজা দই নিন। উভয় উপাদান এক সঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। আপনার সারা মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: ঝলমলে চুল পেতে চান? আজই ট্রাই করুন কফির তৈরি হেয়ার মাস্ক