Skin Tightening: মুখের চামড়া ঝুলে পড়েছে? পুজোর আগে ত্বক টানটান হবে যে ৪ উপায়ে
DIY Face Pack: মুখের ঝুলে যাওয়া চামড়াই বার্ধক্যের লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে চোয়াল ও গলার চামড়া ঝুলে যায়। এই লক্ষণ কারওই পছন্দ নয়। অনেক সময় ঘরোয়া ফেসপ্যাক আপনার চামড়াকে টানটান করে তুলতে পারে। কীভাবে, জানেন? রইল টিপস।

মুখের ঝুলে যাওয়া চামড়াই বার্ধক্যের লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে চোয়াল ও গলার চামড়া ঝুলে যায়। এই লক্ষণ কারওই পছন্দ নয়। বিশেষত, সামনে যখন পুজো। ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করার জন্য সবসময় যে নামীদামি প্রসাধনী কার্যকর হবে, তা নয়। অনেক সময় ঘরোয়া ফেসপ্যাক আপনার চামড়াকে টানটান করে তুলতে পারে। এমনই ৫টি ফেসপ্যাকের খোঁজ রইল আপনার জন্য।
কলা ও দুধের ফেসপ্যাক
কলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। দুধ ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। এক চামচ পাকা কলা ভাল করে ম্যাশ করে নিন। এতে ১/৪ কাপ দুধ যোগ করুন। এই দুধ যদি ক্রিম যুক্ত বা ফুল ফ্যাট হয়, বেশি উপকার পাবেন। এবার এই দুই উপাদান ভাল করে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর এটি মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশের তৈরি ফেসপ্যাক
ডিমের সাদা অংশ আপনার চামড়াকে টানটান করে তুলতে সাহায্য করবে। পাশাপাশি ওপেন পোরসের সমস্যাও দূর করবে। এছাড়া এই ফেসপ্যাক মুখের যাবতীয় দাগছোপ দূর করে দেবে। ১টা ডিমের সাদা অংশের সঙ্গে ১ চামচ টক দই ও ১/৪ চামচ চিনি মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ভাল করে মুখে ও গলায় লাগিয়ে নিন। এরপর এটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
দারুচিনির ফেসপ্যাক
১ চামচ দারুচিনির গুঁড়ো নিন। এর সঙ্গে ১ চামচ হলুদ গুঁড়ো, অলিভ অয়েল ও চিনি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা মুখে লাগিয়ে নিন। মিনিট ১৫ রাখার পর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন আপনি এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকে জৌলুস এনে দেবে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেবে।
বেসন ও ওটসের ফেসপ্যাক
ভারতে রূপচর্চায় সবচেয়ে বেশি বেসন ব্যবহার করা হয়। বেসন ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত ধুলোবালি, ময়লা, তেল পরিষ্কার করে দেয়। অন্যদিকে, ওটস ত্বককে যেমন পরিষ্কার রাখে, তেমনই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এই ফেসপ্যাক ত্বক থেকে মৃত কোষ দূর করার পাশাপাশি ত্বককে টানটান করে তোলে। ওটস গুঁড়ো করে নিন। ১ চামচ করে বেসন ও ওটসের গুঁড়ো নিন। এতে ১ টেবিল চামচ মধু ও ১০ ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
