Protein Hair Mask: চুল দুর্বল? মজবুত করতে ব্যবহার করুন বাড়িতে বানানো প্রোটিন হেয়ার মাস্ক, রইল উপায়
Homemade Hair Mask: ডিম, মাছ, সোয়াবিনের মতো প্রোটিনযুক্ত খাবার বেশি করে খান। তাহলেই শরীরে প্রোটিনের ঘাটতি কমবে এবং চুল হবে মজবুত ও সুন্দর। এছাড়া আরও একটি ভাল উপায় রয়েছে। তা হল, প্রোটিন হেয়ার মাস্কের ব্যবহার।

চুলকে স্বাস্থ্যকর এবং চকচকে করতে সবার আগে চুল শিকড় থেকে শক্ত হওয়া প্রয়োজন। শুধু তাই নয়, চুল মজবুত করতে তার জন্য প্রচুর প্রোটিনেরও প্রয়োজন হয়। তাই এই সময় ডায়েটে নজর দেওয়া জরুরি। ডিম, মাছ, সোয়াবিনের মতো প্রোটিনযুক্ত খাবার বেশি করে খান। তাহলেই শরীরে প্রোটিনের ঘাটতি কমবে এবং চুল হবে মজবুত ও সুন্দর। এছাড়া আরও একটি ভাল উপায় রয়েছে। তা হল, প্রোটিন হেয়ার মাস্কের ব্যবহার। সপ্তাহে একবার বাড়িতে তৈরি প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করলেই উপকার পাবেন। তাই বাজার চলতি হেয়ার মাস্ক ব্যবহার করে ভরসা রাখুন ঘরোয়া প্রোটিন মাস্কে। উপকার পাবেন। যার তার জন্য় কী করতে হবে…
উপকরণ-
এক বাটি দই
দুই চামচ কফি পাউডার
তিন থেকে চার চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল
একটি খোসা ছাড়ানো কলা
পদ্ধতি-
একটি বড় বাটি নিন এবং এতে ছোট বাটির এক বাটি দই দিন। দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং প্রোটিন যা চুলের জন্য খুবই উপকারী এবং চুলকে মজবুত করতে সাহায্য করে দই। এরপর এতে দুই চামচ কফি পাউডার দিন। এবার তাতে অ্যালোভেরা জেল যোগ করুন।এবার একটি কলা চটকে নিয়ে তাতে দিয়ে দিন। মিশ্রণটি মিক্সারে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। বাড়িতে মিক্সার না থাকলে হাতের সাহায্যেও ভাল করে ফেটিয়ে নিতে পারেন। এরপর এই মাস্কটি ভাল করে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এটি ব্যবহার করে দেখুন, ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।
