AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Keratin hair treatment: খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট তো করছেন, আগে-পরে এই সব নিয়ম না মালে কোনও লাভ নেই

Hair Care Tips: চুলের যত্ন নিতে অনেকেই পয়সা খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট করান। এতি একটি প্রোটিন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করালে চুল অনেক নরম হয়, সহজে ঝরে পড়ে না। সেই সঙ্গে শাইনিং ভাবও বজায় থাকে

Keratin hair treatment: খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট তো করছেন, আগে-পরে এই সব নিয়ম না মালে কোনও লাভ নেই
চুলর যত্ন নেবেন যে ভাবে
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 9:00 AM
Share

পুজোর আগে সকলেই চুলের নানা রকম ট্রিটমেন্ট করান। কয়েক বছর আগেও পুজোয় হেয়ার কাটই ছিল শেষ কথা। এখন চুলে কালার করা থেকে শুরু করে নানা রকম হেয়ার ট্রিটমেন্টের জন্য সকলেই এই পুজোর সময় বেছে নেন। একটা পুজো যায় আর শুরু হয়ে যায় আন্য আরেকটা পুজোর প্রস্তুতি। এই পুজোর দিনগুলোতে সকলেই চান নিজের মত করে কাটাতে নিজের মত করে সাজতে। কে না চায় যে পুজোতে সবার নজর কাড়তে! সারা বছরের কাজের পর একটু একটু করে টাকা পয়সাও জমিয়ে রাখা এই পুজোর কটা দিন আনন্দে কাটানোর জন্য। পুজোর দিনগুলোতে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, নতুন জামা, সাজগোজ -সব মিলিয়ে প্রতীক্ষা চলতেই থাকে। যাঁরা কাজের জন্য প্রবাসে থাকেন তাঁরাও এই সময়টায় বাড়ি ফেরেন।

পুজোর মোটামুটি একমাস আগে থেকেই পার্লারে ভিড় উপচে পড়ে।  হেয়ার কাট, ফেসিয়াল, ট্যান রিমুভের জন্য লাইন পড়ে যায়। এছাড়াও প্রতি পুজোয় নতুন নতুন হেয়ার কাট ট্রেন্ডিংয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। চুল কাটা তো হল, কিন্তু তার সঠিক যত্ন না নিতে পারলে পুরোটাই মাটি। কাজের প্রয়োজনে আমাদের রোজ বাড়ির বাইরে বেরোতেই হয়। আর কলকাতার ঘাম, দূষণ, রোদে চুলের ক্ষতি হয় সবচাইতে বেশি। কোনওদিন চড়া রোদ্দুর তো কোনও দিন বৃষ্টি। এতে চুল ভীষণ রকম রুক্ষ্ম হয়ে যায়। যে কারণে এর সঠিক যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে।

চুলের যত্ন নিতে অনেকেই পয়সা খরচ করে কেরাটিন ট্রিটমেন্ট করান। এতি একটি প্রোটিন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করালে চুল অনেক নরম হয়, সহজে ঝরে পড়ে না। সেই সঙ্গে শাইনিং ভাবও বজায় থাকে। শুধু কেরাটিন করালেই হবে না, এরপর বিশেষ যত্ন না দিলে কয়েকদিনের মধ্যেই চুল আগের অবস্থায় ফিরে আসবে। হেয়ার স্টাইলিস্ট শ্রীজীব সজ্জন দিলেন গুরুত্বপূর্ণ কিছু টিপস। কেরাটিন চুলের জন্য ভাল। তবে রোজ শ্যাম্পু, কন্ডিশনার করতেই হবে। মাসে একটা করে হেয়ার স্পা করতেই হবে। কেরাটিন ট্রিটমেন্ট করলে তার জন্য স্পেশ্যাল শ্যাম্পু ব্যবহার করুন। তবে কেরাটিনের পর চুলে তেল লাগালে কেরাটিন নষ্ট হয়ে যায়। মাসে একটা করে স্পা করলে তবেই চুল ঠিক থাকবে।