AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beer Shampoo: চুলের যত্নে দারুণ কাজ করে বিয়ার!কী ভাবে ব্যবহার করবেন? জানুন পদ্ধতি

Hair care: চুলের স্বাস্থ্য রক্ষার্থে কিন্তু খুব ভাল কাজ করে বিয়ার। তবে বিয়ার সরাসরি ব্যবহার করবেন না। জলের সঙ্গে কিংবা ডিমের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন

Beer Shampoo: চুলের যত্নে দারুণ কাজ করে বিয়ার!কী ভাবে ব্যবহার করবেন? জানুন পদ্ধতি
জানুন কেন চুলের জন্য বিয়ার এত উপকারী
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 8:04 PM
Share

সে এক সময় ছিল। যখন রূপকথার গল্প আর বাস্তব মিলে যেত। বইয়ের পাতায় পড়া কেশবতী রাজকন্যেরা ধরা দিতেন চোখের সামনেই। একঢাল লম্বা কালো চুল, কখনও বেণী বাঁধা আবার কখনও তাতে সোহাগ করে গুঁজে নিয়েছে কোনও এক বুনো ফুল। রাজকন্যেদের কেশ বাহারেই প্রেমে পড়তেন রাজকুমারেরা। তখন ছিল না মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। চুলের ছবিই ধরা থাকত রাজকুমারদের মনে আর সেই ছবি দেখেই তাঁরা খোঁজ করতেন প্রেয়সীর। এসব এখন অতীত। চুলের জ্বালায় সকলেই জেরবার। মাথায় যে গুটিকয়েক চুল রয়েছে তার জন্য যত্নের শেষ নেই। তবুও চুল যেমন ঝরছে তেমনই শুষ্ক হয়ে যাচ্ছে। কিন্তু জানেন কি এই সমস্যার সমাধান রয়েছে বিয়ারে!

চুলের জন্য বিয়ার কিন্তু খুবই ভাল। বিয়ারে থাকে ‘সিলিকা’ নামের একটি মিনারেল। এই সিলিকা আপনার চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে। এ ছাড়াও এতে আছে চুলকে সুস্থ ও মজবুত রাখার যাবতীয় মিনারেল। সিলিকা ছাড়াও এতে থাকে কপার, ম্যাগনেশিয়াম,আয়রন এবং ভিটামিন। যা চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। কিন্তু চুলের স্বাস্থ্য রক্ষার্থে কী ভাবে ব্যবহার করবেন বিয়ার

বিয়ার দিলে চুল ধুলে কিন্তু চুলের শাইন বাড়ে। তাই বলে সরাসরি বিয়ার মাথায় ঢেলে দেবেন না।

বিয়ারের বোতল সারারাত ঘরের সাধারণ তাপমাত্রায় রেখে দিন। এবার শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। চাইলে কন্ডিশনারও লাগাতে পারেন। চুল ধুয়ে নিয়ে এবার ওই ববিয়ার দিয়েই চুলে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে চুল ধুয়ে নিন। চাইলে হেয়ার সিরাম লাগিয়ে নিতে পারেন।

এককাপ বিয়ার, এক চামচ মধু,একটি ডিমের কুসুম আর একটি পাকা কলা একসঙ্গে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। এবার চুলে এই মিশ্রণ ভাল করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। অন্তত ২-৩ ঘন্টা মাথায় রাখুন। এবার শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ভাল করে ধুয়ে নিন। এতে কিন্তু চুলে সিল্কি ভাব বজায় থাকবে।

হাফ কাপ বিয়ার আর ডিমের কুসুম একসঙ্গে মিশিয়েও বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক। এবার তা চুলে ভাল করে ম্যাসাজ করুন। এবার এক ঘন্টা রেখে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে। এরপর কিন্তু কন্ডিশনার লাগাতেও ভুলবেন না। ডিমের মধিযে থাকা প্রোটিন যেমন চুলের স্বাস্থ্য বজায় রাখবে তেমনই চুলের বেড়ে ওঠাতেও সাহায্য করবে।

আরও পড়ুন: Miss Universe 2021: হারনাজ সান্ধুর সৌন্দর্যের পিছনে রয়েছে মর্নিং স্কিনকেয়ার রুটিন! গ্লোয়িং স্কিনের রহস্যটা কী?

আরও পড়ুন: Designer Tips: সামনেই বিয়ে? বেনারসি কেনার আগে যে সব বিষয় অবশ্যই মাথায় রাখবেন…