DIY Shampoo: চুলের যত্ন নিতে বাড়িতেই তৈরি করুন অরগ্যানিক শ্যাম্পু!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 12, 2021 | 12:51 PM

যদি আপনার চুলের স্ক্যাল্প সংবেদনশীল হয়, তাহলে বাজারে উপলব্ধ এই শ্যাম্পুগুলি আরও ক্ষতি করবে আপনার চুলের। তাই এই সমস্যা থেকে রেহাই পেতে সবচেয়ে ভাল উপায় হল বাড়িতেই অরগ্যানিক শ্যাম্পু তৈরি করে নেওয়া।

DIY Shampoo: চুলের যত্ন নিতে বাড়িতেই তৈরি করুন অরগ্যানিক শ্যাম্পু!

Follow Us

যখনই প্রসঙ্গ চুলের আসে, তখন প্রথমেই আসে চুল ধোয়ার বিষয়টি। চুল এবং স্ক্যাল্প থেকে নোংরা দূর করার জন্য শ্যাম্পু করা খুব প্রয়োজন। সাধারণত, আপনি ভিন্ন চুলের সমস্যার জন্য একাধিক ধরনের শ্যাম্পু বাজারে পেয়ে যাবেন। তবে সেই শ্যাম্পু যে আপনার চুলেও একই কাজ দেবে এমনটা সব সময় হয় না। তার কারণ বাজারে যে একাধিক শ্যাম্পু উপলব্ধ রয়েছে তার মধ্যে প্রচুর রাসায়নিক পণ্য ব্যবহার করা হয়, যা আদতে চুলের ক্ষতিই করে।

যদি আপনার চুলের স্ক্যাল্প সংবেদনশীল হয়, তাহলে বাজারে উপলব্ধ এই শ্যাম্পুগুলি আরও ক্ষতি করবে আপনার চুলের। তাই এই সমস্যা থেকে রেহাই পেতে সবচেয়ে ভাল উপায় হল বাড়িতেই অরগ্যানিক শ্যাম্পু তৈরি করে নেওয়া। আপনি হয়তো ভাবছেন এটা খুব কঠিন কাজ, কিন্তু না, আপনার বাড়ির বাগানে থাকা গাছ দিয়েই তৈরি করা যাবে শ্যাম্পু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই তৈরি করবেন অরগ্যানিক শ্যাম্পু।

হার্ব ইনফিউজড ক্যাস্টিল শ্যাম্পু

এই শ্যাম্পু তৈরি করতে আপনি আর্নিকা, রোজমেরি, বৃঙ্গরাজ, মাস্করুট, সু ফ্লাওয়ার এবং অ্যালোভেরার মত বিভিন্ন ভেষজ ব্যবহার করতে পারেন।

এই শ্যাম্পু তৈরি করার জন্য প্রয়োজন-

  • ২ ওজেড অরগ্যানিক ক্যাস্টিল সাবান
  • ৬ ওজেড জল
  • ভেষজের মিশ্রণ
  • ১/৪ চামচ নারকেল তেল
  • ১০ থেকে ১৫ ফোঁটা এসেন্সিয়াল তেল

এই শ্যাম্পু তৈরি করার পদ্ধতি-

  1. এই শ্যাম্পু তৈরি করার জন্য ভেষজের মিশ্রণগুলি হিটপ্রুফ জারের মধ্যে রেখে দিন।
  2. তাতে জল যোগ করুন।
  3. এই মিশ্রণটি কিছুক্ষণ গরম করে নিন এবং তারপর কিছু সময়ের জন্য ঠাণ্ডা হতে রেখে দিন।
  4. এবার মিশ্রণটি ছেঁকে নিন বা ফিল্টার করে নিয়ে এক দিকে রেখে দিন।
  5. এবার ওই ফিল্টার করা মিশ্রণটিতে এসেন্সিয়াল অয়েল, কেরিয়াল অয়েল অর্থাৎ নারকেল তেল এবং ক্যাস্টিল সাবান যোগ করুন।
  6. এবার এই মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন যাতে সমস্ত উপাদান একে অপরের সঙ্গে মিশে যায়।
  7. এবার মিশ্রণটি একটি কন্টেনারে ঢেলে রেখে দিন
  8. ব্যাস রেডি আপনার শ্যাম্পু। আপনার এবার ব্যবহার করুন এই ভেষজ শ্যাম্পু।

আরও পড়ুন: খুশকি, ব্রণর সমস্যা থেকে সারাজীবনের জন্য মুক্তি পেতে এই উপকারী তেলের কোনও বিকল্প নেই!

আরও পড়ুন: পুজোর সময় ত্বকের পরিচর্চায় কোন কোন ফেসপ্যাক উপযুক্ত, ঘরোয়া টিপস শেয়ার করলেন রাকুল প্রীত!

আরও পড়ুন: সিল্কি, চকচকে চুলের জন্য একটিমাত্র উপকরণই যথেষ্ট! চুলের যত্ন নিয়ে অকপট পূজা হেগড়ে

Next Article