বার্থডে পার্টির এন্ট্রি ফি ৪৩ হাজার টাকা! নিমন্ত্রণের চিঠি পেয়ে মাথায় হাত যুবকের
সম্প্রতি হোয়াটসঅ্যাপে বন্ধুর জন্মদিনে এমন নিমন্ত্রণপত্র পেয়ে চক্ষু চড়ক গাছ এক যুবকের। সে তো ভাবতেই পাচ্ছে না, এমনটা হতে পারে।

শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে গিয়েছেন, নিশ্চয়ই ভাবছেন, এমনটা আবার হতে পারে নাকি! বার্থডে পার্টিতেও এন্ট্রি ফি! হ্য়াঁ, সম্প্রতি হোয়াটসঅ্যাপে বন্ধুর জন্মদিনে এমন নিমন্ত্রণপত্র পেয়ে চক্ষু চড়ক গাছ এক যুবকের। সে তো ভাবতেই পাচ্ছে না, এমনটা হতে পারে।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি রিডইটে এক যুবক শেয়ার করেছেন এই অদ্ভুত ঘটনা। যেখানে তিনি আপলোড করেছেন একটি নিমন্ত্রণপত্রের ছবি। আর তা দেখেই নেটপাড়ায় শোরগোল।
এই খবরটিও পড়ুন
যুবকটি নিমন্ত্রণপত্রের ছবি শেয়ার করে লিখলেন, আজকে এক বন্ধুর থেকে জন্মদিনের নিমন্ত্রণের চিঠি পেলাম। যেখানে লেখা রয়েছে এই পার্টিতে ঢুকতে ৪৯৯ মার্কিন ডলার লাগবে। যা ভারতীয় মূল্য ৪৩ হাজার টাকা। শুধু তাই নয়, অতিরিক্ত কোনও অতিথিকে সঙ্গে আনলে আরও ২৫০ মার্কিন ডলার দিতে হবে। তবে নিমন্ত্রণের চিঠির কোথাও লেখা নেই যে, এই পয়সার মধ্যেই খাওয়া-দাওয়া। এমনকী, পানীয়ও রয়েছে। নেটদুনিয়ায় এই নিমন্ত্রণের চিঠি ভাইরাল। বেশিরভাগ নেটিজেনই বিষয়টি নিয়ে রসিকতায় মত্ত।





