AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chhath Puja 2025: ছটি মাইয়া কে? কেন সূর্যদেবের সঙ্গে তাঁর পুজো করা হয়? জানুন ছট পুজোর অজানা ইতিহাস ও অলৌকিক কাহিনি

রাত পোহালেই ছট পুজো। মোট ৪দিন ধরে এই পুজো চলে। ছট পুজো একটি প্রাচীন হিন্দু উৎসব। যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায় এবং জীবনদায়ী শক্তিকে সম্মান জানানো বোঝায়। কেন করা হয় ছট পুজো আর ছটি মাইয়াই বা কে? জেনে নিন বিস্তারিত।

Chhath Puja 2025: ছটি মাইয়া কে? কেন সূর্যদেবের সঙ্গে তাঁর পুজো করা হয়? জানুন ছট পুজোর অজানা ইতিহাস ও অলৌকিক কাহিনি
ছটি মাইয়া কে? কেন সূর্যদেবের সঙ্গে তাঁর পুজো করা হয়? জানুন ছট পুজোর অজানা ইতিহাস ও অলৌকিক কাহিনিImage Credit: PTI
| Updated on: Oct 24, 2025 | 1:25 PM
Share

রাত পোহালেই ছট পুজো। মোট ৪দিন ধরে এই পুজো চলে। এ বছর ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর অবধি তা চলবে। এই পুজোয় মানতে হয় নানা নিয়মকানুন। অবাঙালি হিন্দুদের মধ্যে এই পুজোর বেশ গুরুত্ব রয়েছে। ছট পুজো মূলত সূর্যদেব ও তাঁর শক্তি বা বোন ষষ্ঠী দেবী (ছঠি মাইয়া)-র আরাধনার উৎসব। এটি একটি প্রাচীন হিন্দু উৎসব। যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায় এবং জীবনদায়ী শক্তিকে সম্মান জানানো বোঝায়। কেন করা হয় ছট পুজো আর ছটি মাইয়াই বা কে? জেনে নিন বিস্তারিত।

ছট পুজো কেন করা হয়?

ছট পুজো করার মূল কারণগুলি এবং এর সঙ্গে জড়িত পৌরাণিক বিশ্বাসগুলি নিম্নে আলোচনা করা হল—

সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ:

সূর্যকে সকল শক্তির উৎস, জীবনের ধারক এবং প্রত্যক্ষ দেবতা হিসাবে গণ্য করা হয়। এই পুজো পৃথিবীর জীবনচক্র বজায় রাখার জন্য করা হয়। ফসলের সমৃদ্ধির জন্য সূর্য দেবতাকে ধন্যবাদ জানাতেও করা হয়। এমনটা বিশ্বাস করা হয়, সূর্যের রশ্মি মানুষের রোগ-জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করে।

সন্তান ও পরিবারের মঙ্গল কামনা:

এই উৎসবের সঙ্গে দেবী ষষ্ঠী বা ছঠি মাইয়ার আরাধনা যুক্ত। যিনি সন্তান ও মাতৃত্বের দেবী। ব্রতীরা (বিশেষ করে মহিলারা) সন্তান লাভ, সন্তানের দীর্ঘায়ু, আরোগ্য ও পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করে এই কঠিন ব্রত পালন করেন।

পৌরাণিক কাহিনি:

রামায়ণ অনুসারে কথিত আছে যে, বনবাস থেকে ফিরে আসার পর শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্যদেবের আরাধনা করেছিলেন।

মহাভারত অনুসারে কেউ কেউ মনে করেন, পাণ্ডবরা বনবাসে থাকাকালীন অন্নকষ্ট দূর করার জন্য রাজপুরোহিতের পরামর্শে সূর্য আরাধনা করেছিলেন। আবার সূর্যপুত্র কর্ণও প্রতিদিন নিষ্ঠাভরে সূর্যকে অর্ঘ্য দিতেন।

রাজা প্রিয়ব্রতর গল্প- একটি প্রচলিত কাহিনি অনুসারে, নিঃসন্তান রাজা প্রিয়ব্রত মহর্ষি কাশ্যপের পরামর্শে যজ্ঞ করেন। কিন্তু রানী মালিনী মৃত সন্তান প্রসব করেন। এরপর ব্রহ্মার মানসপুত্রী ষষ্ঠী দেবী (ছঠি মাইয়া) আকাশ থেকে এসে শিশুকে আশীর্বাদ করে বাঁচিয়ে তোলেন। তখন থেকেই রাজা এই দেবীর পুজো শুরু করেন।

ছটি মাইয়া কে?

ছটি মাইয়া হলেন মূলত দেবী ষষ্ঠী-র একটি আঞ্চলিক রূপ বা নাম। ছট পুজোয় সূর্যদেবের পাশাপাশি ষষ্ঠী দেবীর পুজো করা হয়। হিন্দু পুরাণ অনুসারে, দেবী ষষ্ঠী হলেন ব্রহ্মার মানস কন্যা এবং তিনি প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হয়েছেন। তিনি মাতৃ দেবী বা দেবসেনা নামেও পরিচিতা। ছটি মাইয়াকে সাধারণত সন্তান প্রাপ্তির দেবী এবং শিশুদের রক্ষাকারী দেবী হিসেবে মানা হয়। নবজাতকের জন্ম থেকে ছয় দিন পর্যন্ত তিনি শিশুদের রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়।

অনেক বিশ্বাস অনুযায়ী, ছটি মাইয়াকে সূর্যদেবের বোন হিসেবেও গণ্য করা হয়। তাই এই উৎসবে ভাই-বোন সূর্যদেব ও ছটি মাইয়া উভয়কেই ভক্তি সহকারে পুজো করা হয়। ছট পুজো হল সূর্যের শক্তিকে ও সন্তানের মঙ্গলকারি দেবীকে একসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ চাওয়ার এক মহান উৎসব।

বিশেষ দ্রষ্টব্য –  এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।