এই গরমে রোজ বেরোতে হচ্ছে? কোন রঙের কেমন পোশাকে আরাম পাবেন আপনি, রইল কিছু টিপস

এই অবস্থায় যাঁরা রোজ বাইরে বেরোচ্ছেন তাঁরা কোন রঙের পোশাক এড়িয়ে চললে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারই কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম আমরা।

এই গরমে রোজ বেরোতে হচ্ছে? কোন রঙের কেমন পোশাকে আরাম পাবেন আপনি, রইল কিছু টিপস
সঙ্গে অতি অবশ্যই রাখুন সানগ্লাস, ছাতা এবং জলের বোতল। পারলে সুতির স্কার্ট-রুমালও।
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 10:22 PM

করোনার দাপটে চিকিৎসকরা বারবারই বলছেন, এখন নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে না। তবুও কর্মসূত্রে অনেককেই প্রায় প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হচ্ছে। আর বাড়ির বাইরে বেরোলে মাস্ক কিন্তু পরতেই হবে। এদিকে চড়া রোদের তেজ, কাঠফাটা গরমে টেকা দায়। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি।

এই অবস্থায় যাঁরা রোজ বাইরে বেরোচ্ছেন তাঁরা কোন রঙের পোশাক এড়িয়ে চললে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারই কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম আমরা।

গাঢ় রঙ এড়িয়ে চলুন

ছোটবেলা থেকেই শুনেছেন কালো রঙ পরলে গরম লাগে বেশি। তাই এই গরমে অন্তত দিনের বেলায় কালো রঙের পোশাক পরে না বেরোলে একটু আরাম পাবেন আপনি। সেই সঙ্গে অন্যান্য খুব গাঢ় রঙের শেড এড়িয়ে চলাই ভাল। কালো বা অন্যান্য গাঢ় রঙের তাপ শোষণ ক্ষমতা তুলনায় হাল্কা রঙের থেকে বেশি। দেখবেন এই কারণেই কালো ছাতা নিলে গরম কম লাগে। চড়া রোদে হাঁটতে সুবিধা হয়। তাই এই গরমে দিনের বেলায় গাঢ় রঙের পোশাককে বলুন টাটা।

পোশাকের ফ্যাব্রিক হোক সুতি

সারাবছর অন্যান্য সময়ে যে মেটেরিয়ালের পোশাকই পরুন না কেন গরমে কিন্তু দিনেরাতে সর্বত্র আরাম দেয় সুতি। যাঁরা শাড়ি পরেন, তাঁরা খাদি, লিনেন, মলমল, হ্যান্ডলুম— রোজের বেরনোর জন্য এই মেটেরিয়ালের শাড়ি পরতে পারেন। এছাড়া সুতির কুর্তির মতো আরামদায়ক পোশাক এই গরমে দুটো হয় না। যে ধরণের পোশাকই পরুন না কেন, ফ্যাব্রিক সুতির হলে রাস্তাঘাটে আপনিই আরাম পাবেন।

আরও পড়ুন- কানের দুলের বিজ্ঞাপনে ‘হিয়ারিং এড’ পরা মডেল, ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা

একটু ঢিলেঢালা পোশাক পরুন

যাঁরা খুব ঘেমে যান, কিংবা অনেকটা রাস্তা সফর করে রোজ অফিসে পৌঁছন, তাঁরা জিনসের বদলে পালাজো বা সুতির স্কার্ট কিংবা সুতির প্যান্ট, সালোয়ার, পাতিয়ালা এসব পরতে পারেন। কিছুটা হলেও আরাম পাবেন।