সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্নে উপকারী গ্রিন টি, জানুন এর ব্যবহার
তবে জানেন কি গ্রিন টিকে টোনিং-এর কাজে ব্যবহার করা যায়? একটি কৌটোতে বেশি করে গ্রিন টি বানিয়ে রেখে দিন। এবার রোজ সেখান থেকে একটু একটু করে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন।

সময়ের সঙ্গে বাড়ছে ত্বকের নানা সমস্যা। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির জেরে আরও দফারফা ত্বকের। অকাল বলিরেখা, ট্যান, ব্রণর মতো একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। আর যাঁদের সংবেদনশীল ত্বক তাঁদের তো আরও ভোগান্তির শেষ নেই।
এইসব সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে চলেছেন অনেকেই। এর একটি উপায় রয়েছে। যা ত্বকের জন্য আশীর্বাদ হতে পারে। বর্তমানে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের নিত্য়সঙ্গী গ্রিন টি। ওজন ঝরাতে গ্রিন টির উপর পূর্ণ আস্থা রাখেন তাঁরা। তবে শুধু ওজন ঝরাতেই নয়, ত্বকের জন্যও ভীষণ উপকারি এই বিশেষ চা। কী উপকারে লাগে গ্রিন টি? আর কীভাবে ত্বকের কাজে লাগাবেন এটিকে? জানুন…
টোনার হিসেবে গ্রিন টি: সুন্দর কোমল ত্বকের রহস্য লুকিয়ে সহজ সমাধানে। তা হল ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং। তাই নিয়মিত ত্বক টোনিং করা ভীষণ জরুরি। টোনিং করতে বেশিরভাগ লোকজনই টোনার ব্যবহার করেন। তবে জানেন কি গ্রিন টিকে টোনিং-এর কাজে ব্যবহার করা যায়? একটি কৌটোতে বেশি করে গ্রিন টি বানিয়ে রেখে দিন। এবার রোজ সেখান থেকে একটু একটু করে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন।
ফেসপ্যাক হিসেবে গ্রিন টি: ফেসপ্যাক হিসেবেও কাজে লাগাতে পারেন গ্রিন টি। একটি পাত্রে জল গরম করে তাতে গ্রিন টির একটি ব্যাগ ডুবিয়ে রাখুন। কিছুশক্ষণ পর ব্যাগটি কেটে ভিতর থেকে চা পাতাগুলি বের করে নিন। এবং তার সঙ্গে বেকিং সোডা, এক চামচ মধু ও এক চামচ ল্যাভেন্ডার তেল মেশান। এবার এই মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
স্ক্রাব হিসেবে গ্রিন টি: সুন্দর, দাগছোপ হীন ত্বক পাওয়ার জন্য স্ক্রাব করা জরুরি। এক্ষেত্রে সপ্তাহে ২-৩ বার স্ক্রাব করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাজার চলতি স্ক্রাব ছাড়াও ঘরোয়া উপায়ে স্ক্রাবিং করা যায় জানেন কি? এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গ্রিন টি। ত্বকের মৃত কোষ অপসারণ করতে সাহায্য করে গ্রিন টি। কীভাবে কাজে লাগাবেন? গরম জলে গ্রিন টি মেশান। এবার চা পাতা একটু নরম হলে তা হাতে নিয়ে কোনও একটি মৃদু ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। উপকার নিজের চোখেই ধরা পড়বে।
