Anindita Bose: বাংলার এই নায়িকার বিচরণ এখন মুম্বইতেই, সাজ-পোশাকেও এসেছে একাধিক পরিবর্তন, চেনা যাচ্ছে?

Black and White Fashion: এককালে তাঁর কাজের পরিবর্তে সম্পর্ক নিয়েই চর্চা হত বেশি। সেই সঙ্গে চর্চায় থাকত তাঁর শ্যামলা গাত্রবর্ণও। ভিন্নধারার একটি বাংলা সিরিয়ালের মাধ্যমেই বাঙালির ড্রইংরুমে প্রবেশ করেন তিনি। বর্তমানে হিন্দি ওটিটিতেই তাঁকে বেশি দেখা যাচ্ছে

Anindita Bose: বাংলার এই নায়িকার বিচরণ এখন মুম্বইতেই, সাজ-পোশাকেও এসেছে একাধিক পরিবর্তন, চেনা যাচ্ছে?
সাদা-কালো ফ্যাশনে অনিন্দিতা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 7:27 PM

প্রবাসী বাঙালি, জন্ম-বেড়ে ওঠা সবই মুম্বইতে। পরবর্তীতে কাজের সূত্রে কলকাতা আসলেও আবারও তিনি ফিরে গিয়েছেন। আপাতত তিনি মুম্বইত্ই কাজ করছেন। যদিও বাঙালি দর্শকের সঙ্গে তাঁর পরিচয় সিরিয়ালের মাধ্যমেই। বিয়েও করেছিলেন টলিউডের অন্দরেই। যদিও টেকেনি প্রথম দুটি সম্পর্ক। যত দিন গিয়েছে ততই তাঁর অভিনয় উন্নত হয়েছে। প্রথম দিকে বাংলা বলতেও খানিক অসুবিধে হত। এখন অবশ্য সেই সব সমস্যাও নেই। কলকাতাতেও তাঁর নিজের সাজানো গোজানো একটি বাড়ি রয়েছে। তিনি অনিন্দিতা বোস। এই মুহূর্তে বাংলায় তেমন কোনও কাজ করতে দেখা যাচ্ছে না তাঁকে। যেটুকু কাজ করছেন সবটাই হিন্দি ওটিটিতে। সেখানেও অবশ্য তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। ক্রমে সর্বভারতীয় ক্ষেত্রে তিনি তাঁর নিজস্ব পরিচয় তৈরি করতে সচেষ্ট হয়েছেন।

অভিনয় ছাড়াও অনিন্দিতা আরও কিছু কাজে ভীষণ পারদর্শী। এর মধ্যে একটি হল আঁকা। অসম্ভব ভাল একজন শিল্পী অনিন্দিতা। তাঁর বিভিন্ন আঁকা নিয়ে প্রদর্শনীও হয়েছে নানা গ্যালারিতে। সঙ্গে পোষ্য প্রেম তো আছেই। সময় পেলেই এদিক-ওদিক ঘুরে বেড়ান তিনি। সঙ্গে কখনও যেমন তাঁর বন্ধুরা থাকে আবার তেমনই সুযোগ হলে একাও বেড়িয়ে পড়েন। টলিউড অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন নিয়ে অন্য রকম ভাবনা যাদের রয়েছে তাদের মধ্যে একজন হলেন অনিন্দিতা। কলকাতার একটি জনপ্রিয় বুটিকের তৈরি গামছার পোশাকে একাধিক ফটোশ্যুট করেছেন তিনি। তবে চলতি ফ্যাশন শ্যুটের পরিবর্তে Abstract Fashion Ideas তাঁর বিশেষ পছন্দের। নিজেও শিল্পী কিনা।  তাঁর প্রতিটি সাজ, পোশাকের মধ্যে অন্যরকম ভাবনাও রয়েছে।

কখনও উজ্জ্বল রঙের পোশাকে দেখা যায় না তাঁকে। কালো, ধূসর, সাদা, নীল, ডেনিম এমন সব রঙেই আটকে রাখেন নিজেকে। অধিকাংশ সময়ই দেখা যায় ওয়েস্টার্নে। তবে শাড়ি নিয়েও এক্সপেরিমেন্ট করতে ভোলেন না তিনি। চোখে কাজল, ছোট্ট টিপ তাঁর স্টাইল স্টেটমেন্ট। আর এমন পোশাকে বেশ ভাল লাগছেও তাঁকে দেখতে। তাঁর পোশাক আর ফ্যাশনের মধ্যে একটা গাম্ভীর্যও থাকে। সব মিলিয়ে টলি নায়িকাদের মধ্যে বেশ নজরকাড়া অনিন্দিতা। তাঁর ইনস্টাপ্রোফাইল আর সব টলি নায়িকাদের থেকে একটু আলাদা। একবার ঢুঁ মারতেই পারেন।