Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhumita Sarcar: তুলসি কাঠের মালা, সাদা থানে আষাঢ়স্য প্রথম দিবসে কার জন্য উদগ্রীব মধুমিতা?

Monsoon Fashion: সাদা থান, গলায় তুলসি কাঠের মালা, হাতে সুতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ- এক ঝলক দেখে তাঁর সঙ্গে মিল পাওয়া যায় চোখের বালির ঐশ্বর্য রায়ের। বিনোদিনীর বেশে এমন মধুমিতাকে দেখে বেশ অবাকই হয়েছেন নেটজনতা

Madhumita Sarcar: তুলসি কাঠের মালা, সাদা থানে আষাঢ়স্য প্রথম দিবসে কার জন্য উদগ্রীব মধুমিতা?
কার সঙ্গে মিল পাচ্ছেন মধুমিতার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 7:40 PM

হয় তাঁকে দেখা যায় খোলামেলা পশ্চিমী পোশাকে কিংবা কখনও জিমের ড্রেসে। কখনও শাড়িতে। তবে নির্মেদ মধুমিতা সরকার যে ওয়েস্টার্ন পোশাকেই সবচেয়ে বেশি নজর কাড়তে জানেন তা বলাই বাহুল্য। স্কার্ট, টপ, ড্রেস সব কিছু নিয়েই প্রচুর রকম এক্সপেরিমেন্ট করেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও করেন মধুমিতা। বরাবরই কঠোর ডায়েটে থাকেন তিনি। সেই সঙ্গে মন দিয়ে চলে শরীরচর্চাও। টেলিভিশন দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে টেলিভিশন থেকে ওটিটি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। অনেক দর্শকের কাছে এখনও তিনি পাখি হিসেবেই পরিচিত। প্রায়শই নিজের নানা ছবি মধুমিতা শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি মধুমিতা  তাঁর নতুন লুকের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর সেখান থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন।

সাদা থান, গলায় তুলসি কাঠের মালা, হাতে সুতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ- এক ঝলক দেখে তাঁর সঙ্গে মিল পাওয়া যায় চোখের বালির ঐশ্বর্য রায়ের। বিনোদিনীর বেশে এমন মধুমিতাকে দেখে বেশ অবাকই হয়েছেন নেটজনতা। ভেসে এসেছে একাধিক মন্তব্যও। খোলা চুলে তাঁকে যে বেশ সুন্দরী লাগছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। খোলা চুলে, আঁচল ছড়িয়ে বসে রয়েছেন বিনোদিনী। কার মিলন চাইছে বিরহী! প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবে বিনোদিনীর বেশে মধুমিতার মেকআপ এক্কেবারে পারফেক্ট। ন্যুড মেকআপে, খোলা চুলে মধুমিতাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। কোনও ভাবেই চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে। মেকআপ আর্টিস্ট সুমন গাঙ্গুলি মধুমিতাকে এই বিনোদিনীর রূপে সাজিয়েছেন। সমগ্র ভাবনা মাধব সরকারের। এমন দিন মনে পড়ে কালীদাসের মেঘদূতের কথা। প্রিয়ার শোকে কাতর যক্ষ এমনই দিনে মেঘের হাত দিয়ে প্রিয়ার কাছে খবর পৌঁচ্ছে দিতে চেয়েছিলেন। আর তাই এমন মেঘলা দিনে কত শত কাব্য রচিত হয়েছে। এত কিছুর পরও প্রশ্ন একটাই, টলিউডে কি তাহলে নতুন বিনোদিনীর আমদানি হল?