Parno Mittra: প্যার্টান শাড়ি-বেল্টে পার্নোর অভিজাত্যে মুগ্ধ নেটবাসী, নেপথ্য ভূমিকায় কে?

Patern Georgette Saree: জিগজ্যাগ প্যার্টানের একটি সিল্ক শাড়ি পরেছিলেন পার্নো। অফ হোয়াইট আর কফি রঙের কম্বিনেশনে এই শাড়িটি দেখতে দারুণ লাগছে

Parno Mittra: প্যার্টান শাড়ি-বেল্টে পার্নোর অভিজাত্যে মুগ্ধ নেটবাসী, নেপথ্য ভূমিকায় কে?
কেমন লাগছে পার্নোকে?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 4:43 PM

টলিউডের নায়িকারাও আজকাল ফ্যাশান নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করেন। নিজেকে নানা লুকে দেখতে ভালবাসেন। মেকআপ, পোশাক নিয়ে তাঁদের সঙ্গে এই সফরে থাকেন ডিজাইনার, মেকআপ আর্টিস্টরাও। বিশ্বের ফ্যাশন ট্রেন্ডও এখন  তাঁরা মেনে চলেন। টলিউডে প্রথম থেকেই অন্যরকম ফ্যাশান ট্রেন্ড সেট করেছেন পার্নো। কেরিয়ারের প্রথম দিকে  তাঁকে দেখা গিয়েছে মডেল হিসেবেও। পাশ্চাত্য পোশাক নিয়েই এক্সপেরিমেন্ট করতে বেশি ভালবাসেন তিনি।  সাহসী কন্যে হিসবে তিনি এর আগে একাধিকবার নিজের পরিচয় দিয়েছেন। আর পার্নোর শরীরী গঠনও ভীষণ আকর্ষণীয়। শরীরে কোথাও মেদ নেই কিন্তু বাঙালি মেয়েদের চেহারার মধ্যে যে একটা লালিত্য থাকে তাও রয়েছে পার্নোর মধ্যে। পার্নোর শাড়ির মধ্যেও থাকে ইন্দো-ওয়েস্টার্ন টাচ। সম্প্রতি শাড়িতে দারুণ কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী।

জিগজ্যাগ প্যার্টানের একটি সিল্ক শাড়ি পরেছিলেন পার্নো। অফ হোয়াইট আর কফি রঙের কম্বিনেশনে এই শাড়িটি দেখতে দারুণ লাগছে। শাড়ির প্রিন্ট থেকে পাড় ভীষণ রকম আকর্ষণীয়। শাড়িতে এরকম সরু লেসের পাড় বসানো। আর এই পাড়ের জন্যই শাড়িটি কিন্তু দারুণ খুলেছে। এর সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন পার্নো। ইউ প্যার্টানের এই ব্লাউজে তাঁকে খুব সুন্দর মানিয়েছে। শাড়ি আঁচল ছেড়ে পরেছেন তবে পাড়ের সঙ্গে মানাসই একটি বেল্টও তিনি পরেছেন। এই শাড়ির সঙ্গে দারুণ মানানসই মেকআপও করেছেন পার্নো। মধ্যিখানে পার্টিং করে খোঁপা করেছেন। ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক এবং কানে স্টেটমেন্ট ইয়ার রিং। চোখে সুন্দর করে কাজলও দিয়েছেন। শাড়িটি এত সুন্দর করে ড্রেপ করা হয়েছে যে পার্নোর মেদহীন শরীর দারুণ ভাবে ফ্লন্টও হয়েছে।

তবে পার্নোর এই এত সুন্দর শাড়ির নেপথ্যে কে আছেন জানেন কি? তিনি হলেন বিখ্যাত শাড়ি ড্রেপার ডলি জৈন। বলিউডের যে কোনও হাই প্রোফাইল বিয়েতে শাড়ি ড্রেপ করতে দেখা যায় তাঁকে। দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ থেকে শুরু করে আলিয়া ভাট সকলের বিয়েতেই হাজির ছিলেন তিনি। প্রচুর রকম ভাবে শাড়ি পরাতে জানেন ডলি। শাড়ি পরানো যে একটা শিল্প, এটাও পেশা হতে পারে তা কিন্তু প্রথম দেখান কলকাতার ডলি। সম্প্রতি ডলি তাঁর নিজের ব্র্যান্ড থেকে অত্যাধুনিক কায়দার একটি পেটিকোট এনেছেন। যার নাম তিনি দিয়েছেন D’Coat। শাড়ি কত সুন্দর পরা হবে তা নির্ভর করে এই পেটিকোটের উপরেই। যে কারণেই এই সুন্দর D’Coat বানিয়েছেন ডলি। একেবারে পিওর কটন দিয়েই তৈরি হয় এই স্পেশ্যাল পেটিকোট। রীতিমতো মাপঝোঁক করেই তা বানানো হয়। এছাড়াও এই পেটিকোট দিয়ে শাড়ি ছাড়াও অন্য পোশাক পরা যায়। আজকাল অনেক মেয়েই পেটিকোটের পরিবর্তে শেপওয়্যার বেছে নেন। এতেও কিন্তু শাড়ি পরলে দেখতে ভাল লাগে।