Srabanti Chatterjee: হলুদ শাড়ি লাল ব্লাউজে ৩০ পেরনো এই নায়িকার ছবি থেকে কেন কারও চোখ সরছে না?
Fashion Tips: হলুদ শাড়ি আর লাল ব্লাউজে খুব সুন্দর দেখতে লাগছে শ্রাবন্তীকে। কে বলবে তাঁর বয়স ৩৫ পেরিয়েছে
শিশুশিল্পী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয়, অল্প বয়সেই বিয়ে, সন্তান, সংসার , বিচ্ছেদ… অনেক কিছু পেরিয়ে এসেছেন। এবার বাংলার অভিনেত্রী হয়েও ওপার বাংলাতে তাঁর চরম জনপ্রিয়তা। যদিও ওপার বাংলাতেও একটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের গুণেই দর্কাসনে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এছাড়াও তাঁর দারুণ একটি সুপ্ত প্রতিভা রয়েছে। অসাধারণ মিমিক্রিও করতে জানেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়… অভিনেত্রী হিসেবে তিনি যেমন জনপ্রিয় তেমনই ব্যক্তি শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রথম থেকেই শ্রাবন্তীর চেহারায় লালিত্যের ছাপ স্পষ্ট। প্রকৃত বাঙালী নারীর উদাহরণ তিনি। সম্প্রতি ডায়েট আর ডিম করে অনেকটা ওজন তিনি ঝরিয়ে ফেলেছেন।
অধিকাংশ সময় শাড়িতেই দেখা যায় শ্রাবন্তীকে। ইদানিং বেশ কিছু ওয়েস্টার্ন পোশাকেও ফটোশ্যুট করেন। তবে এই শাড়ি লুকে শ্রাবন্তীকে দেখলে চোখ ফেরানো দায়। এথনিক পরতে যে শ্রাবন্তী নিজেও ভালবাসেন তাও তিনি খোলসা করে দিয়েছেন ছবির ক্যাপশনে। হলুদ রঙের লাইট ওয়েটের একটি শাড়ি পরেছেন শ্রাবন্তী। পুরো শাড়ি জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা। সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। সেই ব্লাউজের গায়েও সুন্দর এমব্রয়ডারি করে রাখা। আর এই ব্লাউজের পাড়টি সবচেয়ে বেশি আকর্ষণীয়। একেবারে সাধারণ ভাবে শাড়িটি পরেছেন শ্রাবন্তী। একটি পিন দিয়ে আঁচল ছেড়েছেন। খোঁপা করে তাতে লাল গোলাপে মুড়েছেন। এক হাতে একগাছা লাল চুড়ি পরেছেন। কানে ঝোলা দুল, কপালে ছোট্ট লাল টিপ আর এই লুকে খুবই সুন্দর দেখতে লাগছে শ্রাবন্তীকে।
এই শাড়ি আর ব্লাউজের সঙ্গে সুন্দর করে মেকআপও করেছেন তিনি। চোখে সুন্দর করে কাজল পরেছেন, ঠোঁটে লিপস্টিক, মেকআপ একেবারেই হালকা। সব মিলিয়ে খুবই স্নিগ্ধ লাগছে তাঁকে। শ্রাবন্তীর আক্ষেপ তাঁর কাজ নিয়ে যত না চর্চা হয় তার থেকেও অনেক বেশি চর্চা হয় শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে। তাঁর সন্তান ঝিনুকও ছাড় পায় না সেই চর্চা থেকে। উইকি বলছে তিনি ৩৫ পেরিয়েছেন, ছবি কি আদৌ সেই কথা বলছে?