Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subhashree Ganguly: ছবি নয় ঠিক যেন পটে আঁকা, ব্লাউজ ছাড়া শুভশ্রীকে এমনই সাজালেন কোকোসুন্দরী

Subhashree Ganguly Fashion: খুব বিখ্যাত একটি শাড়ি ব্র্যান্ড থেকেই এই  প্যাস্টেল শেডের শাড়িটি বেছে নিয়েছেন তিনি। ব্লাউজ ছাড়াই শাড়িটি ড্রেপ করলেন। চুল খোলা, দুই হাতে শাড়ির কনট্রাস্টে সবুজ রঙের কাঁচের চুড়ি

Subhashree Ganguly: ছবি নয় ঠিক যেন পটে আঁকা, ব্লাউজ ছাড়া শুভশ্রীকে এমনই সাজালেন কোকোসুন্দরী
কলঙ্কিনী রাধা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 1:48 AM

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইন্দুবালা ভাতের হোটেলে। এই সিরিজে শুভশ্রীর অভিনয় মন কেড়েছে সকলের। শুধু শুভশ্রীর অভিনয় নয়, এই সিরিজে ডিগ্ল্যাম লুকেই চমকে দিয়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিজেকে গ্রুম করেছেন শুভশ্রী। নিজের অভিনয়, সাজ-পোশাক সবেতেই আমূল পরিবর্তন। কেরিয়ার শুরুর প্রথম দিকে তাঁকে মূল ধারার বাণিজ্যিক ছবিতেই বেশি দেখা যেত। এখন তিনি খুব বেছে বেছে ছবি করেন। সেই সঙ্গে অন্যধারার চরিত্রেই তাঁকে অভিনয় করতে বেশি দেখা যায়। ছেলে ইউভানকে সামলানো, সংসার, নিজের কেরিয়ার একা হাতে অসামান্য দক্ষতায় সব কিছু সামলে চলেন তিনি। ছেলের জন্মের পর শরীরে যেটুকু ফ্যাট ছিল তা তিনি ডায়েট করে, শরীরচর্চার মাধ্যমে ঝরিয়ে ফেলেছেন।

এখন প্রায়শই নানা ফটোশ্যুটে দেখা যায় শুভশ্রীকে।  তাঁর প্রতিটি শ্যুটই কিন্তুু দেখার মত। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন সব রকম পোশাকেই দারুণ দেখতে লাগে তাঁকে।  শাড়িতে যে শুভশ্রীকে সবচেয়ে বেশি ভাল লাগে একথা তিনি নিজেই স্বীকার করেন। সম্প্রতি শাড়িতে দারুণ একটি ফটোশ্যুট সারলেন তিনি। আর এই শ্যুটটি শুভশ্রীর সম্প্রতি করা ফটোশ্যুট থেকে একেবারে অন্যরকম। ছবি দেখে মনে হচ্ছে যেন তা পটে আঁকা, কোনও তোলা ছবি নয়। শুভশ্রীর নববর্ষ স্পেশ্যাল এই ফটোশ্যুট নজর কেড়েছে সকলের। একটি ছবিতে শুভশ্রীর গায়ে জড়ানো কলমকারি প্রিন্টের একটি  সুতির শাড়ি। খয়েরী-সবুজ কলমকারি প্রিন্টের এই শাড়িটি সুন্দর করে পরেছেন, পিঠ ঢেকেছেন আঁচলে। হাতে ম্যাচিং কাঁচের চুড়ি, লম্বা এলোথেলো চুলে বিনুনি বাঁধা। ঠোঁটে লিপস্টিকও নেই। চোখের তলায় হালকা করে কাজল দেওয়া। সব মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। শুভশ্রীর এই রূপের সঙ্গে তুলনা চলে বিরহিনী রাধার। মন কেমন করে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী, পরনে নেই ব্লাউজ।

দ্বিতীয় ছবিতে শুভশ্রীর পরণে স্লেট রঙের সুতির একটি শাড়ি। খুব বিখ্যাত একটি শাড়ি ব্র্যান্ড থেকেই এই  প্যাস্টেল শেডের শাড়িটি বেছে নিয়েছেন তিনি। ব্লাউজ ছাড়াই শাড়িটি ড্রেপ করলেন। চুল খোলা, দুই হাতে শাড়ির কনট্রাস্টে সবুজ রঙের কাঁচের চুড়ি। একটি কাঠের চেয়ারে মাথা এলিয়ে বসে অভিনেত্রী। কানে ছোট্ট মুক্তোর টপ। কার জন্য যেন আকূল ভাবে অপেক্ষা করছেন অভিনেত্রী, তেমনই অভিব্যক্তি ধরা পড়েছে তাঁর ছবিতে।  অভিনেত্রীর এমন সুন্দর রূপ ভাবনা রাজকুমারী কোকোর। নিজেকে এই নামেই ডাকতে ভালবাসেন কলকাতার মেকআপ আর্টিস্ট অনুকূল ধারা। আদতে অ্যান্ড্রোজিনাস ফ্যাশান নিয়ে কাজ করেন তিনি। শুভশ্রীর মেকআপও অনুকূল করেছেন। এমন রূপে শুভশ্রীকে দেখে তাঁর থেকে চোখ ফেরানো দায়। বার বারই কলঙ্কিনী রাধার কথা মনে পড়বে আপনার।