AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trina Saha: ওয়েব সিরিজ থেকে বাদ পড়া এবং সোহিনীর সঙ্গে বিবাদ, বিতর্কের মাঝেই গোলাপিতে মজে বার্বি হলেন তৃণা

Fashion And Style: তৃণার পছন্দের রং নীল হলেও মাঝে মধ্যেই পিংক রঙের পোশাকে দেখা যায় তাঁকে। এই পিংক রঙের ফ্লোরাল ড্রেসে তৃণাকে লাগছে বারবির মতই

Trina Saha: ওয়েব সিরিজ থেকে বাদ পড়া এবং সোহিনীর সঙ্গে বিবাদ, বিতর্কের মাঝেই গোলাপিতে মজে বার্বি হলেন তৃণা
কেমন লাগছে তৃণাকে
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 4:33 PM
Share

গোলাপি রং বরাবরই মেয়েদের খুব পছন্দের।  এই নীল-গোলাপি নিয়ে যতই লিঙ্গভেদ থাকুক না কেন  গোলাপির প্রতি মেয়েরা বরাবরই দুর্বল। বয়স যেমনই হোক না কেন গোলাপি জুতো, শাড়ি, ক্লিপ, হার-দুল পরতে কিন্তু মন্দ লাগে না। গোলাপিরও নানা শেড রয়েছে।  গোলাপির সঙ্গে বয়সের কোনও সম্পর্ক নেই। যে কোনও বয়সের যে কোনও মানুষকেই এই রঙে দারুণ মানায়। এই রঙের সঙ্গে বয়সের কোনও রকম সম্পর্ক নেই।  শহর নয়, বিশ্ব জুড়েই এখন চলছে পিংক ম্যানিয়া। সৌজন্যে অস্কার মনোনীত মার্কিন পরিচালক গ্রেটা গেরউইগ। ৩৯ বছর বয়সী এই নির্মাতা ‘লেডি বার্ড’ সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

আইকনিক ডল স্টোরি বার্বিকে সিনেমায় রূপ দিয়েছেন তিনি। মেয়েদের খুব প্রিয় বার্বি। তাই গোলাপি পোশাক পরেই অধিরাংশ মেয়েরা এই সিনেমা দেখতে যাচ্ছেন। পিংক ম্যানিয়াতে মজলেন তৃণাও। গোলাপি রঙের সার্টিনের ফ্লোরাল মোটিফের জামায় দারুণ ফটোশ্যুট করলেন তৃণা। আর এই সব ছবি দেখে মন জুড়িয়ে যাওয়ার মতই। গোলাপ ফুলের আদতে তৈরি এই ড্রেসটির কাটিং খুব সুন্দর। লেয়ারে লেয়ারে তৈরি হয়েছে এই জামা। অফ শোল্ডার এই ড্রেসটির ফ্রন্ট ডিজাইন খুব সুন্দর। ড্রেসটিতে এত সুন্দর করে স্টোন বসানো রয়েছে যা এই গাউনের গ্ল্যামারই বাড়িয়ে দিয়েছে।

নি লেন্থের এই ড্রেসের সঙ্গে একেবারে হালকা মেকআপ করেছেন তৃণা। চুল ছাড়া, রয়েছে সামান্য ওয়েভি টাচ। চোখে কাজল। আর কোনও মেকআপ করেননি তিনি। নেই কোনও গয়নাও। সামান্য এই পোশাকেই তৃণাকে লাগছে খুব কুল। ভীষণ রকম ফিটনেস ফ্রিক অভিনেত্রী। সারা বছর থাকেন কড়া ডায়েটের মধ্যে। আর তাই শরীরে কোথাও মেদের ছিটেফোঁটাও  নেই। যে কারণে ভীষণ সুন্দর লাগছে তৃণাকে। নীলাশা স্টাইলড বাই ব্লু-এর তরফ থেকে এই ড্রেসটি বেছে নিয়েছেন তৃণা। মেকআপ করেছেন প্রীতম দাস। সব মিলিয়ে চোখ ফেরানো যাচ্ছে না তৃণার থেকে। তাঁকে দেখতে লাগছে কিন্তু বার্বির মতই।