সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নয়া উদ্যোগ, মেটারনিটি পোশাক নিলাম করার সিদ্ধান্ত অনুষ্কার

ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে জানিয়েছেন, যে পোশাক একবার ব্যবহারের পর আরও কোনও প্রয়োজন থাকে না সেইগুলি সার্কুলার ফ্যাশন সিস্টেমের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার উপর একটি বিশাল পজিটিভ পরিবেশের প্রভাব পড়বে তাতে।

সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নয়া উদ্যোগ, মেটারনিটি পোশাক নিলাম করার সিদ্ধান্ত অনুষ্কার
প্রেগন্যান্ট অবস্থাতও কাজ চালিয়ে গিয়েছিলেন অনুষ্কা শর্মা, ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2021 | 1:11 PM

করোনাকালে সাধারণকে সজাগ ও সচেতনতার বার্তা দেওয়া, বা প্রেগন্যান্সিতে যোগার গুরুত্ব, সবেতেই নিজসব্তার ছাপ রেখে গিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নানা মুডের ছবি দুজনেই শেয়ার করেছিলেন।

বলিউড ও ভারতীয় ক্রিকেট মহলে তাঁদের দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল বিরুষ্কার প্রথম সন্তানের খবরাখবর নিয়ে। চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। ভামিকা। করোনাকালে অসুস্থ শিশুর চিকিত্সার খরচ তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় ফান্ড তৈরি করে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি, মাতৃত্বকালীন পোশাক বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফের এক বার সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন অনুষ্কা শর্মা।

এদিন ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট রে অনুষ্কা জানিয়েছেন, তিনি প্রেগন্যান্ট অবস্থায় যে সমস্ত মেটারনিটি পোশাক পরেছিলেন, সেগুলি অনলাইনে বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে তা স্নেহা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় দান করবেন বলে জানিয়েছেন তিনি। এই সংস্থা মূলত, হবু মায়েদের স্বাস্থ্য নিয়ে সেবামূলক কাজ করে। ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে জানিয়েছেন, যে পোশাক একবার ব্যবহারের পর আরও কোনও প্রয়োজন থাকে না সেইগুলি সার্কুলার ফ্যাশন সিস্টেমের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার উপর একটি বিশাল পজিটিভ পরিবেশের প্রভাব পড়বে তাতে। শহরের এক শতাংশ হবু মা মেটারনিটি পোশাক নতুন কেনার পরিবর্তে পুরনো পোশাক কেনেন, তাহলে আমরা ২.৫ লিটার জল সংরক্ষণ করতে পারব। এই ব্যাপারে আরও একটু সজাগ ও সচেতন হলে সমাজ দায়িত্ববোধ জন্মাবে, পৃথিবীটাও ধীরে ধীরে বদলাতে শুরু করবে।