AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bachelorette: ঘরোয়া আইবুড়োভাত থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ‘Funny Bachelorette’, কী পরবেন ঠিক করেছেন তো?

Wedding Fashion: আইবুড়োভাতের দিন পছন্দের কোনও একটি সিল্ক বেছে নিন। এদিন যে কোনও একটা উজ্জ্বল রং বাছবেন। সবুজ, নীল, গোলাপি, লাল এমন রঙে এদিন খুব ভাল লাগে মেয়েদের দেখতে। সঙ্গে থাকুক ট্র্যাডিশন্যাল গয়না। কেউ কেউ গলায় ফুলের গয়নাও পরেন

Bachelorette: ঘরোয়া আইবুড়োভাত থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে 'Funny Bachelorette', কী পরবেন ঠিক করেছেন তো?
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 7:41 PM
Share

চলছে বাঙালির বিয়ের মধুমাস। এই যে অঘ্রাণ থেকে এখন বিয়ের সিজন শুরু হল তা চলবে টানা মার্চ মাস পর্যন্ত। বিয়ে মানে এখন মেগা ইভেন্ট। আইবুড়োভাত, সঙ্গীত, মেহেন্দি থেকে শুরু হয়ে শেষ হয় সেই রিসেপশন পার্টিতে। বিয়ের আগে আর বিয়ের পরে অনুষ্ঠানের কোনও শেষ থাকে না। এখন আর শুধু আইবুড়োভাত নয়, বন্ধুদের সঙ্গে থাকে জমজমাট ব্যাচেলরেট পার্টি। বিয়ের আগে বরপক্ষ বা কনের পক্ষের বন্ধুরা মিলে রাত্রিজেগে পার্টি করেন এই বিশেষ দিনটিতে। এই বিশেষ দিন উপলক্ষ্যে এখন বিশেষ থিমের কেকও থাকে। নানা রকম প্রপ্রস, থিমের পোশাকে এই সব দিন, মুহূর্ত মনে গেঁথে রাখার মত। বিয়ে নিয়ে প্ল্যানিং তো সেই কবে থেকে শুরু হয়ে যায়। বিয়ের অন্তত ২ বছর আগে থেকে শুরু হয় কেনাকাটা।

প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা করে প্ল্যানিং, সাজগোজ, ডেকোরেশন এর জন্য খরচাও থাকে। বিয়ের কেনাকাটা, শাড়ি, গয়না সব মিলিয়ে বাজেট ছুঁয়ে যায় কয়েক লক্ষ টাকায়। আইবুড়োভাতের অনুষ্ঠানে একদম ট্র্যাডিশন্যাল সাজ যেমন ভাল লাগে দেখতে তেমনই ব্যাচেলর পার্টির লুক হোক একেবারে কুল ক্যাজুয়াল। আইবুড়োভাতের অনুষ্ঠান যে কোনও মেয়ের জীবনেই বিশেষ একটি দিন। নিজের বাড়িতে পাত পেড়ে অবিবাহিত জীবনের শেষ দিনটি উদযাপন। মা-বাবা যত্ন করে মেয়ের পছন্দের পদ রান্না করে খাওয়ান। যদিও এখন দিনকাল অনেক বদলে গিয়েছে, বদলেছে নিয়ম, সামাজিক ধারণা-তবুও এমন অনেকেই আছেন যাঁরা বিয়ের পর বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে বা শহর ছেড়ে পাড়ি দেন অন্যত্র।

আর তাই আইবুড়োভাতের দিন পছন্দের কোনও একটি সিল্ক বেছে নিন। এদিন যে কোনও একটা উজ্জ্বল রং বাছবেন। সবুজ, নীল, গোলাপি, লাল এমন রঙে এদিন খুব ভাল লাগে মেয়েদের দেখতে। সঙ্গে থাকুক ট্র্যাডিশন্যাল গয়না। কেউ কেউ গলায় ফুলের গয়নাও পরেন। এদিন মাথায় টিকলির পরিবর্তে ছোট কোনও মুকুট পরতে পারেন। এতে দেখতে বেশি ভাললাগে। বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে ওয়েস্টার্ন কোনও ড্রেস বাছুন। সবাই মিলে থিমে কোনও টি-শার্টও বানাতে পারেন। এই পার্টিতে নিজের মনের মত করে সাজুন। মন খুলে আনন্দ করুন। কিছুটা সময় খোলা মনে বন্ধুদের সঙ্গে কাটান, আর কিছুরই প্রয়োজন পড়বে না।