Madhumita Sarcar: বিয়ের মরশুমে লাল চোলিতে সাজলেন মধুমিতা, ডিপ কাট ব্লাউজে আগুন ধরালেন নেটপাড়ায়
Fashion Tips: বিয়ের মরশুমে লেহঙ্গা চোলিতে সাজলেন মধুমিতা। ছবি দেখে থ নেটপাড়া। কমেন্টে উড়ে এল একাধিক মন্তব্য...

ফ্যাশান নিয়ে খুবই সচেতন অভিনেত্রী মধুমিতা সরকার। অভিনয়ের শুরুর প্রথম দিন থেকেই তিনি নিজের একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। সাধারণত কুল ক্যাজুয়াল পোশাকেই বেশি দেখা যায় তাঁকে। প্রথম থেকেই জিন্স, স্প্যাগেটি, স্কার্ট এই সব পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য তিনি। বর্তমানে শাড়ি, লেহঙ্গা চোলিতেও রীতিমতো দেখা যায় তাঁকে। মধুমিতার অভিনয় নিয়ে যেমন কথা হয় তেমনই কথা হয় তাঁর ফিটনেস নিয়ে। প্রতিদিন ঘড়ি ধরে শরীরচর্চা করেন তিনি। জিমে যাওয়ার সময় না হলে বাড়িতেই সেরে নেন নিজের প্রয়োজনীয় ব্যায়াম। খেতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। তবে মেদহীন থাকার জন্য সব সময়ই কড়া ডায়েটের মধ্যেই থাকতে হয় তাঁকে। মধুমিতার ইনস্টাপোস্টের অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। আর তাঁর প্রতিটি শ্যুটই তাই নজরকাড়া।
কিছুদিন আগেই মধুমিতা তাঁর ইনস্টাগ্রামে লাল লেহঙ্গা চোলিতে একটি ছবি শেয়ার করেছেন। বিয়েবাড়ির মরশুমে এই লাল লেহঙ্গা চোলিতেই নেটপাড়ায় আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। লাল রঙের এই লেহঙ্গাতে দারুণই দেখতে লাগছে তাঁকে। লেহঙ্গার কাজ সাধারণের মধ্যেও বেশ জমকালো। এছাড়াও লেহঙ্গার পাড়টিও বেশ চমকপ্রদ। ওড়নাতে রয়েছে সুন্দর জালের কাজ। সেই সঙ্গে সোনালি জরির কাজটিও বেশ সুন্দর। সবচাইতে বেশি দেখতে যা ভাল লাগছে তা হল মধুমিতার ব্লাউজ। লেহঙ্গার সঙ্গে ম্যাচিং গ্লাসহাতা লাল রঙের ভেলভেটের ব্লাউজ পরেছেন। ব্লাউজের হাতার কলকা আর পাড় সবচাইতে বেশি নজর কাড়ছে। রুপোলি আর সোনালির সংমিশ্রণে জরির এই কাজ দেখতেও বেশ সুন্দর। লেহঙ্গার সঙ্গে এই ভেলভেটের ব্লাউজ হওয়াতে মানিয়েছে বেশি সুন্দর।
এমন সুন্দর পোশাকের সঙ্গে কায়দা করে মেকআপও করেছেন মধুমিতা। একেবারে ন্যুড মেকআপ, চোখে সামান্য কাজলটুকুও নেই। কপালে ছোট টিপ আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। চুলে অন্য কোনও রকম হেয়ারস্টাইল নয়। সাধারণ পনিটেল করেছেন। সামনের দিকে তুলে আঁচড়ে নিয়ে পনিটেল বাঁধলে দেখতেও লাগে বেশ সুন্দর। লেহঙ্গা চোলির সঙ্গে দারুণ একটি টানা নথ পরেছেন মধুমিতা। আর এতেই আরও বেশি খোলতাই হয়েছে পুরো লুক। সঙ্গে হাতে সোনালি রঙের সুন্দর স্টাইলের একটি কঙ্কন। বিয়ের মরশুমে এমন সোনালি লেহঙ্গায় খুবই সুন্দর দেখতে লাগছে মধুমিতাকে। লেহঙ্গার সঙ্গে ডিপ কাটের যে কোনও ব্লাউজই বেশি মানানসই। মধুমিতাও তাই করেছেন। এই ছবি পোস্ট করতেই মধুমিতা ভক্তরা কমেন্ট বক্সে উজাড় করে দিয়েছেন ভালবাসা। অনেকে আবার কুরুচিকর মন্তব্যও করেছেন। আর সেই সব বক্তব্যের ঝাঁঝালো উত্তরও দিয়েছেন মধুমিতার ফ্যানেরাই।





