Pujo T-Shirts: চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে বাঙালির রোজনামচা, টি-শার্টে তুলে ধরল বংটিস, চোখ বুলিয়ে নিন ইউনিক সব টিশার্টে
Fashion Tips: সম্প্রতি ইসরোর চন্দ্রযান- ৩ সফল ভাবে অবতরণ করেছে চাঁদের মাটিতে। টিনএজারদের মধ্যে তাই উত্তেজনা তুঙ্গে। প্যান্ডেল টু টি-শার্ট থিম হিসেবে এবার ইন চন্দ্রযান -৩। আর সেই ভাবনা থেকে বংটিস বানিয়েছে-'মিশন মামা বাড়ি', চন্দ্রযান-৩

পুজো মানেই নতুন নতুন চমক। পুজো মানেই অনেক ধরে চলতে থাকা প্ল্যানিং এর বাস্তবায়ন। একটা পুজো যায় আর আমরা সকলে প্ল্যান করতে বসি যে পরের পুজোয় কী হবে, কী কী পোশাক পরা হবে, কেমন হবে পুজোর ফ্যাশন এইসব। শাড়ি, জামা, পাঞ্জাবি, ধুতি যাই কেনা হোক না কেন পুজোতে টি-শার্ট একটা লাগেই। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে টি-শার্ট খুবই আরামদায়ক একটি পোশাক। টি-শার্ট এখন ইউনিসেক্স। এর জন্য ছেলেদের আলাদা-মেয়েদের জন্য আলাদা এরকম কোনও কিছুই হয় না। কাপল টি-শার্টের চল এখন বেশ চলছে। এছাড়াও টি-শার্ট এখন সেলিব্রেশনের অঙ্গ। পুজোয় বন্ধুদের সঙ্গে আড্ডা সেখানে যেমন থাকে থিমড টি-শার্ট তেমনই ঘুরতে গেলেও থাকে সবার ম্যাচিং টি-শার্ট। আর বিয়ের আগে ব্যাচেলার্স পার্টির জন্য আলাদা করে টি-শার্ট বানানো এখন খুবই ট্রেন্ডিং।
নদিয়া জেলার ছোট্ট একটি জায়গা হল বাদকুল্লা, সেখানকারই ছেলে মৃন্ময় দাস। বাংলা ক্যাপশন লেখা টি-শার্ট নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন তিনি। রাজধানীর বাইরে বসে টি-শার্ট বানালেও এখন দেশের সর্বত্রই পৌঁচ্ছে যাচ্ছে বংটিস-এর তৈরি টি-শার্ট। বাংলা ক্যাপশনে লেখা টি-শার্ট অনেক দিন ধরেই ফ্যাশনে ইন। বাংলা টি-শার্ট কেনার একটাই কারণ হল তার ক্যাপশন। বাংলার বাইরে তাই এই টি-শার্টের চাহিদা দিন দিন বাড়ছে। আর ক্যাপশনে এমন কিছু লেখা থাকে যা সহজেই মানুষকে আকৃষ্ট করে ফেলে।
ভাষা এবং বাঙালিয়ানাকে কিভাবে মানুষের পরিধানের একটা অংশ করে তোলা যায় এই নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন মৃন্ময়। একজন আস্ত বাঙালির ছোট্ট ছোট্ট অংশ আর বাঙালিয়ানা ফুটে তোলানোর চেষ্টা করেছেন টি-শার্টে। একটি টি-শার্ট রয়েছে “আমি বাঙলায় দেখি স্বপ্ন” এটা তো একজন বাঙালির পক্ষেই দেখা সম্ভব তাই না?- কথা প্রসঙ্গে বললেন মৃন্ময়। এছাড়াও রয়েছে ” যত্র আয় তত্ৰ ব্যায় “, “শিরদাঁড়া বিক্রি নেই” বা ” বিপ্লব দীর্ঘজীবী হোক , ” চায়ে প্রেম করে যেই জন “, ফুডি আর রোজ ডায়েটের প্রতিশ্রুতি দেওয়া বাঙালিদের জন্য আছে ” গিলছি আর ফুলছি “।
যদিও এবার হট কেকের মত বিক্রি হচ্ছে মিশন মামাবাড়ি, চন্দেরযান- ৩। সম্প্রতি ইসরোর চন্দ্রযান- ৩ সফল ভাবে অবতরণ করেছে চাঁদের মাটিতে। টিনএজারদের মধ্যে তাই উত্তেজনা তুঙ্গে। প্যান্ডেল টু টি-শার্ট থিম হিসেবে এবার ইন চন্দ্রযান -৩। আর সেই ভাবনা থেকে বংটিস বানিয়েছে-‘মিশন মামা বাড়ি’, চন্দ্রযান-৩। কেন এমন ক্যাপশন? উত্তরে মৃন্ময় জানালেন, ‘চাঁদ আমাদের সার্বজনীন মামা। ছোটবেলা থেকে এটাই আমরা জেনে এসেছি। তাই চাঁদে যাওয়া টা বাঙালির কাছে যে মিশন মামাবাড়ি হওয়াটাই স্বাভাবিক তাতে আর দ্বিমত কোথায়!’- কিনতে হলে অবশ্যই যোগাযোগ করুন বংটিসের সঙ্গে
