Friend’s Wedding Outfit: পরপর বন্ধুদের বিয়ে? এভাবে শাড়ি পরতে পারেন রইল দারুণ কিছু টিপস
Fashion And Style: সামনেই বন্ধু, আত্মীয়, দাদা/বোনের বিয়ে রয়েছে? তাহলে অনুষ্ঠানের জন্য বেছে নিন এই সব শাড়ি। ট্র্যাডিশন্যাল যে কোনও সিল্ক বাছতে পারেন। সব সময় খুব ক্লাসিক লুক ক্রিয়েট করা যায় এই শাড়িতে। কাঞ্জিভরম, গাদোয়াল, ইক্কত, বালুচরি, স্বর্ণচুরি, বেনারসি- পছন্দমতো যে কোনও একটা বেছে নিতে পারেন
চলছে বিয়েবাড়ির মরশুম। অঘ্রাণ মাস বাঙালির বিয়ের মধুমাস। এই মাসে সবচাইতে বেশি বিয়েবাড়ি হয়। এছাড়াও বিবাহবার্ষিকী, জন্মদিন, পার্টি এসব তো গেলেই রয়েছে। বিয়ের কনে বা যাঁকে ঘিরে অনুষ্ঠান তাঁর সাজপোশাক নির্দিষ্ট থাকে। সমস্যায় পড়েন নিমন্ত্রিতরা। একসপ্তাহে যদি দু খানা নিমন্ত্রণ থাকে তাহলে একই শা়ডি দ্বিতীয়বার পরা যায় না। আর পর পর যদি বিয়ের নিমন্ত্রণ থাকে তাহলে তো কথাই নেই। বন্ধুর বিয়ে মানে এনগেজমেন্ট পার্টি, মেহেন্দি, গায়ে হলুদ সবেতেই নিমন্ত্রণ থাকে। ফলে বসে বসে ঠিক করতে হয় কোন বেলা কেমন পোশাক পরা হবে। সাধারণত বিয়ের অনুষ্ঠানে সকলে শাড়িই পরেন। প্রয়োজনে ইন্দো ওয়েস্টার্ন, সালোয়ার এসবও অনেকে বেছে নেন। তবে শাড়িতে দেখতে যত ভাল লাগে অন্য কোনও পোশাকে এত সুন্দর লাগে না বা স্টাইলিংও করা যায় না।
এখন বাজারে অনেক রকম শাড়ি পাওয়া যায়। ট্র্যাডিশন্যাল সিল্ক, হ্যান্ডলুমের শাড়ি যেমন আছে তেমনই অনেক রকম ডিজাইনার শাড়ি পাওয়া যায়। রেডি টু ওয়্যার শাড়ি থাকে। এই শাড়িগুলি পরতে বিশেষ সমস্যায় পড়তে হয় না। আবার অধিকাংশ পার্টি ওয়েযার শিফনের হয়। যাঁরা প্রথম বার শাড়ি পরছেন তাঁদের জন্য শিফনের শাড়ি পরা একটু কঠিনই। তবে এই শাড়ি যেমন নরম হয় তেমনই অনেকক্ষণ পর্যন্ত পরেও থাকা যায়। টলিউডেও লেগেছে বিয়ের ধুম। পর পর প্রচুর তারকা বিয়ে করলেন এই শীতে। গত সপ্তাহেই হল অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ে। সামনেই রয়েছে সৌরভ-দর্শণার বিয়ে। সন্দীপ্তার বিয়েতে টলিউড থেকে তাঁর প্রচুর বন্ধু উপস্থিত ছিলেন। প্রত্যেকেই খুব সুন্দর করে সেজেছিলেন।
সামনেই বন্ধু, আত্মীয়, দাদা/বোনের বিয়ে রয়েছে? তাহলে অনুষ্ঠানের জন্য বেছে নিন এই সব শাড়ি। ট্র্যাডিশন্যাল যে কোনও সিল্ক বাছতে পারেন। সব সময় খুব ক্লাসিক লুক ক্রিয়েট করা যায় এই শাড়িতে। কাঞ্জিভরম, গাদোয়াল, ইক্কত, বালুচরি, স্বর্ণচুরি, বেনারসি- পছন্দমতো যে কোনও একটা বেছে নিতে পারেন। এছাড়াও এখন অনেক রকম সিল্ক পাওয়া যায়। একবার অবশ্যই দোকানে গিয়ে খোঁজ নিয়ে আসুন। ডিজাইনার শাড়ি পরতে পারেন। সিক্যুইনের কাজ করা অনেক রকম শাড়ি পাওয়া যায়। এসব পরলে দেখতেও খুব ভাল লাগে। যে কোনও ডিজাইনার স্টোর থেকে কিনে আনতে পারেন শাড়ি। আবার রেডি চু ওয়্যার শাড়িও পরতে পারেন। অতিরিক্ত মেকআপ নয়, যে পোশাকে নিজে আরামদায়ক থাকতে পারবেন সেই রকমই কিছু ভাবুন।