AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sohini Sarkar: বোল্ড হট লুকে ক্যামেরায় ধরা দিলেন সত্যবতী, ছবি দেখে কি লিখলেন ফ্যানেরা?

Fashion Tips: ওয়েস্টার্ন আউটফিটে খুবই কম দেখা যায় সোহিনীকে। সম্ভবত এই প্রথম এমন আউটফিটে শ্যুট করলেন তিনি

Sohini Sarkar: বোল্ড হট লুকে ক্যামেরায় ধরা দিলেন সত্যবতী, ছবি দেখে কি লিখলেন ফ্যানেরা?
বোল্ড লুকে সোহিনী
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 7:20 PM
Share

সচরাচর এমন লুকে দেখা যায় না অভিনেত্রী সোহিনী সরকারকে। ফ্যাশান নিয়ে বিশেষ এক্সপেরিমেন্ট তিনি করেন না। নিজের খেয়াল খুশিতে থাকতেই ভালবাসেন। হ্যান্ডলুমের প্রতি ঝোঁক রয়েছে নায়িকার। আর তাই শাড়ি বা অন্যান্য পোশাকেও থাকে সেই ছোঁয়া। ঢিলে ঢালা টি-শার্ট, হারেম প্যান্ট, শাড়ি, জামদানি, বাঁধনি, বাটিক, খাদি এমন পোশাকই বেশি পরেন। আজকালকার মেয়েদের মত টি-শার্ট আর প্যান্ট গলাতেই স্বচ্ছন্দ্য সোহিনী। ফটোশ্যুটে অবশ্য ধরা দেন বিভিন্ন শাড়ির লুকে। সদ্য সোহিনী তাঁর ফটোশ্যুটের দারুণ একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর যা দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া সোহিনীর ফ্যানেদের। প্রিয় সত্যবতীকে এমন রূপে দেখবেন, এমনটা আশা করেননি তাঁরা। এমনকী কমেন্টে অনেকে লিখেও ফেললেন মনের কথা।

সোহিনী বোল্ড, সোহিনী মার্জিত, সোহিনী কখনই উচ্চগ্রামের মেকআপ করেন না। ন্যুড মেকআপ, হালকা শেডের লিপস্টিক আর কাজল তাঁর ইউএসপি। শাড়ি পরলে অবশ্য কপালে থাকে ছোট্ট টিপ। এর বেশি সাজতে সোহিনীকে তেমন দেখা যায় না। সোহিনীর এই ছবি যেন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। মনোক্রোম্যাটিক ডিজিটাল প্রিন্টের ফুল শার্ট আর ট্রাউজার্সে দেখা গেল সোহিনীকে। কলো অর্ন্তবাসের বাইরে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষ। স্পষ্ট বক্ষ বিভাজিকা। সেই সঙ্গে আইলাইনারটিও চোখের উপরে পরেছেন দারুণ কায়দা করে। চুলে ওয়েভি চটাচ, মানাসই মেকআপের সঙ্গে ম্যাচিং লিপস্টিক। আর গলায় ওয়েস্টার্ন স্টাইলের ফ্যান্সি মাল্টিলেয়ার্ড চেইন নেকলেস। আর এমন মেকআপেই উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা।

ওয়েস্টার্ন আউটফিটে খুবই কম দেখা যায় সোহিনীকে। সম্ভবত এই প্রথম এমন আউটফিটে শ্যুট করলেন তিনি। আর সেকথা সোহিনী স্বীকার করে নিয়েছেন তাঁর ছবির ট্যাগলাইনেও। প্রিন্টেড এই প্যার্টান আউটফিটে খুবই খুশি সোহিনী। নিজের সেই আনন্দের বহিঃপ্রকাশেই তাঁর এই ফটোশ্যুট। এসব যে তাঁর নিজস্ব স্টাইল নয় তাও খোলসা করে দিয়েছেন। ডিজাইনার সন্দীপ জয়সওয়ালের কালেকশন থেকে এই আউটফিটটি বেছে নিয়েছেন তিনি। মেকআপ করেছেন অভিজিৎ পল। আর এমন সুন্দর পোজে সোহিনীর ছবি তুলেছেন বিজয়া দত্ত। এমন ছবি দেখে কমেন্টে কেউ কেউ লিখছেন, সত্যবতী এমন লুকে তোমাকে দেখব আশা করিনি। কেউ লিখেছে হট চিলি সস লাগছে। আবার অনেকেই লিখেছেন তোমাকে ট্র্যাডিশন্যাল লুকে দেখতেই সবচাইতে বেশি ভাল লাগে।