Jaya Ahsan: কোঁকড়ানো চুল, ডিপ নেক কালো ক্রপ টপ আর ট্রান্সপ্যারেন্ট সিলভার জ্যাকেটে এই জয়াকে চেনা দায়!
Fashion Tips: বরাবরই স্ট্রেট হেয়ার জয়ার। কিন্তু এবার পোশাক আর মেকআপের প্রয়োজনেই চুলে কার্ল করলেন
কোনও এক জাদুমন্ত্রে বয়সকে তিনি আটকে রাখতে জানেন কুড়ির কোঠাতেই। প্রতি বছর যতই কেক কেটে আর পায়েস খেয়ে জন্মদিন উদযাপন হোক না কেন, জয়া আহসানের বয়স আটকে গিয়েছে কুড়িতেই। যত দিন যাচ্ছে, ততই উপচে পড়ছে তাঁর গ্ল্যামার। চোখ, নাখ, মুখ এবং শরীর- নিজেকে যে যত্ন করে আগলে রাখেন জয়া সেই ছাপ কিন্তু স্পষ্ট। জয়া মানেই পাশের বাড়ির মিষ্টি মেয়ে নয়। স্বভাবে তিনি বরাবরই গুড়ের মত মিষ্টি, তবে এবার ফ্যাশান দুনিয়াতেও সযত্নে ‘মির্চি’ লাগাচ্ছেন তিনি। নিজের ইনস্টা পাতায় একের পর এক ছবি শেয়ার করছেন জয়া। এর মধ্যে কোনওটা শাড়িতে হলে তো অন্যতা একেবারে ওয়েস্টার্ন ধাঁচে। কখনও নুডলস স্লিভ ঘন নীল গাউন, কখনও সাদা ক্রপ টপ আর রিপড ডেনিম আবার কখনও আটপৌরে শাড়িতে- সবেতেই জয়া ১০০।
সম্প্রতি জয়ার ইন্সটাগ্রামে দেখা গিয়েছে নতুন কিছু ছবি। এই ছবিতে তাঁর লুক একেবারে ভিন্ন। বরাবরই স্ট্রেট হেয়ার জয়ার। কিন্তু এবার পোশাক আর মেকআপের প্রয়োজনেই চুলে কার্ল করলেন। কালো ডিপ কাট ভি নেকের ক্রপ টপ, কালো জগার্স, আর ট্রান্সপ্যারেন্ট সিলভার জ্যাকেটে ফটোশুটের জন্য তৈরি করে নিলেন নিজেকে। জয়ার জন্য পোশাক ডিজাইন করেছেন কলকাতার ডিজাইনার তানভি শ। এমনকী স্টাইলিংও করেছেন তিনি। মেকআপ করেছেন অভিজিৎ পাল এবং জয়ার এই পুরো শুটের ফটোগ্রাফি করেছেন সোমনাথ রায়। আজকাল ফ্যাশান নিয়ে নানা এক্সপেরিমেন্ট করছেন জয়া। ওয়েস্টার্ন পোশাকেও চমকে দিচ্ছে তাঁর লুক। ভি কাটের এই ডিপ নেক টপে জা যেন আরও বেশি সাহসী। সঙ্গী রঙিন ব্যাকগ্রাউন্ডও।
জয়ার এই লুকের সঙ্গে ভীষণ সুন্দর মানিয়েছে তাঁর হেয়ার স্টাইলও। একেবারের জন্যও খারাপ লাগেনি। পোশাক আর ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মানাসই জয়ার আই মেকআপও। মোটা করে কাজল আর লাইনার লাগিয়েছেন। সঙ্গে গোল্ডেন আর সিলভার রঙের আইশ্যাডো দিয়েছেন। ন্যুড মেকআপ আর ন্যুড লিপে ভীষণ সুন্দর লাগছে জয়াকে। তার এই লুক তরুণীদের কাছেও রীতিমতো ঈর্ষণীয়।
জয়ার মেকআপ মানেই সেখানে নিখুঁত ডিটেলিং। প্রতিটি পোশাকের সঙ্গে তাঁর মেকআপ থাকে মানাসই। নির্মেদ চেহারা, সুস্পষ্ট খাঁজ, জগার্সের মাঝে উঁকি দিচ্ছে নাভি- সব মিলিয়ে যৌবন উপচে পড়ছে তাঁর প্রতিটি ছবিতেই। ছবিতে তাঁর একাধিক চরিত্র, একাধিক শেড ধরা পড়ে। ঠিক তেমনই তার সব ছবিও। কোনও রকম নেগেটিভিটি নয়, জয়ার এই ছবিতে সকলেই কমেন্ট বক্স ভরে দিয়েছেন ভালবাসায়। না দেখে থাকলে এখনই দেখে আসুন…