Jaya Ahsan: ৪০-এও নট আউট, ফিনফিনে ঢাকাই শাড়ি ম্যাচিং ব্লাউজ আর পনিটেলে এভারগ্রিন জয়া আহসান
Summer Fashion Tips: এই লাল রঙের ফিনফিনে ঢাকাই জামদানি শাড়িয়ে অসাধারণ লাগছে জয়াকে। জয়ার বাছাই করা এই জামদানি শাড়িটি একেবারে অন্যরকম। বিশেষত পাড়ের ডিজাইন। গরমের দিনে এই শাড়ি যে ভীষণ রকম আরামদায়ক তা বলাই বাহুল্য

ওপার বাংলা টু এপার বাংলা- অভিনয়ের জেরে অনেক আগেই কেড়েছেন দর্শকদের মন। যে কোনও চরিত্রই ভারী চমৎকার ভাবে ফুটিয়ে তোলেন তিনি পর্দায়। এবার তিনি পর্দার মেঘনা চট্টোপাধ্যায়। প্রতি বারের মত এবারও তাঁর অসামান্য অভিনয় অর্ধাঙ্গিনীতে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে সদ্যই। আর এই সিনেমীর প্রিমিয়ারেই জয়াকে দেখা গেল দারুণ লুকে। ওপার বাংলার অভিনেত্রীদের মধ্যে জয়া আহসান তাঁর ফ্যাশন নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করেন। কখনও ওয়েস্টার্ন আবার কখনও শাড়ি- সবেতেই লাইম লাইট কাড়তে জানেন তিনি। নির্মেদ চেহারা আর টানটান চামড়ার জয়াকে দেখলে মনেই হবে না যে তিনি চল্লিশের কোঠায় পা রেখেছেন। স্লিম অ্যান্ড ট্রিম জয়া মেকআপ, পোশাক নিয়ে নানা রকম ফটোশ্যুট করেন।
আর এই লাল রঙের ফিনফিনে ঢাকাই জামদানি শাড়িয়ে অসাধারণ লাগছে জয়াকে। জয়ার বাছাই করা এই জামদানি শাড়িটি একেবারে অন্যরকম। বিশেষত পাড়ের ডিজাইন। গরমের দিনে এই শাড়ি যে ভীষণ রকম আরামদায়ক তা বলাই বাহুল্য। লাল রঙের জামদানি দেখতে খুবই ভাল লাগে। আর জামদানির এই ইউনিক ডিজাইনের জন্য একেবারে অন্যরকম লাগছে। এর সঙ্গে ম্যাচিং জামদানি স্লিভলেস ব্লাউজ পরেছেন জয়া। আর ব্লাউজের কাটিং টাও খুব সুন্দর। ভি শেপে খাঁজকাটা ডিজাইন দারুণ নজর কেড়েছে। গরমে পুরো সাজটিও দারুণ ভাবে ম্যানেজ করেছেন জয়া। গলায় সবুজ রঙের একটা স্টাইলিশ চোকার পরেছেন। চোখে সানগ্লাস, কপালে টিপ আর গরমের জন্য চুলে পনিটেল বেঁধেছেন। আর এমন লুকে অসাধারণ দেখতে লাগছে জয়াকে।
তীব্র গরমে সকলেই নাজেহাল। গরম, ঘামে সেজে গুজে বাইরে বেরোনো খুবই কষ্টের। আবহাওয়ার জন্য অনুষ্ঠান, নিমন্ত্রণ এসব থেমে নেই। দুপুরের দিকে যে কোনও অনুষ্ঠানে এই জামদানি দেখতেও খুব সুন্দর লাগে। জয়া এই শাড়ির সঙ্গে বিশেষ কোনও মেকআপ করেননি। চোখে কাজল আর ন্যুড শেডের লিপস্টিকে খুবই মানিয়েছে তাঁকে। সবচেয়ে বেশি নজর কাড়ছে জয়ার কপালের ছোট্ট কালো টিপ। এই চটচটে ঘামের দিনে আরাম পেতে এমন শাড়ি পরতে পারেন আপনিও।
