Madhumita Sarcar: কালো নেটের ট্রান্সপারেন্ট টপে মধুমিতা, ছবি দেখে কমেন্ট করতেই ভুলে গেলেন ফ্যানেরা
Fashion Tips: উন্মুক্ত বক্ষে ক্যামেরায় কিলার লুক মধুমিতার। যা দেখে কমেন্ট করতেই ভুলে গেলেন তাঁর ভক্তরা
টোনড তিনি বরাবরই, তবে কঠোর জিম আর ডায়েট করে দিনের পর দিন যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন মধুমিতা সরকার। বোল্ড ফটোশ্যুট করতে তাঁর বুক কাঁপে না, তবে ছবি দেখে ছিটকে যান ভক্তরা। আর এবার মধুমিতার পোস্ট করা ছবি দেখে কমেন্ট করতেই ভুলে গেলেন তাঁরা। মধুমিতার সাবলীল অভিনয় অনেক আগেি মন কেড়েছে দর্শকের। পর্দার অরণ্য আর পাখিকে এখনও ভুলতে পারেননি তাঁরা। এখন ওটিটি থেকে বড়পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। মধুমিতার অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়েও কিন্তু জোর চর্চা চলে। অধিকাংশ সময়েই বোল্ড আউটফিটে দেখা যায় তাঁকে। সম্প্রতি মধুমিতা তাঁর সুপার বোল্ড লুকের একটিল ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর সেই ছবি দেখে একেবারে ছিটকে গেলেন তাঁর ভক্তরা।
কালো রঙের স্লিভলেস একটি টপ পরেছিলেন মধুমিতা। এই টপের বুকের কাছে একেবারেই ট্রান্সপারেন্ট। সবচেয়ে বেশি আকর্ষণীয় হল টপের কাট। গলার কাট খুবই সুন্দর। নেটের ফাঁকে উঁকি মারছে তাঁর উন্মুক্ত স্তনযুগল। এই কালো রঙের বডি ফিটিং টপের সঙ্গে ডেনিমের হাই ওয়েস্ট বয়ফ্রেন্ড জিন্স পরেছেন মধুমিতা। সঙ্গে পয়েন্টেড হিল। চুলে সুন্দর করে ব্যাক ব্রাশ করে ওয়েভি টাচ দিয়েছেন। সঙ্গে মানানসই মেকআপ। সব মিলিয়ে খুব ভাল লাগছে মধুমিতাকে। শুধু পোশাক আর ফ্যাশান নয় এর সঙ্গে মধুমিতা যে ভাবে ক্যামেরায় পোজ দিয়েছেন তাতেই একেবারে কাত দর্শক।
মধুমিতার এই লুক কিন্তু খুবই সাধারণ। আহামরি কোনও মেকআপ নেই। তবে এই শিমার টোনের মেকআপের সঙ্গে সাযুজ্য রাখতে চোখে আইল্যাশ লাগিয়েছেন। যে কোনও অনুষ্ঠানে এমন লুক তৈরি করতে পারেন আপনিও। বিশেষত বন্ধুদের সঙ্গে যে কোনও পার্টিতে পরতে পারেন এমন ব্ল্যাক আউটফিট। বডি ফিটেড এই টপের সঙ্গে ফ্লেয়ারড জিন্সও আজকাল কিন্তু দারুণ লাগে দেখতে। শুধু এমন পোশাক পরলেই হবে না মধুমিতার মতো করে ক্যামেরায় লুকও কিন্তু দিতে হবে।