Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subhashree Ganguly: ল্যাভেন্ডার রঙা মনোক্রোম্যাটিক গাউনে বার্বির মতই সুন্দরী শুভশ্রী, গ্রেগন্যান্সিতে উপচে পড়ছে গ্ল্যামার

Barbie Fashion: রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকা থেকে সিনেমা, ওটিটি-সর্বত্রই ফাটিয়ে কাজ করছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবির কাজও। যদিও মাতৃত্বের কারণে ছাড়তে হয়েছে সেই ছবির কাজ

Subhashree Ganguly: ল্যাভেন্ডার রঙা মনোক্রোম্যাটিক গাউনে বার্বির মতই সুন্দরী শুভশ্রী, গ্রেগন্যান্সিতে উপচে পড়ছে গ্ল্যামার
কেমন লাগছে শুভশ্রীকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 2:17 PM

মেটারনিটি ফটোশ্যুট এখন ফ্যাশনে ভীষণ ভাবে ইন। হলি, বলি পেরিয়ে সেই ট্রেন্ড এখন চলছে টলিউডেও। ছেলে ইউভানের জন্মের সময় মেটারনিটি শ্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক মাস আগেই রাজ-শুভশ্রী জানিয়েছেন তাঁদের পরিবার বড় হতে চলেছে, ইউভানের খেলার সঙ্গী আসতে চলেছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী, কিছুদিন আগেই বেবিমুনে ইন্দোনেশিয়া গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সমুদ্র সৈকত থেকে ব্রালেটে শুভশ্রীর ছবি আগুন ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েক বছরে ফ্যাশনে নিজেকে দারুণ ভাবে গ্রুম করেছেন শুভশ্রী। টলিউডের ফ্যাশনিস্তা নায়িকাদের মধ্যে একেবারে পয়লা নম্বরেই রয়েছেন তিনি। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সব রকম পোশাকেই দারুণ দেখতে লাগে তাঁকে। ছেলে ইউভানের জন্মের পর কিছুটা ওজন বেড়ে গিয়েছিল নায়িকার। স্বাভাবিক নিয়মেই সেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। এখন আগের মতই স্লিম অ্যান্ড ট্রিম তিনি।

রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকা থেকে সিনেমা, ওটিটি-সর্বত্রই ফাটিয়ে কাজ করছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবির কাজও। যদিও মাতৃত্বের কারণে ছাড়তে হয়েছে সেই ছবির কাজ।  প্রেগন্যান্সিতেও শুভশ্রীর গ্লো যেন ফেটে পড়ছে। সেই সঙ্গে থেমে নেই নিজের কাজও। একাধিন ফ্যাশন শ্যুটে চমক দিচ্ছেন রোজ। এর আগেও ইউভানের জন্মের সময় চোখ ধাঁধানো মেটারনিটি ফ্যাশনে দেখা গিয়েছিল তাঁকে।

বেবিমুন থেকে ফিরে ল্যাভেন্ডার রঙের একটি বার্বি গাউনে ফটোশ্যুট করলেন শুভশ্রী। এই ড্রেসে তাঁকে দেখতে লাগছিল ঠিক বার্বির মতই। সিক্যুইনের কাজ করা সরু স্লিভের এই গাউনে খুব সুন্দর লাগছে শুভশ্রীকে। চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো। মনোক্রোম্যাটিক এই টু-পিস গাউনে খুব সুন্দর লাগছে শুভশ্রীকে। এমন সুন্দর বার্বি ড্রেসের সঙ্গে একটাই মাত্র স্টোন সেটিং ল্যাভেন্ডার রঙের স্টাড ইয়াররিং পরেছেন। ঠোঁটে ম্যাট ফিনিশ লিপস্টিক। সবথেকে বেশি সুন্দর লাগছে তাঁর আইশ্যাডো। ঝলক-দ্য ডিজাইনার স্টোর থেকে এই সুন্দর ড্রেসটি বেছে নিয়েছেন শুভশ্রী। জন্মদিন বা যে কোনও স্পেশ্যাল অনুষ্ঠানে এমন ড্রেস পরতে পারেন আপনিও।