Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swastika Mukherjee: ডিপ ভি নেক ক্রপ টপে ‘নিখোঁজ’-এর প্রমোশনে স্বস্তিকা, নায়িকার মতো সাজতে হলে কী করবেন আপনি?

Fashion And Style: ক্রপ টপের কাটটিও খুব সুন্দর। পাফ স্লিভস ফুল হাতায় বেশ একটা আভিজাত্য এসেছে। স্ট্রাইপ এই টপের সামনের দিকের এমব্রয়ডারিটিও খুব সুন্দর

Swastika Mukherjee: ডিপ ভি নেক ক্রপ টপে 'নিখোঁজ'-এর প্রমোশনে স্বস্তিকা, নায়িকার মতো সাজতে হলে কী করবেন আপনি?
কেমন লাগছে স্বস্তিকাকে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 4:04 PM

বরাবরই ফ্যাশনের সংজ্ঞাকে নিজের মত করে সাজিয়ে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এক্ষেত্রে বরাবরই তিনি বাঁধনহারা। যেমন পোশাক নিজের পছন্দ তাই পরেন, যে পোশাকে তিনি আত্মবিশ্বাসী এবং পরে আরাম বোধ করেন তাই পরেন। যে কারণে তাঁর প্রতিটা লুক, প্রতিটা স্টাইল ‘হটকে’ এবং দেখবার মত। স্বস্তিকার পছন্দ করা প্রতি শাড়ি, প্রতিটি ব্লাউজ, ড্রেস, টপ হয় দেখবার মত।  হেয়ার কাট নিয়ে তিনি যেমন এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন ঠিক তেমনই পোশাক নিয়েও ছক-ভাঙা খেলা তাঁর চলতেই থাকে। প্রচুর দামী ব্র্যান্ডের জামা, জুতো, ব্যাগ বেছে নিচ্ছেন এমনটা নয়, সাধারণ শাড়ি-গয়নাতেই তিনি অনন্য। ফ্যাশনের ক্ষেত্রে নিজের একটা সত্ত্বা তৈরি করেছেন।

১১ অগস্ট মুক্তি পেয়েছে অয়ন চক্রবর্তী পরিচালিত নজর। হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে নজর। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরি। সম্প্রতি এই ওয়েব সিরিজের জন্য ফটোশ্যুট করতে দেখা গেল স্বস্তিকাকে। সিরিজের জন্য এই ফটোশ্যুটে একেবারে বোল্ড লুকে ধরা দিলেন তিনি। ডিজাইনার সৌম্যদীপ দত্তের কালেকশন থেকে এই ডিপ ভি নেক ক্রপ টপটি বেছে নিয়েছেন তিনি। হাই ওয়েস্ট জিন্সের সঙ্গে এই ক্রপ টপটি পরেছিলেন তিনি। এই পোশাকের সঙ্গে ছিল একেবারে হালকা মেকআপ। কানে ওভারসাইজড হুপ ইয়াররিং, ছোট্ট নোজ পিন এই ছিল তাঁর গয়না। টপটির কাটটিও খুব সুন্দর। ক্রপ টপের কাটটিও খুব সুন্দর। পাফ স্লিভস ফুল হাতায় বেশ একটা আভিজাত্য এসেছে। স্ট্রাইপ এই টপের সামনের দিকের এমব্রয়ডারিটিও খুব সুন্দর। সাধারণ সাজেই খুব সুন্দর লাগছে স্বস্তিকাকে। চুলে কার্ল করেছেন। ঠোঁটে মানানসই লিপস্টিক। সব মিলিয়ে খুবই সুন্দর দেখতে লাগছে স্বস্তিকাকে। স্বস্তিকার মত এই সাধারণ সাজে নিজেকে সাজাতে পারেন আপনিও।

এমন পোশাকে সুন্দর লাগে সবাইকেই যদি নিজের মধ্যে ভরপুর থাকে আত্মবিশ্বাস। এই ছবি শেয়ার করে স্বস্তিকা সুন্দর একটি ক্যাপশনও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন- যাই হয়ে যাক না কেন সুন্দর পোশাক পরে সাজো এবং সবাইকে দেখাও। আমি তো এই মন্ত্রেই বিশ্বাস করি। আগামী দিনে অমিতাভ বচ্চনের সঙ্গে সেকশন ৮৪ ছবিতে দেখা যাবে তাঁকে।