Fatima Sana Shaikh: ‘সাদা পরী’র বেশে উজ্জ্বল ফাতিমা! সোশ্যাল মিডিয়ায় তাক লাগালেন দঙ্গল-তারা

ফতিমার এই সুন্দর ছবি দেখে ইন্সটাগ্রামে বহু ফ্যান নানান মন্তব্য লিখেছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, অত্যাশ্চর্য।

Fatima Sana Shaikh: 'সাদা পরী'র বেশে উজ্জ্বল ফাতিমা! সোশ্যাল মিডিয়ায় তাক লাগালেন দঙ্গল-তারা
দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখ

ইন্সটাগ্রামেই চলছে সেলেবদের ফ্যাশন ফটোশ্যুট। সম্প্রতি একটি অসাধারণ সাদা আউটফিটে সোশ্যাল মিডিয়ায় কয়েকঝলক ছবি শেয়ার করেছেন বলিউডের উঠতি নায়িকা ফতিমা সানা শেখ। দঙ্গল অভিনেত্রী একটি দুর্দান্ত জর্জেট ফেব্রিকের শারারা সেটে সেজেছিলেন। আর সেই ছবিকে ঘিরেই ইন্টারনেটে শুরু হয়েছে চর্চা।

মনীষীর প্রেমা ব্র্যান্ডের এই হাতের কাজ করা স্ট্র্যাপি শারারা সেটটি বেছে নিয়েছিলেন ফাতিমা। তার সঙ্গে সাদা হিল ও গোল্ড পার্ল ঝুমকা পরেছিলেন। মেকআপে ঠিল নূন্যতম টাচআপ। চোখে বাদামী আইশ্যাডো ও ঠোঁটে গোলাপী রঙের লিপশেড ব্যবহার করেছিলেন। লো বান করে এলোমেলো চুলের লকস বের করা এখন নয়া ট্রেন্ড।

ফতিমার এই সুন্দর ছবি দেখে ইন্সটাগ্রামে বহু ফ্যান নানান মন্তব্য লিখেছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, অত্যাশ্চর্য। আবার অপর একজন লিখেছেন সুন্দর! মাশাল্লাহ!

আরও পড়ুন: Deepika Padukone: ক্রিম শাড়িতে রয়্যাল লুকেই ভাইরাল দীপিকা! ইন্টারনেটে নেটিজ়েনরা কী বললেন?

Click on your DTH Provider to Add TV9 Bangla