Bollywood sarees: Rocky Aur Rani-র আলিয়ার শাড়ি পরবেন পুজোয়? কলকাতার এই মার্কেটে পেয়ে যাবেন আরও এক হিরোইনের শাড়ির রেপ্লিকা
Puja Fashion: আলিয়ার প্রভাব রয়েছে ৮-২৫ বছরের মেয়েদের মধ্যে। ৮-১৫ বছরের বাচ্চা মেয়েরা এবার পুজোয় আলিয়া কাট স্যুট খুঁজছেন। কেউ খুঁজছেন জামা। আবার আলিয়ার সদ্য মুক্তি পাওয়া Rocky Aur Rani- তে যেমন শাড়ি দেখা গিয়েছে সেই রকম শিফন শাড়িরও খোঁজ করছেন

আমাদের চারপাশে দশভুজার কোনও কমতি নেই, সব নারীই দশভুজা। দশ হাতে সবকিছু সুনিপুণ দক্ষতায় সামলে চলেন। তেমনই টলি-বলি ইন্ডাস্ট্রিতেও এমন অনেক দশভুজা আছেন। তবে ইদানিং কালে বলিউডের যে অভিনেত্রী সবচেয়ে বেশি চর্চায় তিনি হলেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে হঠাৎ বিয়ে বিয়ের মাত্র ৮ মাসের মধ্যেই সন্তানের জন্ম সব কিছু নিয়ে প্রচুর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। একই সঙ্গে একই বছরেই হলিউডে ডেবিউও করেছেন তিনি। এসব সামলে বক্স ইফিসে একের পর এক হিট সিনেমা, বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড- সব কিছু ভীষণ ভাবে ম্যানেজ করতে শিখে গিয়েছেন ২৯ বছরের আলিয়া ভাট। আলিয়াতে মুগ্ধ দুনিয়া। আলিয়া পোশাক, স্টাইল এসব যে সব সময় নজর কাড়ে তা নতুন করে বলার কিছু নেই।
আলিয়ার প্রভাব রয়েছে ৮-২৫ বছরের মেয়েদের মধ্যে। ৮-১৫ বছরের বাচ্চা মেয়েরা এবার পুজোয় আলিয়া কাট স্যুট খুঁজছেন। কেউ খুঁজছেন জামা। আবার আলিয়ার সদ্য মুক্তি পাওয়া Rocky Aur Rani- তে যেমন শাড়ি দেখা গিয়েছে সেই রকম শিফন শাড়িরও খোঁজ করছেন। গত বছরে মুক্তি পেয়েছিল আলিয়া অভিনীত গাঙ্গুবাঈ, আর সাদা শাড়ির গাঙ্গুকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন সকলেই। সেই থেকে ট্রেন্ডিং- রয়েছে সাদা শাড়ি আর সাদা ব্লাউজ। রানি আলিয়াকে এবার দেখা গিয়েছে বাহারি রঙের শিফন শাড়িতে। গোলাপি, হলুদ, সবুজ, আকাশি সব নানা রঙের শিফন জার্জেজ, বলিউড স্টাইল শাড়ি এবার কিনে ফেলুন কলকাতাতে বসেই। এই সিনেমায় আলিয়াকে যে সব শাড়িতে দেখা গিয়েছিল প্রায় সব শাড়িই কিনে ফেলুন এবার পুজোয়। দামও সাধ্যের মধ্যেই। ৮০০ থেকে শুরু হয়ে ৫০০০ টাকার মধ্যে।
গড়িয়াহাটের হিন্দুস্থান রোড, ডোভার টেরেসের কাছে বেশ কিছু দোকান রয়েছে। জর্জেটের শাড়ির দাম শুরু ৬৫০ টাকা থেকে। লেহরাইয়া শাড়ি এখন যে কোনও পার্টি, অনুষ্ঠানে এমন শাড়ি পরলে বেশ ভাল লাগে দেখতে। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা শাড়িতে প্রায়ই দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। আর সেই সব শাড়ি যে অসাধারণ দেখতে হয় এ নিয়ে কোনও দ্বিমত নেই। আর তাই এসপ্ল্যানেড,ময়দান আর ফোরাম মলের সামনে বেশ কিছু দোকান রয়েছে- ওখানে একবার ঢুঁ মারতে ভুলবেন না। আলিয়া, দীপিকাদের মত ব্রাইডাল লেহঙ্গা, সব্যসাচীর ডিজাইন করা লেহঙ্গার রেপ্লিকাও পেয়ে যাবেন এই সব দোকানে। সোশ্যাল মি়ডিয়াতে অনেক রিলস রয়েছে এখন, সেসব দেখলেই পাবেন দোকানের খোঁজ।
