Harnaaz Sandhu: কালো ডিপ-নেক গাউনে ঝলমলে হারনাজ! ভাইরাল ছবি দেখে চোখ টেরিয়েছে নিন্দুকদেরও

Miss Diva Universe 2022: সম্প্রতি মিস ডিভা ইউনিভার্স ২০২২-এর মুকুট ছিনিয়ে আনতে ৭১ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই সুন্দরী। বিশ্বভ্রমণের পর ভারতে ফিরে আসার পর তার প্রথম ফটোশ্যুটটাও সেরে ফেললেন।

Harnaaz Sandhu: কালো ডিপ-নেক গাউনে ঝলমলে হারনাজ! ভাইরাল ছবি দেখে চোখ টেরিয়েছে নিন্দুকদেরও
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 7:48 PM

সুনাম, বিতর্ক, সমালোচনা। মিস ইউনিভার্স ২০২১ ( Miss Universe 2021) হিসেবে বিশ্বের অন্যতম দামি মুকুট জেতার পর থেকে এই শব্দগুলির সঙ্গে তাঁর এখন ওঠাবসা। বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর বিশ্বভ্রমণে নিজের দায়িত্ব পালন করছিলেন পঞ্জাব কন্যা হারনাজ সান্ধু (Harnaaz Sandhu)। শুক্রবার ভারতে এসে এক ফটোশ্যুটও সেরে ফেলেন তিনি। প্রসঙ্গত, মিস ইউনিভার্স ২০২১ এর খেতাবেই তিনি আটকে নেই। সম্প্রতি মিস ডিভা ইউনিভার্স ২০২২ (Miss Diva Universe 2022)-এর মুকুট ছিনিয়ে আনতে ৭১ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই সুন্দরী। ভারতে ফিরে আসার পর তার প্রথম ফটোশ্যুটটাও সেরে ফেললেন। ইতোমধ্যেই সেই ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

ফটোশ্যুটের জন্য একটি কালো ডিপ-নেক গাউন বেছে নিয়েছিলেন। যেখানেই সান্ধু, সেখানেই বিতর্ক। ইতিমধ্যেই তাঁর পোস্ট করা কিছু ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে নেটপাড়ার অধিকাংশই তাঁর সৌন্দর্য দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় , মিস ইউনিভার্সের অফিসিয়াল পেজ ইনস্টাগ্রামে সম্প্রতি ফটোশ্যুটের জন্য ছবি বেছে নেওয়া হয়েছিল। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, বিশেষ কিছুর জন্য চলছে শ্যুটিং। ছবিতে দেখা গিয়েছে সেলেব্রিটি স্টাইলিস্ট ভরত গুপ্তের ফ্যাশনেবল লেবেল আলেটার থেকে একটি কালো ডিপ-নেক গাউন বেছে নিয়েছিলেন। ২২ বছরের বিউটি কুইন নূন্যতম ও মানানসই মেকআপ নিয়েই দুর্দান্ত সব পোজ দিয়েছেন।

স্লিভলেশ কালো গাউনটি ঝকঝকে রুপোলি সিক্যুইনড অলঙ্করণে সজ্জিত । একটি ডিপ ভি-নেকলাইনটি গলা থেকে ক্লিভেজ পর্যন্ত বিস্তৃত। এছাড়া গাউনের সাইড কট-আউট, ফ্লোর-সুইপিং ট্রেন ও বডিকোন সিলুয়েট থাকায় ড্রেসটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। কালো স্ট্র্যাপি হাই হিল ও ঝলমলে অলঙ্করণ ও সুন্দর সুন্দর জেমস্টোন বসানো ভারী কানের দুল পরেছিলেন হারনাজ। বডিকোন গাউনটির সঙ্গে মানানসই খোলা হেয়ারস্টাইলকেই বেছে নিয়েছেন। স্মোকি আইশ্যাডো., বিমিং হাইলাইটার, শার্প কনট্যুরিং, ব্লাশড চিকসে আরও মোহিনী হয়েউঠেছেন সান্ধু।

হারনাজের ছবিগুলি ভক্তদের কাছে অন্যরকম ভালোবাসা অর্জন করেছেন। ছবির নীচে তাদের মন্তব্যগুলি দেখলেই তা বোঝা যায়। সেখানে আবার একজন লিখেছেন, আমাদের গর্বের রাণী। অন্য একজন লিখেছেন, হারনাজ হামারি শেরনি!।

শুধুমাত্র কালো গাউনেই নজর কেড়েছেন তা নয়। ইন্সটাগ্রামে নয়া ছবি শেয়ার করেছেন হারনাজ। একটি মাল্টিকালারড ও ডোরাকাটা ক্রপ শার্ট ও মিনি স্কার্ট সেট পরেছেন। সেখানে ক্যাপশনে মিস ইউনিভার্স লিখেছেন, ভাল লাগছে বেশ। শক্তি অনুভব করছি। ভিতর থেকে।