Couple Goals: জুটিতে যাবেন বেড়াতে? সেলফি তোলার আগে পারফেক্ট ম্যাচিং হোক আউটফিটে

Travel Outfit: টলিউডের হট কাপল তৃণা-নীল। দু'জনে একসঙ্গে তৈরি করেছেন নিজেদের ব্র্যান্ড। এছাড়াও একসঙ্গে রিল বানাচ্ছেন, ভিডিয়ো করছেন, ফ্যাশন শো করছেন, সঙ্গে কাজ আর ব্যবসা তো আছেই। দুজনেই দারুণ সুন্দর কো-অর্ডিনেট করে পোশাক পরেন। তাঁদের প্রতিটা স্টাইল যেমন কুল আর তাতে দেখতেও লাগে খুব সুন্দর

Couple Goals: জুটিতে যাবেন বেড়াতে? সেলফি তোলার আগে পারফেক্ট ম্যাচিং হোক আউটফিটে
কেমন হবে ট্রাভেল আউটফিট
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 7:40 PM

বাঙালির পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ঝোলা ফেলে ভোলা বেরিয়ে পড়ে দেশভ্রমণে। ভ্রমণের একাধিক উপকারিতা রয়েছে। নতুন জায়গা চেনা যায়, সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়। এছাড়াও ঘুরতে গেলে মন ভাল থাকে। যদিও ঘুরতে যাওয়ার জন্য পকেটেরও একটা ব্যাপার থাকে। কোভিডের পর থেকে মানুষ বুঝেছেন বাড়ির বাইরে বেরনো কতটা জরুরি। তাই একদিনের ছুটি পেলেও মানুষ বেরিয়ে পড়ছেন বাড়ির বাইরে। ট্রেনে টিকিট না পেলে নিজের গাড়ি, ফ্লাইটে যেতেও দুবার ভাবছেন না। ছুটির অন্তত তিন থেকে চার মাস আগে টিকিট না করে থাকলে তা চলে যায় ধরা ছোঁয়ারও বাইরে।  বেড়াতে যাওয়ার অন্যতম পার্ট এখন হল ছবি। আর তাই বেছে বুছে পোশাক পরাও জরুরি।

নতুন বিয়ের পর অথবা দুজনে ব্যস্ত সময়ের ফাঁকে সময় বের করে ঘুরতে যাচ্ছেন। আর এমন দিনে দুজনে যদি পরিপাটি করে না সেজেগুজে থাকেন তাহলে কি আর  ভাল লাগে! ঘুরতে গেলে মেয়েরা সুন্দর করে সাজেন। আর তার কতদিন আগে থেকে শুরু হয় শপিং, কেনাকাটা। যেমন জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই মতো চলে শপিং। সামনেই বিয়ের মরশুম, আর বিয়ের পর অনেকেই যাবেন হানিমুনে। তাই দুজনে কেমন পোশাক রকবেন সেই প্ল্যানিং শুরু করে দিন এখন থেকেই। যদিও একথা ঠিক যে ছেলেদের এই পোশাক, ফ্যাশনের ব্যাপারে বিশেষ কোনও উৎসাহ থাকে না। কিছু একটা পরলেই হল। আবার বউ/প্রেমিকারা যদি তাঁর আউটফিট বিষয়ে বিশেষ কোনও টিপস দেন তাও তাঁরা মানতে রাজি থাকেন না। তবে একবার এই ভাবে পোশাক পরে দেখুন। নিজেরা ম্যাচিং করে পোশাক পরলে দেখতে যেমন ভাল লাগবে তেমনই সুন্দর ছবিও উঠবে।

টলিউডের হট কাপল তৃণা-নীল। দু’জনে একসঙ্গে তৈরি করেছেন নিজেদের ব্র্যান্ড। এছাড়াও একসঙ্গে রিল বানাচ্ছেন, ভিডিয়ো করছেন, ফ্যাশন শো করছেন, সঙ্গে কাজ আর ব্যবসা তো আছেই। দুজনেই দারুণ সুন্দর কো-অর্ডিনেট করে পোশাক পরেন। তাঁদের প্রতিটা স্টাইল যেমন কুল আর তাতে দেখতেও লাগে খুব সুন্দর। ডেনিম শর্টসের সঙ্গে শার্ট টপে খুবই কুল ক্যাজুয়াল লুক তৃণার। চুল বেঁধেছেন, হাতে ঘড়ি, কানে দুল আর চোখে ম্যানডেট সানগ্লাসেই ফ্যাশন করেছেন। যোগ্য সঙ্গ নীলেরও। ক্যাজুয়াল শর্টস, টি-শার্ট পরেছেন। এমনকী তাঁদের এয়ারপোর্ট লুকটিও দারুণ। ডেনিম-সাদার কম্বিনেশনে আর স্টাইলিশ লুকে তাঁদের Swag-ই আলাদা।