Jaya Ahsan: জাপানে চেরি ব্লসম দেখতে গেলেন জয়া, আশমানি ক্রপ টপে কেমন লাগছে নায়িকাকে?
fashion: জাপানের এই রূপ দেখার জন্য সারাবছর সকলে অপেক্ষা করে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাই এবার নিখাদ ছুটি কাটাতেই জাপান গেলেন জয়া
বয়স যে তাঁর ৪০ ছুঁতে চলল তা বোঝার কোনও উপায় নেই। বরং দিন দিন তিনি যেন আরও সুন্দরী হয়ে উঠছেন। তাঁর গ্ল্যামারের ছটায় অন্য সব কিছুই ম্লান। বয়সের কাঁটা উল্টো দিকে ঘুরছে অভিনেত্রী জয়া আহসানের। সম্প্রতি একটি পত্রিকার নববর্ষ এডিশনের জন্য জয়া আহসান এবং স্বস্তিকা মুখোপাধ্যায় বিশেষ একটি ফটোশ্যুট করেছেন। সেই সব ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে উঁকি মারলে দেখা যাচ্ছে সূর্যোদয়ের দেশে ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকে একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি। এই সময় জাপান জুড়ে চলছে চেরি ব্লসম। আর সেই ফুলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন জয়া। গোলাপি চেরি ফুল আর আশমানি ক্রপ টপে একেবারে অন্যভাবে দেখা মিলল তাঁর।
ইদানিং জয়া তাঁর বিভিন্ন আউটফিট নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করছেন। ওয়েস্টার্ন আউটফিট নিয়ে তাঁর সেই পরীক্ষা নিরীক্ষাটা অনেক বেশি। এতদিন জয়ার মধ্যে পাশের বাড়ির মেয়ের একটা ইমেজ ছিল। যা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। এছাড়াও জয়া ভীষণ ফিট। রোজ নিয়ম করে শরীপচর্চা করেন। আর তাই মেদের ছিটেফোঁটাও নেই শরীরে। খেতে ভালবাসলেও একদম মেপে খাবার খান। আর তাই তাঁর মেদহীন শরীর ফ্লন্ট করতেও ভোলেন না।
অনেকদিন ধরে পরিবারের সকলের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ হয়নি। আর তাই এবার সেই ছুটি মিলতেই তিনি সোজা হাজির রয়েছেন চেরি ফুলের দেশে। জাপান জয়ার খুব পছন্দের জায়গা। অনেকদিন ধরেই আসতে চাইছিলেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও ছবির শ্যুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন অভিনেত্রী। অ্যাকোয়া ব্লু রঙের স্টার্ট স্টাইলের একটি জ্যাকেট গায়ে চড়িয়েছেন তিনি। সাদা রঙের ট্যাঙ্ক টপের সঙ্গে এই জ্যাকেট দিয়েই টিম আপ করেছেন তিনি। সঙ্গে সাদা ক্যাজুয়াল প্যান্ট ইন করে পরেছেন। কাঁধে দামী ব্র্যান্ডের সাদা স্লিং ব্যাগ, চোখে সাদা সানগ্লাস। সব মিলিয়ে জয়ার সামার কুল লুক ভীষণ ভাবে সকলের নজর কাড়ছে। জাপানের চেরি গাছের সঙ্গে যেন মিশে গিয়েছে জয়ার এই আউটফিট। আর এই পোশাকে তাঁকে এতটাই কুল লাগছে যে অভ্যাসবশত অনেকেই কমেন্টে লিখেছেন আপনি কি কোনওদিন বুড়ি হবেন না? জয়ার রূপ লাবণ্যে লজ্জা পাবেন তরুণীরাও, এতটাই ফ্রেশ আর সুন্দর তিনি।