Katrina Kaif: ক্যাটরিনার হোয়াইট বডিকোন ড্রেসে মুগ্ধ ফ্যাশন দুনিয়া! অসাধারণ আউটফিটটির দাম শুনলে অবাক হবেন
সম্প্রতি সূর্যবংশীর প্রচারের জন্য ক্যাটরিনা একটি সাদা রঙের বডিকোন ড্রেস বেছেছিলেন। ওয়ান সোল্ডার এই ড্রেসটির সঙ্গে ফটোশ্যুটের কয়েকঝলক ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।

ভারতীয় ফ্যাশন দুনিয়ায় কোন ডিভা দর্শকদের মোহিত করে তা নিয়ে বিস্তর বাকবিতন্ডায় পরিণত হবে, তা বলাই বাহুল্য। রোহিত শেট্টি পরিচালিত অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। আসন্ন সিনেমা সূর্যবংশীর প্রচারের জন্য চরম ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। আর সেই সঙ্গে ক্যাটরিনার ফ্যাশনের আরও এক উজ্জ্বল ঝলক এখন সকলকে মুদ্ধ করে তুলছে।
সম্প্রতি সূর্যবংশীর প্রচারের জন্য ক্যাটরিনা একটি সাদা রঙের বডিকোন ড্রেস বেছেছিলেন। ওয়ান সোল্ডার এই ড্রেসটির সঙ্গে ফটোশ্যুটের কয়েকঝলক ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। শুধু ছবিই নয়, ইন্সটাগ্রামে রিল ভিডিয়োও আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন সূর্যবংশী হ্য়াসট্যাগ দিয়ে সূর্যের একটি ইমোটিকন দিয়েছেন।
View this post on Instagram
টেকসই ফ্যাশন ব্র্যান্ড আয়া মিউজের এই সুন্দর পোশাকটি Pre-Fall 2021 collectionত-এ প্রথম প্রকাশ পেয়েছিল। স্লিম ফিট, অ্যাসিম্যাট্রিক সিলুয়েট, ওয়ান সোল্ডার নেকলাইন, কাট-আউট ডিটেলস ও রিবড টেক্সচার রয়েছে এই সাদা ড্রেসটিতে।
এই অসাধারণ দেখতে আউটফিটটির দাম কত, তাই ভাবছেন? পোশাকের দাম কত, তা অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে দেখতে পারেন। পোশাকের দাম ৬৪০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় মাত্র ৪৮, ২১৫ টাকা।
View this post on Instagram
এই ফটোশ্যুটের জন্য ক্যাটরিনার স্টাইল সামলেছেন সেলেব্রিটি স্টাইলিস্ট অমি প্যাটেল। অন্যদিকে মেকআপ সামলেছেন ড্যানিয়েল সি বাউয়ার ও ফ্ল্যাভিয়েন হেল্ডট।
মিনিম্যাল ও নানন্দিক মেকাআপে ক্যাটরিনাকে উজ্জ্বল ও গ্ল্যামারাস লুক দিয়েছিল। গোলাপি লিপ শেডস, স্মোকি আই শ্যাডো, মাসকারা-লেডেন দররা, উজ্জ্বল ত্বক ও শার্প কনট্যুর বেছে নিয়েছিলেন বলিউডের প্রথম সারির এই তারকা।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত সিনেমা সূর্যবংশী।
আরও পড়ুন: Katrina Kaif: আসন্ন ছবির প্রচারে সব্যসাচীর ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গায় বাজিমাত ক্যাটরিনার!
