ফ্যাশান দুনিয়ায় (Fashion World) এখন হিট স্টাইল স্টেটমেন্ট হল সারারা স্যুট (Sharara Suit)। যা আপনার ফ্যাশানকে করে তুলতে পারে দারুণ আকর্ষণীয়। বন্ধুর বিয়ে হোক বা বাড়ির বড় কোনও অনুষ্ঠান, নিজেকে সাজিয়ে তুলুন সারারা স্যুটে। আজকে ৭টি ডিজাইনার সারারা স্যুটের (Designer Sharara Suit) ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। নিজের মনের মত রঙ ও ডিজাইন বেছে নিন আপনিও।
ফ্রিল্ড ডিজাইনার সারারা স্যুট:
উজ্জ্বল ও সুন্দর নক্সার এই সারারা স্যুটটি লম্বা মেয়েদের জন্য একদম পারফেক্ট। সোনালী হুপ কানের দুলের সঙ্গে পরলে এর লুক দ্বিগুণ বেড়ে যাবে। হালকা সাজ করতে যারা পছন্দ করেন তারা এই ধরনের স্টাইল নিজেদের জন্য করে দেখতে পারেন একবার।
লেয়ার ডিজাইনার সারারা স্যুট:
ক্রিম রঙের লেয়ার সারারা স্যুট ডিজাইন। উপরের কুর্তি স্লিভলেস। সারারা প্যান্ট লেয়ার স্টাইলে বানানো। সঙ্গে ফিনফিনে ওড়না। ক্রিম কালারের যেকোনও জুয়েলারির সঙ্গে এই আউট ফিট আপনাকে ব্যাপক মানাবে। আগামী দিনের মধ্যে যদি কোনও বিয়ে বাড়ি থাকে, তবে এই সারারা স্যুটকে অনায়াসে আপনার নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে নিন।
ক্রিম ডিজাইনার সারারা স্যুট:
ফুলহাতা সুন্দর জরির কাজ করা হাইনেক কুর্তির সঙ্গে। সাধারণ স্টাইলের সারারা যদি খুঁজছেন নিজের জন্য তাহলে এই ডিজাইনটি আপনার জন্য একদম পারফেক্ট। বিয়ে বাড়ি, পুজো, যেকোনও অনুষ্ঠানে পরার জন্য এই ডিজাইন।
এমব্রয়ডারি ডিজাইন সারারা স্যুট:
পুরো ডিজাইন জুড়ে সুন্দর সুতোর কাজ করা। এই রঙ যেকোনও অনুষ্ঠানে পরার জন্য একদম মানানসই। চুল যাদের এরকম সোজা তারা অবশ্যই চুল খোলা রাখবেন। কানে ঝোলা দুল আর হাতে চুড়ি পরতে কিন্তু ভুলবেন না।
ক্রপ টপ শাড়ি স্টাইল ডিজাইনার সারারা স্যুট:
ক্রপ টপ শাড়ি স্টাইল ডিজাইনার সারারা স্যুটটি খুবই বোল্ড লুক এনে দেবে। আসলে এদের রঙগুলো অসাধারণ। বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট এই সারারা স্যুট।
বিউটিফুল পিঙ্ক ডিজাইনার সারারা স্যুট:
একদম হালকা গোলাপি বা বেবি পিঙ্কের বিউটিফুল ডিজাইনার সারারা স্যুট। যেকোনও অনুষ্ঠানে হালকা সাজতে যাঁরা বেশি পছন্দ করেন তাঁরা এটা ট্রাই করে দেখুন একবার।
হোয়াইট এন্ড ক্রিম ডিজাইনার সারারা স্যুট:
ওল্ড ফ্যাশান ক্যারি করতে যাঁরা পছন্দ করেন তাঁরা এই হোয়াইট এন্ড ক্রিম ডিজাইনার সারারা স্যুট নিজের জন্য বানিয়ে নিতে পারেন। এই সারারা স্যুট কিন্তু অসাধারণ লুক এনে দেবে।
তথ্যসূত্র: দাশবাস