Madhumita Sarcar: ডিপ ক্লিভেজ কাট ব্ল্যাক-সিক্যুইন জাম্পস্যুটে নেটপাড়ায় শোরগোল মধুমিতার, ছবি দেখে কমেন্টে হইচই ভক্তদের

Fashion Tips: কালো রঙের জাম্পস্যুটের মধ্যে সিলভার সিক্যুইনের স্ট্রাইপ মনোক্রোম্যাটিক লুকও কোথাও গিয়ে ভেঙেছে। বক্ষযুগল প্রায় উন্মুক্ত সেই সঙ্গে সুস্পষ্ট বক্ষবিভাজিকাও

Madhumita Sarcar: ডিপ ক্লিভেজ কাট ব্ল্যাক-সিক্যুইন জাম্পস্যুটে নেটপাড়ায় শোরগোল মধুমিতার, ছবি দেখে কমেন্টে হইচই ভক্তদের
মধুমিতার 'কিলার' লুক
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 11:32 AM

গরমের দিনে খোলামেলা পোশাক পরলে আরাম লাগে সেই সঙ্গে স্টাইলও কিন্তু করা যায়। এছাড়াও গরমের দিনে বিচ পার্টি, ককটেল পার্টি এসব লেগেই থাকে। এছাড়াও অনেকেই এখন ঘুরতে যাচ্ছেন সমুদ্রের পাড়ে। নিজেকে ভালবেসে একটু খোলামেলা পোশাক পরতে পারলে ক্ষতি কি! গরমের দিনে বিভিন্ন রকম ড্রেস, ট্রেন্ডি টপ, থাই স্লিট স্কার্ট যেমন ইন তেমনই জনপ্রিয় পোশাক হল জাম্পস্যুট। গরম হোক বা শীত জাম্পস্যুট দেখতে কিন্তু বেশ ভাল লাগে। আর এই জাম্পস্যুটে সুন্দর স্টাইলিংও করা যায়। এক্ষেত্রে যাঁদের হাইট ভাল তাঁদেরই এইরকম জাম্পস্যুটে বেশি মানায়। আর তাই এখন প্রায় সব মেয়ের ওয়ার্ড্রোবেই একটা করে জাম্পস্যুট রয়েছে। ফ্যাশন দুনিয়ায় এই জাম্পস্যুট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই জাম্পস্যুটেই আগুন ধরিয়েছেন মধুমিতা সরকার। কালো রঙের সিক্যুইন এই জাম্পস্যুটে মধুমিতার ছবি শেয়ার হতেই হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।

নিয়মিত ভাবে জিম করেন মধুমিতা। সেই সঙ্গে বছরভর চলে কড়া ডায়েটও। আর তাই তাঁর শরীরে মেদের ছিটে ফোঁটাও কিন্তু নেই। ওয়েস্টার্ন যে কোনও আউটফিটে মধুমিতাকে খুবই সুন্দর লাগে। এই জাম্পস্যুটও তার ব্যতিক্রম নয়। নিজের মেদহীন শরীর খুব সুন্দর ভাবে ফ্লন্ট করেছেন তিনি। এছাড়াও কালো রঙের জাম্পস্যুটের মধ্যে সিলভার সিক্যুইনের স্ট্রাইপ মনোক্রোম্যাটিক লুকও কোথাও গিয়ে ভেঙেছে। বক্ষযুগল প্রায় উন্মুক্ত সেই সঙ্গে সুস্পষ্ট বক্ষবিভাজিকাও। যে কারণে আরও বেশি সুন্দর লাগছে মধুমিতাকে। এই পোশাক এতটাই লাইমলাইট কেড়ে নিয়েছে যে এর সঙ্গে বিশেষ মেকআপ করেননি মধুমিতা। হালকা করে চোখে কাজল দিয়েছেন। ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। অধিকাংশ সময় চুল খোলাই রাখেন তিনি। এখানেও তাই করেছেন। চোখে কাজল আর আই লাইনার বেশ সুন্দর ভাবে তিনি লাগিয়ে নিয়েছে। আর তাই মধুমিতার আই মেকআপও বেশ নজর কাড়ছে।

এছাড়াও পায়ে কালো রঙের একটি পয়েন্টেড শ্যু পরেছেন। এরপর মধুমিতা দারুণ সুন্দর করে লেন্সে পোজ দিয়েছেন। আর এর ফলে তাঁর লুক আরও সুন্দর ভাবে ফুটে উঠেছে। ডিজাইনার মাধব সরকারের থেকে বিশেষ এই জাম্পস্যুটটি নিয়েছেন মধুমিতা। তাঁর মেকআপ করেছেন সুমন গাঙ্গুলী, ফটো তুলেছেন শুভদীপ ধর। আর এই শেয়ার হতেই মধুমিতার ফ্যানেদের ভালবাসার বন্যা বয়েছে কমেন্ট সেকশনে।