AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mimi Chakraborty: সপ্তাহের শুরুতে ফের মিমির চমক, পেস্তা রঙা সিক্যুইনের কো-অর্ড সেটে নেশা ধরালেন চোখে

Mimi Chakraborty's Fashion: মিমির পছন্দ, পোশাক, রং সবকিছুই দারুণ রকম ক্লাসি। আছে রাজকীয় ছোঁয়া। ট্র্যাডিশন্যাল সিল্ক, পার্টি ওয়্যারে যেমন তাঁকে দেখা গিয়েছে তেমন ভাবেই কো-অর্ড, মনোক্রোম্যাটিক আউটফিটেও দারুণ ভাবে নিজেকে ফিট করিয়ে নিয়েছেন মিমি

Mimi Chakraborty: সপ্তাহের শুরুতে ফের মিমির চমক, পেস্তা রঙা সিক্যুইনের কো-অর্ড সেটে নেশা ধরালেন চোখে
মিমির মানডে ব্লুজ
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 6:13 PM
Share

ফ্যাশানিস্তা হিসেবে চলতি বছরে নিজেকে দারুণ ভাবে প্রমাণ করেছেন মিমি। এই ৩৬৫ দিনই তিনি নানা ভাবে নিজেকে তুলে ধরেছেন। মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই তা বুঝতে আর কোনও সমস্যা থাকে না। দারুণ ভাবে ফ্যাশানের ট্রেন্ড ফলো করেন তিনি। সেই সঙ্গে নিজেকেও ঘষামাজা করে নিয়ে গিয়েছেন একেবারে অন্য স্তরে। মিমির পছন্দ, পোশাক, রং সবকিছুই দারুণ রকম ক্লাসি। আছে রাজকীয় ছোঁয়া। ট্র্যাডিশন্যাল সিল্ক, পার্টি ওয়্যারে যেমন তাঁকে দেখা গিয়েছে তেমন ভাবেই কো-অর্ড, মনোক্রোম্যাটিক আউটফিটেও দারুণ ভাবে নিজেকে ফিট করিয়ে নিয়েছেন মিমি। পোশাকের সঙ্গে মানানসই গয়না, হেয়ার স্টাইল, মেকআপ- সব মিলিয়ে জমজমাট তাঁর টিম প্রেজেন্টেশন। দেশের নামী-দামী একাধিক ডিজাইনারের থেকে পোশাক বাছাই করেছেন অভিনেত্রী সাংসদ। সেই সব পোশাকেই ফটোশ্যুট করেছেন তিনি।

গত সপ্তাহেই দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশন কাটিয়ে ঘরে ফিরেছেন তিনি। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের দিন মিমির লুক ছিল চোখে পড়ার মত। সপ্তাহের শুরুতে আবারও চোখ ধাঁধিয়ে দিলেন তিনি। বলা ভাল পেস্তা রঙের সিক্যুইনের কাজ করা এই মনোক্রোম্যাটিক আউটফিটে চোখের আরাম দিলেন। একদৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

পেস্টা রঙের স্লিভলেস ক্রপটপের সঙ্গে একটি ফ্লেয়ার্ড প্যান্ট পরেছেন মিমি। ডিপ স্কোয়্যার কাটের এই টপ জুড়ে সিক্যুইনের খুব সুন্দর কাজ করা রয়েছে। খুব ভারী কাজ নয়। সাধারণের মধ্যেই জমকালো। সঙ্গের ফ্লেয়ার্ড প্যান্টটিও সার্টিন ক্রেপের। প্যান্টের প্রিন্টও খুবই স্মার্ট লুকে। এমন পোশাকের সঙ্গে খুব যত্ন করে মেকআপ করেছেন নায়িকা। চোখের তলায় হালকা কাজল দিয়েছেন। উপরের পাতায় আইলাইনার, আইশ্যাডো আর মাস্কারাতে সুন্দর টাচ দিয়েছেন। নো মেকআপ ল্যুক এখন ট্রেন্ডিং। মিমিও সেই লুকেই নিজেকে সাজিয়েছেন। কোনও সময়ই অতিরিক্ত মেকআপ করতে দেখা যায় না তাঁকে। সব সময় সাধারণ মেকআপেই অভ্যস্ত মিমি। কানে ম্যাচিং স্টোনের স্টাড ইয়াংরিং। চুলে ব্লো ডাই করা। ব্যাস, তাঁর সাজ কমপ্লিট। পায়ে ম্যাচিং স্যান্ডেল। নূপুর কানোই-এর স্টোর থেকে দারুণ এই কো-অর্ড সেটটি বেছে নিয়েছেন মিমি। মেকআপ করেছেন সৌরভ। মিমির টিমও যে ভীষণ রকম ফ্যাশানিস্তা তা বোঝা যায় তাঁর প্রতিটি ফটোশ্যুট দেখলেই।

বয়স যে তাঁর দিন দিন কমছে একথা স্বীকার করেন তাঁর ফ্যানেরাও। এমন ছবি পোস্ট করার পর অভিনেতা অঙ্কুশ হাজরা মজা করে লিখেছেন- ‘দেখে কে বলবে বয়স ৫৬+’- আপনার কেমন লাগছে মিমির এই লুক? কমেন্ট করে জানাতে ভুলবেন না।