Mimi Chakraborty: আকাশনীল আর সাদা সিক্যুইনের ডিজাইনার শাড়িতে পারফেক্ট বর্ষাযাপন মিমির, নজর কাড়ল কানের দুল
Monsoon Fashion: আষাঢ় তো সেই কবেই এসেছে। আজ থেকে শুরু হল শ্রাবণ। আর শ্রাবণের প্রথম দিনেই আশমানি রঙের দারুণ একটি সিক্যুইনের শাড়িতে ফটোশ্যুট করেছেন মিমি

জলপাইগুড়ির এই কন্যার কাছে প্রকৃতি বড়ই কাছের। সময় পেলেই প্রকৃতির মধ্যে মিলিয়ে দেন নিজেকে। ঘরের বাইরে দু-পা বাড়ালেই পাহাড়। আর তাই নিয়ম করে বছরে একবার পাহাড়ে ঘুরতে যান তিনি। এছাড়াও সময় পেলেই ব্যাগ প্যাক করে বেড়িয়ে পড়েন ঘুরতে। তিনি মিমি চক্রবর্তী। মিমির অনেক গুণ। একা হাতে নিজের বাড়ি, বাড়ির সব সদস্য আর পোষ্যদের দেখভাল করেন। সাংসদ হিসেবে নিজের কাজ, অভিনর এবং ইউটিউব চ্যানেল-এই সব কিছু একার হাতে সামলে চলেন তিনি। সঙ্গে মিমির ফ্যাশন সেন্সও দুর্দান্ত। বর্তমানে যে কয়েকজন টলি নায়িকাকে ফ্যাশনিস্তার তালিকায় ফেলা যায় তাঁদের মধ্যে পয়লা নম্বরেই রয়েছিন মিমি। ফ্যাশন ট্রেন্ড নিয়েও তিনি অবগত। প্রতিদিনই নিত্য নতুন ফটোশ্যুট করেন। মিমির ইনস্টাগ্রাম দেখলেই অবশ্য সেই সম্পর্কে আভাষ পাওয়া যায়।
আষাঢ় তো সেই কবেই এসেছে। আজ থেকে শুরু হল শ্রাবণ। আর শ্রাবণের প্রথম দিনেই আশমানি রঙের দারুণ একটি সিক্যুইনের শাড়িতে ফটোশ্যুট করেছেন মিমি। ডিজাইনার অভিষেক রায়ের কালেকশন থেকে এই শাড়িটি নিয়েছেন মিমি। বাকি স্টাইলিং আর মেকআপ তাঁর টিমই করেছে। সাদা আকাশি রঙের এই শাড়ি জুড়ে সিক্যুইনের কাজ করা। সঙ্গে সিক্যুইনের ব্লাউজ। আর এতেই ভারি চমৎকার লাগছে নায়িকাকে। অতিরিক্ত মেকআপ তিনি করেন না। একেবারে সাধারণ সাজেই বাজিমাৎ করেন। এবারও তাই করলেন। মিমির গয়নার মধ্যে রয়েছে স্টোন সেটিং স্টাড ইয়াররিং। ব্যাস… আর কিছুই নেই।
শাড়িটি যেমন সুন্দর তেমনই তার ব্লাউজও। স্ট্র্যাপ দেওয়া এই ব্লাউজেই মনোক্রম ভাঙা হয়েছে পুরো লুকে। মিমির উচ্চতা যেমন ভাল তেমনই তাঁর শরীরে মেদের ছিটেফোঁটা নেই। আর তাই শাড়ি ব্লাউজের সঙ্গে নিজের চেহারাটিও সুন্দর ভাবে ফ্লন্ট করেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। বর্ষার দিনে এমন রং খুবই ভাললাগে। আর পরলে বেশ আরামও লাগে। নায়িকার এই ছবি আপনি দেখেছেন কি ?





