AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi: অন্তর্বাস না মঙ্গলসূত্র? নয়া ফটোশ্যুট ঘিরে ফের ট্রোলের শিকার ডিজাইনার সব্যসাচী!

এই প্রথম নয়, এর আগেও সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন। H&M- এর সঙ্গে কালেকশন চালু করার চুক্তির কথা প্রসঙ্গ এলে সেই নিয়ে সারা ফ্যাশন দুনিয়ায় শোরগোল পড়ে যায়।

Sabyasachi: অন্তর্বাস না মঙ্গলসূত্র? নয়া ফটোশ্যুট ঘিরে ফের ট্রোলের শিকার ডিজাইনার সব্যসাচী!
দেশের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 12:14 PM
Share

এই প্রথম নয়, ডাবল, ফ্যাব ইন্ডিয়া ও অন্যান্য আর অনেক ব্র্যান্ড রয়েছে, যাঁদের বিজ্ঞাপন ঘিরে অনলাইন ট্রোলের শিকার হয়েছে। এবার সেই বিতর্কিত বিজ্ঞাপনের তালিকাভুক্ত হল দেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীও। সম্প্রতি ফ্যাশন ডিজাইনারের লেটেস্ট ফাইন জুয়েলারি কালেকশনের ফটোশ্যুটের কয়েকঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় ডিজাইনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর সেই ফটোশ্যুট ঘিরে শুরু হয়েছে ট্রোলিং।

ব্র্যান্ডের অফিসিয়াল ইন্সটাগ্রাং হ্যান্ডলে নয়া কালেকশনের কিছু ছলক শেয়ার করা হয়। অফিসিয়াল প্রোফাইলের ক্যাপশনে নতুন ডিজাইনের বর্ণনা করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, একটি রয়েল বেঙ্গল মঙ্গলসূত্র 1.2 এবং ‘বেঙ্গল টাইগার আইকনের নেকলেস, কানের দুল এবং ১৮ ক্যারেটের সিগনেট রিং, সোনার ভিভিএস হীরা, কালো গোমেদ এবং কালো এনামেল’।

সব্যসাচীর ডিজাইনে অভিনবত্ব থাকবে, সেটাই প্রত্যাশিত। সেই প্রত্যাশায় ভরসা রেখেই নিজের নয়া কালেকশনকে সামনে আনার জন্য প্লাস-সাইজের একটি মডেলকে তিনি বেছে নেন। ছবিতে দেখা গিয়েছে, প্লাস-সাইজের মডেলটি একটি কালো রঙের অন্তর্বাস পরে রয়েছেন। তাঁর গলায় দুটি মঙ্গলসূত্র। এক শার্টহীন পুরুষ মডেলের বুকে মাথা দিয়ে সুন্দর পোজ দিয়েছেন ওই মডেলটি। তবে এই ফটোশ্যুটের ছবি ঘিরেই শুরু হয়েছে যত বিতর্ক। অনেকেই এইধরনের ছবিকে ভালভাবে নেননি। নয়া ফটোশ্যুট ঘিরে সব্যসাচীর মানসিকতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ছাড়েননি নেটিজ়েনরা।

সোশ্যাল মিডিয়ায় সব্যসাচীর এই নয়া ফটোশ্যুটকে ঘিরে চলছে নানা মতামত। একজন লিখেছেন, কামসূত্র ছাড়া মঙ্গলসূত্র হয় না। আবার অপর একজন লিখেছেন, সব্যসাচীর কাছ থেকে এই ধরনের বিজ্ঞাপন একেবারেই প্রত্যাশিত নয়,”। শুধু তাই নয়, একজন ইউজার লিখেছেন, আমি ভেবেছিলাম এটি অন্তরঙ্গ পোশাক এবং তারপরে আমি আপনার বিবরণ পড়ে জানতে পারলাম এটি ইন্টিমেট ফাইন জুয়েলারি! “,”আপনি ঠিক কি বিজ্ঞাপন করছেন? এই গয়না এখন কেউ পরবে না। কারণ বিশ্বকে দেখানো হয়েছে, যদি সেই গয়না অঙ্গে দেওয়া হয়,তা আমরা কাছে সস্তার কিছু হবে। অনুগ্রহ করে আপনার প্রচারাভিযানের যত্ন নেওয়া দরকার।

এই প্রথম নয়, এর আগেও সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন। H&M- এর সঙ্গে কালেকশন চালু করার চুক্তির কথা প্রসঙ্গ এলে সেই নিয়ে সারা ফ্যাশনদুনিয়ায় শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন: Vidya Balan: কালো সুতির শাড়ি, লাল লিপস্টিক আর কালো টিপ…! বিদ্যার নয়া রূপের ঝলক দেখুন এখানে