Vidya Balan: কালো সুতির শাড়ি, লাল লিপস্টিক আর কালো টিপ…! বিদ্যার নয়া রূপের ঝলক দেখুন এখানে
এছাড়াও এই অসাধারণ কালো রঙের শাড়িটি যেখান থেকে বেছে নেওয়া হয়েছে, সেই লেবেলের নাম হাউস অফ উর্মি। এই ডিজাইনার হাউজের একটি মূল উদ্দেশ্য রয়েছে।
ভারতীয় পোশাকের ফ্যাশনে যদি কোনও বলিউডের তারকার কথা মাথায় আসে, তাহলে সকলের প্রথমেই যাঁর নাম নেওয়া যায় তিনি হলে বিদ্যা বালান। শাড়ির রকমারি ফ্যাশনে তাঁর স্টাইল কিন্তু সব প্রজন্মের কাছেই আকর্ষণীয়। যে কোনও অনুষ্ঠানে, সিনেমার পর্দায়, ছবির প্রমোশনে কিংবা সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের ঝলক শেয়ার করার সময়েও তাঁকে শাড়ির বেশেই দেখা যায়। শাড়ির স্টাইলেৎ মধ্যেই দিয়েই বিদ্যা বালানের চারিত্রিক বৈশিষ্ট্যও ফুটে ওঠে।
সম্প্রতি ইন্সটাগ্রাম প্রোফাইলে ফ্যাশন ফটোশ্যুটে একটি কালো রঙের শাড়ি পরেছিলেন তিনি। ছবিগুলি দেখেই বোঝা যায়, তাঁর ফ্যাশন ও স্টাইল কতটা উচ্চমানের। ঐতিহ্যবাহী শাড়িই হোক কিংবা সমসাময়িক ফ্যাশনের ছোঁয়ায় সাটিন শাড়ি, সবেতেই অনবদ্য তিনি। যে কোনও ধরনের শাড়িতে তিনি যে ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।
নতুন প্রজন্মের কাছে শাড়ির ফ্যাশন এখন অনেক জনপ্রিয়। শাড়ির মধ্যে দিয়েও যে স্টাইলিশ লুক বজায় রাখা যায়, তার অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন বলিউডের এই নামী তারকা। কালো সুতির শাড়ির পারে লাল ও সাদার নকসা বেশ আকর্ষণীয়। প্রচলিত স্টাইলে না গিয়ে শাড়ির আঁচলকে দোপাট্টার মতো ব্যবহার করেছেন তিনি।
View this post on Instagram
মিডরিফ-বারিং ব্লাউজের সঙ্গে সুতির শাড়িটি যে বর্তমান সময়ের অন্যতম ফ্যাশনেবল আউটফিট তা নিশ্চিত। এছাড়াও এই অসাধারণ কালো রঙের শাড়িটি যেখান থেকে বেছে নেওয়া হয়েছে, সেই লেবেলের নাম হাউস অফ উর্মি। এই ডিজাইনার হাউজের একটি মূল উদ্দেশ্য রয়েছে। সেটি হল, সমসাময়িক ও ঐতিহ্যগতের মধ্যে দেশের হারিয়ে যাওয়া ফেব্রিকগুলিকে ফের ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি ডিজাইনার হাউস দ্য অ্যামেথিস্ট স্টোরের সিলভার স্টেটমেন্টের কানের দুল পরেছিলেন তিনি। হেয়ারস্টাইলেও ছিল সিম্পলিসিটি। পরিস্কার একটি বান করেছিলেন বিদ্যা। ন্যুড আইশ্যাডো, সুন্দর ভ্রু, লাল লিপস্টিক ও একটি কালো টিপ দিয়ে মেকআপ সেরেছিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী বিদ্যা বালান।
আরও পড়ুন: Karwa Chauth 2021: একই রকম মঙ্গলসূত্র পরে করওয়া চৌথ পালন করলেন এই দুই বলি-নায়িকা!