Winter Fashion Tips: শীতের সকালে এক নায়িকা চাইলেন উষ্ণতা, অন্যজনের চুমুক কফিতে, মন কাড়ল কার পোস্ট?

Mimi And Nusrat: এঁরা পরস্পরকে আদর করে ডাকেন বোনুয়া। মধ্যিখানে শোনা গিয়েছিল তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মুখ দেখাদেখি বন্ধ। একে অন্যের পোস্টে ফিরেও তাকাচ্ছে না...

Winter Fashion Tips: শীতের সকালে এক নায়িকা চাইলেন উষ্ণতা, অন্যজনের চুমুক কফিতে, মন কাড়ল কার পোস্ট?
শীতে কী করছেন দুই নায়িকা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 5:34 PM

শীতের সকাল মানেই লেপের ওমের সঙ্গে জুড়ে থাকে আলস্য। যতই কাজের দিন হোক না কেন বিছানা ছেড়ে উঠতে মোটেই মন চায় না। ঘড়িতে সময় বয়ে যায়। একটু দেরিতে উঠে সকালের রোদে পিঠ এলিয়ে বসে কফি কাপে চুমুক দেওয়া যেন শীতে স্বর্গের অনুভূতি। সঙ্গে মোয়া কিংবা কমলালেবু থাকলে মন্দ হয় না। শীতে গল্পকথা বুনতে তো বেশ লাগে। তবু সুযোগ মিলছে কই! টলিউডের এই দুই নায়িকার মধ্যে অনেক মিল। দুজনেই অভিনেত্রী, দুজনের কাঁধেই রাজনীতির গুরুদায়িত্ব, দুজনেই অসম্ভব ফিটনেস ফ্রিক। ইদানিং ফ্যাশানের দিক থেকেও একে অপরকে গোল দিচ্ছেন। বলার অপেক্ষা  রাখে না যে আমরা টলিউডের বোনুয়াদের কথাই বলছি। এঁরা পরস্পরকে আদর করে ডাকেন বোনুয়া। মধ্যিখানে শোনা গিয়েছিল তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মুখ দেখাদেখি বন্ধ। একে অন্যের পোস্টে ফিরেও তাকাচ্ছে না। সে সব এখন অতীত। সব কিছু ঠিক আগের মতই আছে । একে অন্যের ছবিতে ভরিয়ে দিচ্ছেন ভালবাসা।

দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশন সেরে দুজনেই এখন রাজ্যে।  ডিসেম্বরের মাঝামাঝি এই ঠাণ্ডায় বাকিরা কেঁপে গেলেও শীত ‘মিস’ করছেন জলপাইগুড়ির কন্যা মিমি চক্রবর্তী। তাঁর বাড়ির এলাকায় যে জব্বর শীত পড়ে তা স কলেই জানেন। কলকাতায় বহুতলে বসে ব্যালকনিতে সেই রোদেরই খোঁজ করছেন মিমি। পরণে প্যাস্টেল ক্রিম শেডের ন্যুডলস স্ট্রিপের সাধারণ একটি ড্রেস। চুল বাঁধা, যত্ন করে আইমেকআপ করা। ভোরের নরম আলো যেন ঠিক তাঁকে চুম্বন করছে তবে তিনি শীতেরই খোঁজ করছেন। এমন সুন্দর ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন- ডিসেম্বর আমি সোয়েটার পরতে চাই। কখন তুমি একটু ঠাণ্ডা হবে? এর থেকেই স্পষ্ট যে অভিনেত্রী ভীষণ ভাবে শীতের অভাব অনুভব করছেন। পছন্দের সব সোয়েটার, জ্যাকেট আলমারিতে বন্দি। চাইলেও সে সব পরে ফেলা যাচ্ছে না।

অন্যদিকে তাঁর বোনুয়া নুসরত জাহান সকাল সকাল চলে গিয়েছেন জিমে। জিম পোশাকেই নিজের দারুণ কিছু সেলফি আপলোড করেছেন। কালো স্পোর্টস ব্রা, হাফ জগার্সের সঙ্গে গলিয়ে নিয়েছেন ডেনিম জ্যাকেট। হাতে স্মার্ট ওয়াচ। শরীরচর্চার জন্য একেবারেই প্রস্তুত তিনি। তার আগে এককাপ ব্ল্যাক কফিতে ওয়ার্ম আপ করে নিচ্ছেন। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে অবশ্য নুসরত লিখেও দিয়েছেন যে ওয়ার্ক আউটের আগে এককাপ কফির কদরই আলাদা। প্রচুর এনার্জি পাওয়া যায়। শহরে শীত পড়লেও তেমন ভাবে উপভোগ করছেন না নুসরত। গত এক বছরে প্রচুর ওজন কমিয়েছেন তিনি। শরীরে এক ফোঁটা মেদের চিহ্ন নেই। আগের থেকেও যে রোগা হয়ে গিয়েছেন নায়িকা একথা প্রায়শই তাঁর অনুরাগীরা লেখেন কমেন্টে। নায়িকাদের এই শীতযাপন আপনাদের কেমন লাগল তা জানাতে কিন্তু ভুলবেন না।