Summer Cool Fashion: সেরামিকের গয়না, সঙ্গে কাফতান-বেগমপুরী, সামার কুল ফ্যাশন নিয়ে হাজির সুজয়-দেবযানীর ‘পরব’

Parav: বিগত তিন বছর ধরে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে আয়োজন করছেন 'পরব'- এর।

Summer Cool Fashion: সেরামিকের গয়না, সঙ্গে কাফতান-বেগমপুরী, সামার কুল ফ্যাশন নিয়ে হাজির সুজয়-দেবযানীর 'পরব'
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়ের যৌথ উদ্যোগ পরব।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 1:53 PM

পরব… এই শব্দটা শুনলেই চোখের সামনে ভিড় করে উৎসবের দৃশ্যপট। আর উৎসবের আমেজ মানেই তো পরিপাটি সাজগোজ। কিন্তু কলকাতায় এখন বেশ গরম। তাই হাল্কা অথচ নজরকাড়া পোশাক সঙ্গে ট্রেন্ডি গয়নাই এখন ফ্যাশনে ইন। আর সেই জন্যই সব বয়সীদের পছদনের কথা মাথায় রেখে দক্ষিণ কলকাতার বুকে চলছে ফ্যাশন এগজিবিশন ‘পরব’। সৌজন্যে বাচিকশিল্পী এবং অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। বছরে দু’বার নিজেদের সম্ভার নিয়ে হাজির হন এই দুই শিল্পী। একবার পয়লা বৈশাখের আগে। আর একবার দুর্গাপুজোর আগে। গত তিনবছর ধরে চলছে সাউথ পয়েন্ট স্কুলের সিনিয়র (দেবযানী) এবং জুনিয়র (সুজয়প্রসাদ) জুটির এই অভিযান। জুম টি ও গ্রাফিতে ৯ এপ্রিল শুরু হয়েছিল পরবের পয়লা বৈশাখের আগের প্রদর্শনী। আজ ১০ এপ্রিল রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে গয়না এবং পোশাক সম্ভারের এই প্রদর্শনী।

পরবের ভাবনা কীভাবে মাথায় এল?

গয়না নিয়ে অনেকদিন ধরেই চর্চা করেন সুজয়প্রসাদ। নিজে পরেনও বেশ সুন্দর সব গয়না। সেই থেকেই অলঙ্কার নিয়ে কাজ করার ঝোঁক। মূলত সেরামিক নিয়েই কাজ করেন তিনি। টিভি৯ বাংলার সঙ্গে আড্ডায় তিনি বললেন, ‘এখন সারা বিশ্বেই সেরামিকের গয়না নিয়ে কাজ হচ্ছে। আমি নিজেও পরি। আর লোকজনের আমরা গয়না নিয়ে আগ্রহও আছে। তাই ভাবলাম আমার স্টাইলটা যদি অন্যদের মধ্যেও দিতে পারি তাহলে মন্দ কী। সেই থেকেই শুরু। তবে সেরামিকের পাশাপাশি ক্লে অর্থাৎ মাটির গয়নাও রয়েছে সুজয়প্রসাদের ফ্যাশন অ্যাকসেসরিজে।

গয়নার পাশাপাশি ভুরিভোজের ব্যবস্থাও রেখেছেন সুজয়। গয়নাগাটির সঙ্গে থাকছে বিডন স্ট্রিটের মাছের চপ। সুজয়ের কথায়, ‘আমার ছোটোবেলা যেভাবে কেটেছে, কলকাতা শহরকে যেভাবে দেখেছি, যেরকম খাবার খেয়েছি সেটা তো ভুলিনি। তাই সেই স্বাদ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।’

এবার আসা যাক দেবযানীর Oi-Shey – র সম্ভারে

দেবযানীর ‘অল টাইম ফেভারিট’ কিন্তু তসর আর সিল্ক। তাঁর কথায়, ‘অন্য কিছু পড়ি না এমনটা নয়। কিন্তু পছন্দ বলতে তসর আর সিল্ক। তাই নিজের বুটিকেও সেটাই বেশি রাখি। তবে পয়লা বৈশাখের আগের প্রদর্শনীতে মাথায় থাকে সামাল কুল ফ্যাশন। তাই সুতি, খাদি, বেগমপুরীর উপরেই জোর থাকে বেশি। এবারেও তাই-ই রেখেছি কালেকশনে। তার সঙ্গে রয়েছে সামার স্পেশ্যাল কাফতান।‘

দুই শিল্পীর নিজস্ব ডিজাইনে তৈরি তাঁদের সম্ভার দেখতে প্রথম দিনেই ‘পরব’- এ বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন তনুশ্রী শঙ্কর, উজ্জয়ীনী, বিদিপ্তা চক্রবর্তী, চৈতালি দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, অলকানন্দ রায় ও আরও অনেকে।

আরও পড়ুন- Alia Bhatt-Ranbir Kapoor Wedding: বিয়েতে আলিয়া-রণবীর কেমন পোশাকে সাজবেন? ডিজাইনারই বা কে?