AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চান্দেরি শাড়ি ও মুক্তোর তৈরি সুন্দর ভেলে অনন্য রিয়া কাপুরের বিয়ের সাজ এখন ট্রেন্ড! দেখুন ছবিতে

বিয়ের দিন সব আকর্ষণ থাকে কনেকে ঘিরে। তাই বিয়ের সাজের সঙ্গে মেকআপ-টাও আজকাল দিনে একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সেলেব্রিটি হলে তো কোনও কথাই নেই।

চান্দেরি শাড়ি ও মুক্তোর তৈরি সুন্দর ভেলে অনন্য রিয়া কাপুরের বিয়ের সাজ এখন ট্রেন্ড! দেখুন ছবিতে
ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবি
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 3:18 PM
Share

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন সেলেব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর। জীবনের গুরুত্বপূর্ণ দিনে ডিজাইনার অনামিকা খান্নার ও স্ট্রিকিং অফ-হোয়াইট চান্দেরি শাড়িকে বেছে নিয়েছিলেন অনিল-কন্যা। মা সুনীতা কাপুররে কালেকশন থেকে মুক্তোর নেকপিস ও কানের দুল বিয়ের সাজ হিসেবে ব্যবহার করেছিলেন রিয়া। আর বিয়ের পোশাকের সঙ্গে মাথায় ছিল বৃদ্ধিচাঁদ ঘ্যানশ্যামদাস থেকে পার্ল ভেল।

বিয়ের পছন্দের পোশাকের সঙ্গে মাথায় ভেল পরা ভারতীয় বিয়ের সাজের একটি অন্যতম অংশ। নয়া ব্রাইডাল লুক হিসেবে এখন পার্ল ভেল অন্যতম। ক্যামেরায় বিয়ের কেনর ফোটশ্যুটের কয়েকঝলক ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

View this post on Instagram

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

বিয়ের দিন সব আকর্ষণ থাকে কনেকে ঘিরে। তাই বিয়ের সাজের সঙ্গে মেকআপ-টাও আজকাল দিনে একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর সেলেব্রিটি হলে তো কোনও কথাই নেই। জীবনের বিশেষ দিনে রিয়ার মেকআপ ও হেয়ার স্টাইল লুক ঠিক করেছিলেন তাঁর বন্ধু তথা সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা সোনি। বিয়ের পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল লুকে এদিন সোনম কাপুরের বোন ছিলেন অনন্যা। চিরাচরিত বধূসাজ ছিল না মোটেই। খোলা ও স্ট্রেট চুলের উপর ছিল সাদা মুক্তো দিয়ে বোনা ভেল।

View this post on Instagram

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

ইন্সটাগ্রামে বিয়ের কয়েক মুহূর্তের ছবি শেয়ার করেছেন রিয়া। তিনি নিজে লিখেছেন, ‘আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে, আমার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। ১৪.০৮.২১। খুব কাছের, সবচেয়ে বিচার-বুদ্ধি সম্পন্ন ও ধৈর্যশীল বন্ধু অনামিকা খান্নার চান্দেরি শাড়ির জন্য ধন্যবাদ। আমার সব গয়নাই মা সুনীতা কাপুরের থেকে পাওয়া।’

শুধু নিজেরই নয়, ইন্সটাগ্রামে বর করণ বুলানির ছবিও শেয়ার করেছেন রিয়া। ১২ বছর ধরে সম্পর্ক তাঁদের। বিয়ের দিন কুনাল রাওয়ালের ডিজাইন করা আইভরি ব্রিচ প্যান্ট, ক্লাসিক ক্রিম কুর্তার সঙ্গে ক্য়াকটা মোটিফ মিক্সড-থ্রেড এমব্রয়ডারি লিনেন বন্ধগলায় বরের সাজ সেজেছিলেন করণ। কাঁধের ছিল লাল রঙের স্টোল।

View this post on Instagram

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

আরও পড়ুন: গো বোল্ড অর গো হোম! এই মেকআপ মন্ত্রেই মাত করুন পার্টির মেজাজ!