Rooqma Ray: সামনেই বিচে যাবেন ছুটি কাটাতে? রুকমার থেকে নিয়ে নিন এই সব ফ্যাশান টিপস
Vacation and Fashion: সদ্য পুজোর ছুটিতে গোয়া থেকে ঘুরে আসলেন রকমা। সেই ছবি তিনি নিজেও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়

পুজোর ছুটির রেশ এখনও কাটেনি। এর মধ্যে অনেকেই পাড়ি দিয়েছেন পছন্দের গন্তব্যে। কেউ কেউ আগাম টিকিট কেটে রেখেছেন। কেউ যাবেন পাহাড়ে কেউ আবার সমুদ্রে। বেড়াতে যাওয়া মানেই নতুন পোশাক, ফ্যাশান আর কেতা। সুন্দর সুন্দর রিলস, ছবির ছড়াছড়ি। সকালে একরকম ডিপি তো বিকেলের মধ্যেই তা বদলে যায় । এছাড়াও ঘুরতে যাওয়ার আগে সকলেই লিস্ট বানিয়ে শপিং করেন। আজকাল সব মানুষই পোশাক-আশাক, ফ্যাশানের ব্যাপারে বেশ সচেতন। আজকাল কাজের যা চাপ তাতে সব মানুষেরই একটু ব্রেকের প্রয়োজন হয়। একমাত্র বেড়াতে গেলেই মন সবচাইতে ভাল থাকে। কাজের জন্য বছরভর ছুটিও মেলে না। এই সময় আবহাওয়া যেমন ভাল থাকে তেমনই হাতে কিছু ছুটিও পাওয়া যায়। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনও পর্যটন কেন্দেই থাকে পর্যটকের মেলা।
কালীপুজো পেরোলেই শুরু বিয়ের মাস। মধুমাস যে সামনেই তার আগাম বার্তা বয়ে আনছে আকাশে-বাতাসের এই শীত শীত ভাব। অঘ্রাণ মাসেই বিয়েবাড়ি হয় সবচাইতে বেশি। বিয়ের ঝামেলা ঝক্কি পেরিয়ে হানিমুনও তো প্রয়োজন। এখনকার কাপলদের পছন্দের জায়গা হল পাহাড়। আবার কেউ কটা দিনের নিখাদ ছুটি কাটাতে চলে যান কোনও এক সমুদ্রের পাড়ে। ঠাণ্ডার মধ্যে অনেকেই পাহাড় এড়িয়ে যান। পাহাড়ে গেলে যেমন জ্যাকেট, মাফলারে ফ্যাশান করতে হয় তেমনই সমুদ্রের ধারে কোথাও গেলে পোশাকের অপশনস অনেক বেশি। নিজের মত করে স্টাইলও করা যায়। টুপি, সানগ্লাস, ওয়ান পিস, ডেনিম, শর্টস সব রকমের পোশাক কাজেও লাগানো যায়।
সদ্য পুজোর ছুটিতে গোয়া থেকে ঘুরে আসলেন রকমা। সেই ছবি তিনি নিজেও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। রুকমার সব ছবিই তাক লাগিয়েছে ফ্যানেদের। মাল্টিকালার রং শার্টের সঙ্গে কালো রঙের স্প্যাগেটি টপ দিয়ে টাই আপ করেছেন রুকমা। সেই শার্টটি তিনি সুন্দর কায়দা করে পরেছেন। খোলা চুলে ওভারসাইজড রিং, ঠোঁটে মানানসই লিপস্টিকে রুকমাকে লাগছে দারুণ কুল। আর রুকমার মাল্টিকালার শার্টের মধ্যেই রয়েছে বিচ ভাইবস। বিচে এমন পোশাক পরে গেলেই দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে। যত বেশি রঙিন পোশাকে যাওয়া যায় ততই যেন সৌন্দর্য খোলতাই হয়। আরেকদিন লাল রঙের রেজারব্যাক ড্রেস পরেছেন রুকমা। কানে সেই ওভারসাইজড দুল, চুলে হেয়ার ব্যান্ডে রুকমা তৈরি তাঁর ট্রিপের সব মুহূর্ত উপভোগ সকরার জন্য।সমুদ্রের নীল জল, সূর্যাস্ত আর রুকমার ড্রেসও কোথাও গিয়ে যেন মিশে গিয়েছে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে যে রুকমাও খুশি তা ধরা পড়েছে তাঁর চোখে মুখে। সামনেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে আপনার? রুকমার থেকে নিতে পারেন এই সব ফ্যাশান টিপস।





