Kajol: ৫০ ছুঁই ছুঁই কাজলের রূপের জাদুতে মুগ্ধ ফ্যানেরা, সোশ্যাল মিডিয়া উপচে পড়ল ভালবাসায়
Kajol Devgan: লাল, গোলাপি এই দুই রং খুবই প্রিয় কাজলের। যে কারণে অধিকাংশ সময় তাঁকে দেখা যায় এই দুই রঙের পোশাকেই
বড় পর্দায় সব সময়ের হিট জুটি শাহরুখ-কাজল। শাহরুখ আর কাজলের রোম্যান্স সব সময় মুগ্ধ করে দর্শকদের। বয়স বেড়েছ তবে কাজল আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। কাজল মানেই সেই বাবলি লুক। বয়স বেড়েছে, বয়সের কারণে শরীরে সামান্য ফ্যাটও জমেছে তবুও কাজল আগের মতই সুন্দরী। দুই সন্তানের জন্ম, তাদেরকে মানুষ করা এসবের জন্য মধ্যে কিছুদিনের বিরতি নিলেও আবার কাজে ফিরেছেন কাজল। নিজের আলুথালু চেহারা নিয়ে কোনও দিনই হীনমন্যতায় ভোগেননি তিনি। অধিকাংশ সময় শাড়িতেই দেখা যায় তাঁকে। সেই সঙ্গে বিভিন্ন রঙও ট্রাই করেন তিনি। বেশিরভাগ সময়ে গোলাপি রঙেই দেখা যায় তাঁকে। আর গোলাপি আভায় সর্বদাই সুন্দর কাজল।
কাজলের সিগনেচার স্টাইল তাঁর মুখের সেই মিষ্টি হাসি। সেই সঙ্গে সব সময় পজিটিভিটির বার্তা দেন এই নায়িকা। বেবি পিংক রঙের একটি ক্রেপ জর্জেটের শাড়িতে কিছুদিন আগেই সেজেছিলেন কাজল। কাজল যে শাড়িটি পরেছেন তা রাফেল শাড়ি নামেই পরিচিত। আর বর্তমানে এই শাড়ি খুব জনপ্রিয়ও। মনোক্রোম্যাটিক এই শাড়ির সঙ্গে স্টোনের লেয়ার হার পরেছেন কাজল। চুলে পনিটেল আর স্লিভলেস ব্লাউজে খুবই সুন্দর দেখতে লাগছে তাঁকে। তবে সবথেকে বেশি যা নজর কেড়েছে তা হল কাজলের হাতের কালো নেইলপলিশ। ঠোঁটে রোজ পিঙ্ক লিপস্টিক, দুই চিকেও চিকচিক করছে গোলাপি আভা- এমন রূপের ছটায় যিনি উজ্জ্বল তাঁর থেকে চোখ ফিরিয়ে রাখে কার সাধ্যি!
গোলাপি, লাল এসব রং খুবই পছন্দ কাজলের। যে কারণে অধিকাংশ সময় তাঁকে দেখা যায় এই দুই রঙের শাড়িতেই। কাজলের সাজও সব সময় খুবই সাধারণ থাকে। চোখের তলায় কাজল, বড় লাল টিপ আর ঝোলা দুল কানে থাকবেই। কখনই অতিরিক্ত মেকআপ করেন না তিনি। সাধারণ এমন সাজ বলেই আরও বেশি সাধারণ লাগে কাজলকে। মাতৃত্বের ছোঁয়া থাকে তাঁর সাজ পোশাকে। বরাবরই প্রবাসী বাঙালি কাজল। তবুও বাঙালি রীতি, অনুষ্ঠান থেকে দূরে থাকেননা তিনি। গণেশ পুজো, দুর্গাপুজো সবেতেই অঞ্জলি দেওয়া, শাড়ি পরা একেবারে ঘরোয়া লুকেই দেখা যায় তাঁকে। কাজলের এই Simplicity -এর জন্যই ফ্যানেরা তাঁর প্রতি এমন মুগ্ধ।