Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sohini Sarkar: গরমের Soothing Fashion-এ খোলা চুল, কানপাশা আর অফ হোয়াইট কাঞ্জিভরমে সোহিনী

Summer Fashion: বাজারে যত রকম পোশাক আসুক না কেন সিল্ক শাড়ির কোনও তুলনা নেই। সিল্ক শাড়ি কিন্তু সারাবছরই পরা যায়। কিছু সিল্ক থাকে একেবারেই হালকা প্রকৃতির হয়

Sohini Sarkar: গরমের Soothing Fashion-এ খোলা চুল, কানপাশা আর অফ হোয়াইট কাঞ্জিভরমে সোহিনী
ডিপ কাট ব্লাউজ আর সিল্কে সামার কুল লুক সোহিনীর
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 2:14 PM

গরম যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘাম, বিরক্তি। রোজ অফিস যেতে আর রোজকার কাজ সামলাতেই মানুষ হিমশিম। এর মধ্যে রান্নাঘরে ঢুকতেই বিরক্ত লাগে। খেতে তো আরও বিরক্ত। বাড়ি থেকে যতটা সম্ভব কম বেরনো যায় সেই চেষ্টাই করেন সকলে।  গরমে যত হালকা জামা পরা যায় ততই ভাল। চিকিৎসকেরাও সেই পরামর্শ দেন। সুতির জামা, যে সব পোশাক পরলে গায়ে চিটিয়ে যায় না এমনই পোশাক  পরলে সবচেয়ে ভাল। তাহলে শ্বাস-প্রশ্বাসেও কোনও রকম সমস্যা হয় না। গরমে মেয়েদের সবথেকে আরাম দায়ক পোশাক হল সুতির নাইটি। গরম বলে তো আর অনুষ্ঠান থেমে থাকে না। বিয়েবাড়ি, পার্টি, জন্মদিন এসব লেগেই রয়েছে। গরমের দিনে শাড়ি অনেকেই পরতে চান না। তবে জানেন কি গরমের কুল ফ্যাশন কিন্তু একমাত্র শাড়িতেই হয়?

বাজারে যত রকম পোশাক আসুক না কেন সিল্ক শাড়ির কোনও তুলনা নেই। সিল্ক শাড়ি কিন্তু সারাবছরই পরা যায়। কিছু সিল্ক থাকে একেবারেই হালকা প্রকৃতির হয়। সেক্ষেত্রে বেছে নিতে পারেন এমন কাঞ্জিভরম শাড়ি। যে কোনও অনুষ্ঠানেই পরা যায় এই কাঞ্জিভরম। এই শাড়ি যেমন হালকা হয় তেমনই দেখতেও ভীষণ রকম আভিজাত্য পূর্ণ। যেমনটা বেছে নিয়েছেন সোহিনী। অফ হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে এই ক্লাসিক ট্র্যাডিশন্যাল কাঞ্জিভরমে গরমের দিনে খুব সুন্দর করে সেজেছেন সোহিনী। আসলে তিনি কিছুই সাজেননি।  আর এতেই তাঁকে দেখতে লাগছেন ভারী স্নিগ্ধ।

এই কাঞ্জিভরমের সঙ্গে কনট্রাস্ট করে ডিপ নেক খয়েরী রঙের একটি ব্লাউজ পরেছেন তিনি। খোলা চুল, হাতে ট্র্যাডিশন্যাল একটি সোনার কঙ্কন। আজকাল এমন স্মার্ট লুকের সঙ্গে একটা কঙ্কন বা একটা বালাই দেখতে ভাল লাগে। এর সঙ্গে ম্যাচিং করে কানপাশা পরেছেন সোহিনী। চুলে এনেছেন হালকা কার্লি টাচ। চোখেও খুব সুন্দর করে লাইনার পরেছেন। এই শাড়ির সঙ্গে নজর কাটছে সোহিনীর টানা চোখ। সুন্দর করে আইলাইনার পরেছেন সোহিনী। এমন ট্র্যাডিশন্যাল শাড়ির সঙ্গে এরকম মেকআপই লাগে বেশি ভাল। ইন্দু বাই জয়িতার থেকে এই কাঞ্জিভরম শাড়িটি বেছে নিয়েছেন তিনি। আর দামও মাত্র ৭০০০ টাকার মধ্যে। সব মিলিয়ে এই লুকে অপরূপ লাগছে সোহিনীকে।  এই গরমে এমন লুক ট্রাই করতে পারেন আপনিও।