Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manish Malhotra Latest Design: মণীশের এই নতুন পোশাক শুধুমাত্র চেহারা নয়, এবার সৌন্দর্যকেও এগিয়ে রাখল

মণীশ মালহোত্র তাঁর কালেকশনের শ্রেষ্ঠ গয়নাগুলির সঙ্গে মডেলটির চেহারা অ্যাক্সেস করেছিলেন। ইন্টারনেট দুনিয়া মণীশ মালহোত্র আর সাক্ষীর এই কোল্যাবে মারাত্মক সন্তুষ্ট হয়েছে।

Manish Malhotra Latest Design: মণীশের এই নতুন পোশাক শুধুমাত্র চেহারা নয়, এবার সৌন্দর্যকেও এগিয়ে রাখল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 12:02 PM

ভারতে শরীরের অসাধারণ সৌন্দর্যের উদাহরণ খুব বেশি মাত্রায় দেখা যায় না। ভারত এমন একটি দেশ যেখানে স্থূলতার বিস্তার বিশ্বের সাধারণ গড়ের চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ক্রমবর্ধমান স্থূলতা অবশ্যই একটি উদ্বেগের বিষয়। যদিও আমাদের নিজেদের মধ্যেই এখনও মোটা মানুষদের ট্যাবু দেওয়ার চল রয়েছে। এই দোষের কারণ অনুসন্ধান করা বিশেষ লাভজনক হবে না। কারণ, ট্যাবু দেওয়ার চল মানুষের মধ্যে রয়েছে, আর এতটাই বেশি মাত্রায় রয়েছে যে এটা কিছুটা অভ্যেসের মত হয়ে গেছে। কিন্তু, আজকের দিনে এসে কিছু কিছু ক্ষেত্রে সত্যিই বিপরীত চিন্তা ভাবনার কিছু উদাহরণ পাওয়া যাচ্ছে। এগুলি একইসঙ্গে ইতিবাচক এবং সমাজের জন্য একটা আগাম পথ নির্ধারণ করতে সক্ষম হবে। 

যদিও ভারতীয়দের একে অপরের স্বভাবিক শারীরিক গঠনকে স্বাগত জানাতে এখনও অনেক পথ বাকি আছে, তবে ফ্যাশন জগতের কিছু বড় নাম এগিয়ে এসেছে ‘all sizes are beautiful‘ এই নীতিবাক্যটি প্রচার করতে। সম্প্রতি, ভারতের প্রথম সারির ডিজাইনার মণীশ মালহোত্র এই উদ্যোগে সামিল হয়েছেন। তাঁর একদম নতুন ফ্যাশন ফটোশুটে তিনি একজন জনপ্রিয় প্লাস-সাইজ মডেলকে উপস্থাপন করে বডি পজিটিভিটি ব্যান্ডওয়গনে ঝাঁপিয়ে পড়েছিলেন।

কন্টেন্ট ক্রিয়েটার সাক্ষী সিন্দওয়ানি, মালহোত্রার ডিজাইন করা নূরানিয়াত ব্রাইডাল এডিটে নববধূ হিসেবে সেজে ইন্টারনেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন। এই ফটোশুটের একটি অংশ হওয়া সম্পর্কে তাঁর অনুভূতি জানাতে গিয়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “কি অবাস্তব একটা অভিজ্ঞতা। যখন থেকে আমি আমার মডেলিং যাত্রা শুরু করেছি, আমি মানুষকে বলতে থাকব কীভাবে একটা সাজকে রিপ্রেসেন্ট করা স্বপ্নের মতো ব্যাপার!”

এরই সঙ্গে তিনি আরও যোগ করেছেন যে তিনি তাঁর মডেলিংয়ের কেরিয়ার শুরুই করলেন মণীশ মালহোত্রের ডিজাইন করা পোশাক পরে। এর জন্য তিনি নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী মনে করছেন। সঙ্গে তিনি এই পুরো বিষয়ের গুরুত্বের দিকে দৃষ্টি দিয়ে বলেছেন, “যদি আমরা পরিবর্তন দেখি, আমরা পরিবর্তনে বিশ্বাস করি, তাহলে সেটা নিজের মধ্যেই একটা পরিবর্তন আনতে সক্ষম থাকবে।”

সাক্ষী মালহোত্রার ডিজাইন করা একটি উজ্জ্বল লাল পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। তিনি তাঁর সাজের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে আনন্দ আর আত্মবিশ্বাস একটি সুখী কনে হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার চেহারা নয়, আপনার রঙ নয়, আপনি কেমন জায়গা থেকে উঠে এসেছেন তাও নয়। সুখী থাকতে চাওয়ার জন্য যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেটা যদি আপনার মধ্যে থাকে, আগামীকাল একটা সুন্দর দিনের সাক্ষী হতে পারে।

মণীশ মালহোত্র তাঁর কালেকশনের শ্রেষ্ঠ গয়নাগুলির সঙ্গে মডেলটির চেহারা অ্যাক্সেস করেছিলেন। ইন্টারনেট দুনিয়া মণীশ মালহোত্র আর সাক্ষীর এই কোল্যাবে মারাত্মক সন্তুষ্ট হয়েছে। ইতিমধ্যেই এই ফটোশুট ভাইরাল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে আমাদের চিন্তা ভাবনার বদল আসছে। সবার মধ্যে না হলেও, সবার মধ্যেই এই বদল আসবে সেটা আশা করা যায়।

আরও পড়ুন: ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে, তাই আবার বদলে যেতে শুরু করেছে ফ্যাশনের ধারা