Swastika Dutta: কাঁধ থেকে সরে গিয়েছে শার্ট, উঁকি দিচ্ছে অন্তর্বাস, ক্যাপশনে কাকে ধ্বংস করার কথা বললেন স্বস্তিকা?
Fashion And Style: এমন ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন- 'ধ্বংস করে দাও, আমাকে যদি চাও'... কাকে ধ্বংস করার কথা বললেন স্বস্তিকা, কোন বিষয় নিয়েই তিনিন এত ভাবিত! এমন সব প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ইন্ডাস্ট্রির অন্দরে
টলিউডের খুবই পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। টেলিভিশন দিয়েই তাঁর যাত্রা শুরু। এখন চুটিয়ে অভিনয় করছেন সিনেমা থেকে ওটিটি-তে। নিজের অভিনয়ের জেরেই পাকা জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু তাঁর। এখনও তিনি টুকটাক মডেলিং এর কাজ করেন। একটা সময় তাঁর ওজন খানিকটা বেশিই ছিল। টানা শরীরচর্চা করে সেই অতিরিক্ত ওজন তিনি ঝরিয়ে ফেলেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে নিয়ে চর্চার শেষ নেই। কিছুদিন আগেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কে ইতি টেনেছেন। শোভনের সঙ্গে স্বস্তিকার এই সম্পর্ক, ব্রেকআপ এবং সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এই নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা ছিল তুঙ্গে। যদিও এই সব বিতর্কের দারুণ স্মার্ট উত্তরও দিয়েছেন স্বস্তিকা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ফাটাফাটি। আর এই সিনেমার স্বস্তিকা অভিনীত বিকি সেনের চরিত্রটি খুবই নজর কেড়েছে দর্শকের। এরপর স্বস্তিকা ধামাকা দিয়েছেন তাঁর সম্প্রতি ফটোশ্যুটে। স্বস্তিকার বোল্ড লুক ঝড় তুলেছে পুরুষদের মনে। কালো রঙের ফুল শার্টে নীল সোফায় বসে পোজ দিয়েছেন স্বস্তিকা। এলোমেলো চুলে হাত খোঁপা করা, কাঁধের একদিক থেকে শার্ট নেমে গিয়েছে, উঁকি দিচ্ছে অন্তর্বাসের কালো স্ট্র্যাপ। আর স্বস্তিকা ভাবুক মনে একের পর এক পোজ দিচ্ছেন লেন্সে। কালো শার্টের সামনের দিকে অনেকগুলি বোতাম খোলা। আর সেখান থেকে উঁকি দিচ্ছে ক্লিভেজ। এই শার্টের সঙ্গে মানানসই মেকআপও করেছেন তিনি। চোখের মেকআপ সেরেছেন আইশ্যাডো আর কাজলে। মুখে শুধুই বেস মেকআপ রয়েছে। ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক।
সবথেকে বেশি নজর কাড়ছে স্বস্তিকার গলার হারটি। স্লিক মোডের এই নেকলেসে খুবই ভাল দেখতে লাগছে স্বস্তিকাকে। মেকআপ, পোশাক আর অ্যাকসেসরিজেই আগুন ঝরিয়ে দিচ্ছেন স্বস্তিকা। এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ার কমেন্টে উপচে পড়ছে ভালবাসায়। তাঁর এই হট অ্যান্ড বোল্ড লুকে মুগ্ধ সকলেই। আর এমন ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন- ‘ধ্বংস করে দাও, আমাকে যদি চাও’… কাকে ধ্বংস করার কথা বললেন স্বস্তিকা, কোন বিষয় নিয়েই তিনিন এত ভাবিত! এমন সব প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ইন্ডাস্ট্রির অন্দরে।