Weekend Fashion: মিকির টি-শার্ট থেকে রিপড জিন্স, উইকএন্ডে কেমন হবে ক্যাফে ডেটের ফ্যাশন?
Trendy Fashion: এখন বাজারে নানা রকম স্কার্ট, ব়্যাপার পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে মজাদার সব টি-শার্টও। গ্রাফিক্স টি-শার্ট, ব্যাগি টি-শার্ট এসব এখন ফ্যাশনে ভীষণ ভাবে ইন। এমন সব টপের সঙ্গে স্কার্ট, জিন্স বা শটস পরতে পারেন

সারা সপ্তাহ কাজের শেষে সকলেই অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য। যদিও অনেক পেশাতেই শনি বা রবি ছপটির দিন হিসেবে গণ্য হয় না তবুও অধিকাংশ মানুষ চুটির দিন বলতে এই দুটি দিনই বোঝেন। আজকাল সকলেরই কর্মক্ষেত্রে অনেক রকম চাপ থাকে। উপরি পাওনা হিসেবে মানসিক চাপ তো আছেই। এর মধ্যে যদি নিজের মত করে সুস্থ থাকা না যায় তাহলে জীবনের অর্থই বৃথা হয়ে যায়। শুক্রবার সন্ধ্যে হলেই পাব-রেস্তোরাঁ-ক্যাফের সামনে ভিড় জমে ওঠে। সারা সপ্তাহ অফিসে যেমন তেমন করে বেরোতে হয়। আবার অফিসে সব রকম পোশাক পরাও যায় না। সেই শখ পূরণ করুন উইকএন্ডে। সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি তো শেয়ার করতেই হবে।
নিজের জন্য একটা দিন বরাদ্দ রয়েছে তখন একদম নিজের মত করে সাজুন। নিজের মত করে ওয়ার্কআউট, খাওয়া-দাওয়া সঙ্গে অবশ্যই ফ্যাশন তো হতেই হবে। কুল-ক্যাজুয়াল এখন ট্রেন্ড। কেউই অতিরিক্ত মেকআপের চক্করে পড়তে চান না। যত বেশি স্বাভাবিক থাকবেন দেখতে ততই ভাল লাগে। উইকএন্ড মানেই টুকটাক শপিং কিংবা বন্ধুদের সঙ্গে কফি ডেটয অনেকে আবার পাবেও যান। এখন ইনস্টাগ্রামেবল ক্যাফের চল খুব বেশি। সকলেই চান সুন্দর ছবি তুলতে। আর তাই প্রথমেই নিজের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে হবে। ওজন বাড়লে একদমই দেখতে ভাল লাগে না। সেই সঙ্গে নিজের আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে। তাই রোজ নিয়ম করে ফ্যাট কাটার ড্রিংক খেতে হবে।
এখন বাজারে নানা রকম স্কার্ট, ব়্যাপার পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে মজাদার সব টি-শার্টও। গ্রাফিক্স টি-শার্ট, ব্যাগি টি-শার্ট এসব এখন ফ্যাশনে ভীষণ ভাবে ইন। এমন সব টপের সঙ্গে স্কার্ট, জিন্স বা শটস পরতে পারেন। জিন্সের মধ্যে রিপড জিন্স এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। সলিড রঙের কোনও টপের সঙ্গে এই রকম জিন্স খুই ফ্যাশনেবল। এছাড়াও কো-অর্ড সেট, বিভিন্ন ড্রেস, জাম্পস্যুট এসব তো রয়েইছে। এতে দেখতে ভাল লাগে আর সাজগোজের জন্য তেমন সময়ও লাগে না। নিজের পছন্দের পোশাক পরলে কিংবা মন থেকে নিজেকে সুন্দর রাখলে দেখতেও বেশ ভাল লাগে। সারা সপ্তাহের কাজের পর এইটুকু বডি ডিটক্স সকলেরই প্রয়োজন। আর তাই নিজের মত ফ্যাশন করুন আর যে পোশাকে চটজলদি সাজতে পারবেন আপনি নিজে আরাম পাবেন তেমনই পোশাক পরুন।





